logo
  • ঢাকা রোববার, ২৯ নভেম্বর ২০২০, ১৪ অগ্রহায়ণ ১৪২৭

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ নভেম্বর ২০২০, ১৭:৩১
আপডেট : ১২ নভেম্বর ২০২০, ১৭:৪৫

আরেক বলিউড অভিনেতার আত্মহত্যা

Asif Basra
আসিফ বসরা
সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনা শেষ হতে না হতেই আবারও বলিউডে আত্মহত্যার খবর। এবার আত্মহত্যা করলেন অভিনেতা আসিফ বসরা। হিমাচল প্রদেশের ধরমশালার ম্যাকলিওডগঞ্জ থেকে উদ্ধার হয় আসিফ বসরার মৃতদেহ। পুলিস তদন্ত শুরু করেছে।

ভারতের ধরমশালায় একটি বহুতলে থাকতেন আসিফ বসরা। ওই বহুতলের একটি ঘর থেকে অভিনেতার মৃতদেহ উদ্ধার করা হয়। কাঙরার পুলিস বিমুক্ত রঞ্জন ভারতীয় গণমাধ্যমে জানান, ঘটনার পর ফরেনসিক টিম পৌঁছেছে। শুরু করা হয়েছে ঘটনার তদন্ত।

জানা যাচ্ছে, ম্যাকলিওডগঞ্জের ওই বহুতলে গত ৫ বছর ধরে ভাড়া থাকছিলেন আসিফ বসরা। অভিনেতার সঙ্গে থাকতেন তার বিদেশি বান্ধবী। কেন আত্মহত্যা করেছেন তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

যব উই মেট, ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই-সহ একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন তিনি। সম্প্রতি পাতাললোক-এর মতো ওয়েব সিরিজেও দেখা যায় তাকে।

সূত্র- জিনিউজ, হিন্দুস্তান টাইমস  
জিএ 

RTVPLUS