logo
  • ঢাকা রোববার, ২৯ নভেম্বর ২০২০, ১৪ অগ্রহায়ণ ১৪২৭

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ নভেম্বর ২০২০, ১০:৫৭
আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ১১:০৯

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ফারুক

Akbar Hossain Pathan Farooq
আকবর হোসেন পাঠান ফারুক
ঢাকাই চলচ্চিত্রের নায়ক ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে সোমবার সন্ধ্যায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিনেতার স্ত্রী ফারহানা ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্প্রতি চিকিৎসা নিয়ে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ফারুক। কয়েকদিন ভালো ছিলেন তবে হঠাৎ শরীর খারাপ হলে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়। রোববার তার রিপোর্ট পজিটিভ এসেছে।

ফারুকের স্ত্রী ফারহানা ফারুকেরও করোনা টেস্ট করা হলে রিপোর্ট এসেছে তিনি কোভিড-১৯ নেগেটিভ।

প্রায় পাঁচ দশক ধরে ঢালিউড চলচ্চিত্রের সঙ্গে যুক্ত নায়ক ফারুক। তিনি একাধারে চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও ব্যবসায়ী। তরুণ বয়স থেকেই তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ঢাকা-১৭ আসনের  সংসদ সদস্য নির্বাচিত হন।
জিএ

RTVPLUS