Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ২৪ মে ২০২২, ১০ জ্যৈষ্ঠ ১৪২৯

এবার ‘কাঁচাবাদাম’ গানে নেচে ভাইরাল কিলি পল (ভিডিও)

এবার 'কাঁচাবাদাম' গানে নেচে ভাইরাল কিলি পল (ভিডিও)

‘বাদাম বাদাম দাদা, কাঁচাবাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম...’ এমনই কথায় ভুবন বাদ্যকরের গাওয়া গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় সেলিব্রেটি বনে গেছেন তিনি। এবার বীরভূমের সেই ভাইরাল ‘বাদাম কাকু’র গান পৌঁছে গেছে সূদূর তানজানিয়া। বর্তমানে সোশ্যাল মিডিয়া সেনসেশন কিলি পল ‘কাঁচা বাদাম’ গানের সঙ্গে নেচে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। অন্তর্জালে প্রকাশের পরপরই কিলির নাচের ভিডিওটি ভাইরাল হয়েছে।

ক্যাপশনে লিখেছেন, ‘কাঁচাবাদাম, আমার ক্যামেরাম্যান আজ খুব বাজে ছিল। আশা করছি আপনাদের ভালো লাগবে।’

সেই ভিডিওতে সবুজ প্রকৃতির মাঝেই নাচতে দেখা যাচ্ছে কিলি পলকে। তার সাবলীল নাচের ভঙ্গি সহজেই দর্শকদের নজর কাড়ছে। সেই সুবাধে পূর্ব আফ্রিকাং হিট ভুবন বাদ্যকর!

ভুবন বাদ্যকর

প্রসঙ্গত, ভুবন বাদ্যকর বাদাম বিক্রি করেন। ভাজা বাদাম নয়, কাঁচা বাদাম। ভাজা বাদামের অপকারিতা আর কাঁচা বাদামের উপকারিতা নিয়ে একটি গান বেঁধেছেন তিনি। এই গানের কথা যুক্ত হয়েছে টাকা ছাড়াও কীসের বিনিময়ে বাদাম বিক্রি করেন, যেমন ভাঙা মোবাইল, সিটি গোল্ডের পুরনো জিনিস, মাথার চুল ইত্যাদি। গানের কথায় এসব বিষয় আর অদ্ভুত সুর তরুণরা ইন্টারনেটে পাওয়া মাত্রই লুফে নেয়।

ভুবন বাদ্যকর

সূত্র: হিন্দুস্তান টাইমস

এনএস/টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS