• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

এভাবেই পরিবারের জন্য পুরুষরা জীবন বিলিয়ে দেয় : মাহি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ জানুয়ারি ২০২৪, ১৭:৩৫
সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির ডাকা হরতালের আগের রাতে রাজধানীর গোপীবাগে আগুনে পুড়ল বেনাপোল এক্সপ্রেস।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে এ ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ঢাকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল।

নিহতদের মধ্যে এক ব্যক্তি জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু পারেননি। সঙ্গে থাকা স্ত্রী-সন্তানও ভস্মীভূত হয়ে যান। ব্যক্তির জানালায় মাথা-হাত বের করা ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। এরপর জানা যায়, ওই ব্যক্তিকে উদ্ধার করতে গেলে স্ত্রী-সন্তানকে রেখে বেরিয়ে আসতে চাননি। এই ঘটনা সারাদেশের মানুষের চোখে পানি এনে দিয়েছে। হৃদয়বিদারক দৃশ্যটি কেউ মেনে নিতে পারছেন না।

স্ত্রী-সন্তানের প্রতি পুড়ে নিহত হওয়া ব্যক্তির ভালোবাসা আবেগায়িত করেছে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে। সামাজিকমাধ্যমে তিনি লিখেছেন, বউ-বাচ্চা মারা গেছে তাই নিজ ইচ্ছায় বের হয়নি। প্রতক্ষ্যদর্শীরা অনেক চেষ্টা করছে তাকে বের করতে, তখনও তার শরীরের অর্ধেক পুড়ে গিয়েছিল; সে বলেছে আমার বউ-বাচ্চা মারা গেছে আমি আর বের হব না। এভাবেই পরিবারের জন্য পুরুষরা জীবন বিলিয়ে দেয়।

প্রসঙ্গত, যশোরের বেনাপোল থেকে ট্রেনটি ঢাকায় আসছিল। সায়েদাবাদ এলাকা অতিক্রম করার সময় ওই ট্রেনে আগুন দেওয়া হয়। ট্রেনটি কমলাপুর স্টেশনে পৌঁছার কিছুক্ষণ আগে গোপীবাগ এলাকায় থামানো হয়। আগুনে ট্রেনটির তিনটি কোচ পুড়ে গেছে। ট্রেনে আগুনে দুই নারী, এক শিশুসহ অন্তত চারজনের মৃত্যু হয়। গতকাল রাত ৯টার দিকে চলন্ত ট্রেনটিতে দুর্বৃত্তরা আগুন দেয় বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত
১৪ দিন বৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শনেও নিষেধাজ্ঞা 
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
উপজেলা নির্বাচনে ভোটের দিন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি
X
Fresh