smc
logo
  • ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০, ৫ কার্তিক ১৪২৭

আজ আরটিভিতে দেখবেন ‘টেডি বিয়ার’

  বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

|  ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৪:১৫ | আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৪:২১
Sadia Jahan Prabha and Manoj Pramanik
সাদিয়া জাহান প্রভা ও মনোজ প্রামাণিক
প্রেগন্যান্সি টেস্ট অনুযায়ী সাদিয়া জাহান প্রভা (ফাইজা) মা হতে চলেছেন। তার সংসারে শুরু হয়েছে নানান ঝামেলা। সুখের সংসার তাসের ঘরের মতো ভাঙনে রূপ নিয়েছে। প্রতিনিয়ত নতুন নতুন ঘটনা ঘটতে শুরু করেছে। ঘটনাটি প্রভা অভিনীত একটি নাটকের। 

সম্প্রতি ‘টেডি বিয়ার’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। এতে তার বিপরীতে আছেন মনোজ প্রামাণিক। সাদেক সাব্বিরের রচনায় নাটকটি নির্মাণ করেছেন আতিফ আসলাম বাবলু। এতে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে প্রভা ও মনোজকে। 

নাটকটি নিয়ে প্রভা বলেন, নাটকে আমার চরিত্রের নাম ফাইজা। রোমান্টিক ঘরানার এই কাজটি বেশ উপভোগ করেছি। আশা করছি, দর্শকেরও ভালো লাগবে।

নাটকটিতে প্রভা ও মনোজ কুমার ছাড়াও আরও অভিনয় করেছেন বাসার বাপ্পি, নয়ন খান, পাপিয়া ইসলামসহ অনেকে। নাটকটি প্রযোজনা করেছেন জিয়াউল হক মামুন। 

আজ রাত ৮টায় ‘টেডি বিয়ার’ নাটকটি আরটিভিতে প্রচারিত হবে।

জিএ 

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৯০২০৬ ৩০৫৫৯৯ ৫৬৮১
বিশ্ব ৪,০৩,৮২,৮৬২ ৩,০১,৬৯,০৫২ ১১,১৯,৭৪৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়