logo
  • ঢাকা শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১, ৮ মাঘ ১৪২৭

বিনোদন ডেস্ক

  ৩১ ডিসেম্বর ২০২০, ১৫:১৫

নায়ক জায়েদ খানের বাবা আর নেই

জায়েদ খান,
জায়েদ খান।
চিত্রনায়ক ও বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বাবা হারালেন। আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর গ্রীনলাইফ হাসপাতালে তার বাবা এমএ হক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গুরুতর অবস্থায় ভর্তি হয়ে গেলো ১৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার গলায় টিউমার হয়েছিল। এছাড়া নিউমোনিয়াতেও ভুগছিলেন। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মৃত্যুবরণ করেন।

শিল্পী সমিতি কার্যনির্বাহী কমিটির সদস্য ও নায়ক জয় চৌধুরী জানিয়েছেন, বাবাকে দাফনের উদ্দেশে পারিবারিক গোরস্তান পিরোজপুর নিয়ে যাওয়ার কথা রয়েছে।

বাবার মৃত্যুতে ভীষণ ভেঙে পড়েছেন জায়েদ খান। তিনি তার বাবার আত্মার শান্তি কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।

এম

RTV Drama
RTVPLUS