logo
  • ঢাকা শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১, ৩ বৈশাখ ১৪২৮

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ এপ্রিল ২০২১, ২১:১৩

গাড়িতে গাড়িতে পোস্টার লাগিয়ে

রাস্তায় নেমেছেন আমির খান!

রাস্তায় নেমেছেন আমির খান!
ফাইল ছবি

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। বলিউডে প্রথম সারিতে জায়গা করে নেয়া এই অভিনেতার শুরুটা মোটেই সুখকর ছিলো না। নিজের প্রথম সিনেমার প্রচারণায় রাস্তায় নেমে গাড়িতে গাড়িতে পোস্টার লাগিয়েছেন তিনি। সম্প্রতি সেই ভিডিওটি ভাইরাল হয়েছে।

১৯৮৮ সালে মনসুর খানের 'কিয়ামত সে কিয়ামত তাক' সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন আমির খান। সিনেমাটির সাফল্য শুধু আমির নয় রাতারাতি তারকা বানিয়ে দিয়েছিল জুহি চাওলাকেও।

ভিডিওতে দেখা গেছে, কাঁধে পোস্টারের ব্যাগ ঝুলানো আমিরকে সাহায্য করছেন তার সহশিল্পী রাজেন্দ্রনাথ জুটশি। তখন আমিরকে কেউ চিনতেন না৷ মুম্বাইয়ের রাস্তাতেও অটোগ্রাফ নেয়ার কোন চাপ ছিলো না। বরং এক অটো চালক পোস্টার মারাতে আপত্তি করছেন৷

প্রসঙ্গত, বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে বাড়িতেই রয়েছেন আমির। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অবসর নেয়া আমিরের অসুস্থতার খবরটি নিশ্চিত করেছেন তার এক মুখপাত্র। এদিকে যারা আমিরের সংস্পর্শে এসেছিলেন তাদের সকলকে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে করোনা পরীক্ষা করতে অনুরোধ করা হয়েছে।

এনএস

RTV Drama
RTVPLUS