Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ১১ মে ২০২১, ২৮ বৈশাখ ১৪২৮

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩১
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০২

সৃজিতের সিনেমার নায়ক হচ্ছেন তাহসান!

ছবি: সংগৃহীত

কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। এবার শোনা যাচ্ছে দেশের জনপ্রিয় গায়ক ও নায়ক তাহসান খানকে নিয়ে সিনেমা বানাতে যাচ্ছেন সৃজিত। আর ঘোষণাটি সৃজিত দিয়েছেন জাগো এফএম-এর জনপ্রিয় অনুষ্ঠান ‌‘রাতাড্ডা’য় অংশ নিয়ে।

জাগো এফএম ‘রাতাড্ডা’র বিশেষ পর্বে অতিথি হিসেবে থাকছেন দুই আলোচিত দম্পতি সৃজিত মুখার্জি ও মিথিলা। ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৃজিত মুখার্জিকে নিয়ে দেশে এসেছেন মিথিলা। ব্যক্তিগত ও পারিবারিক ব্যস্ততার ফাঁকে তারা অংশ নিয়েছেন তানভীর তারেকের উপস্থাপনায় ‘রাতাড্ডা’য়।

আরও পড়ুন: স্বামীর জন্মদিনে নায়িকার চুম্বনের ছবি প্রকাশ্যে

টানা ২ ঘন্টার এই সেলিব্রিটি শোতে তানভীর তারেকের গ্রন্থনা ও সঞ্চালনায় দুজন জীবনের নানান বাঁক-বদলের গল্প বলেন। সেই গল্পে এসেছে প্রেম, নিজেদের ক্যারিয়ার, তাদের নিয়ে সমালোচনার জবাব ও ভবিষ্যৎ পরিকল্পনা।

অনুষ্ঠানটি একই সাথে ২২ ফেব্রুয়ারি রাত ১০ টায় জাগো এফএম ৯৪.৪ এবং জাগো এফএম ও তানভীর তারেকের অফিসিয়াল ইউটিউব ও ভেরিভায়েড ফেসবুক পেজে সরাসরি প্রিমিয়ার করা হবে।

আরও পড়ুন: 'আপনাদের বউয়ের দিকে খেয়াল রাখেন, ভাবিরা যাতে ভাইগা না যায়' (ভিডিও)

জিএম/এম

RTV Drama
RTVPLUS