• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo
ধানখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
পুকুরে জড়ানো অবস্থায় ছিল ভাই-বোনের মরদেহ
যশোরের মনিরামপুরে পুকুরের পানিতে ডুবে সহোদর দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।  শনিবার (৬ এপ্রিল) বিকালে উপজেলার ঢাকুরিয়া বারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।  নিহত দুই শিশু হলো- সামিয়া খাতুন (৪) ও সাহাবিদ জিম (৩)। তারা বারপাড়া গ্রামের শহিদুল ইসলামের সন্তান। শহিদুল ইসলাম পেশায় স্কুলশিক্ষক। তিনি যশোর সদর উপজেলার দিয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত। বারপাড়া গ্রামের স্থানীয় নারী ইউপি সদস্য সাথী বেগম জানান, বিকালে দুই ভাই-বোন বাড়িতে খেলছিল। ওদের বাবা-মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ সন্তানদের না পেয়ে বাড়ির সবাই  খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে নেমে খুঁজতে গিয়ে একটি হাতের সঙ্গে স্পর্শ লাগে বাবা শহিদুলের। পরে হাত ধরে টান দিতেই দেখেন মেয়ে সামিয়া। তার হাত ধরে আছে  ছেলে সাহাবিদ। তখন দুই সন্তানকে মৃত অবস্থায় উদ্ধার করেন তিনি। তিনি আরও জানান, শিক্ষক শহিদুলের এই দুই সন্তান ছাড়া আর কোনো সন্তান নেই। একসঙ্গে শিশু দুই ভাই-বোনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
যশোরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
দোকানের ভেতর পুড়ল প্রতিবন্ধী বাবা, বাঁচানোর চেষ্টায় আহত ছেলে
যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শ্রমিক নিহত
ছাদ থেকে পড়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার মৃত্যু
যশোরে স্কেভেটরচালকের মরদেহ উদ্ধার
যশোরে ফরিদুল ইসলাম নামে এক স্কেভেটরচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জানুয়ারি) চাঁচড়া ইউনিয়নের সাড়াপোল গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ফরিদুল ইসলাম মণিরামপুর উপজেলার মল্লিকপুর ঝাঁপা গ্রামের মুনসুর আলীর ছেলে। জানা যায়, গত কয়েক দিন যাবৎ স্কেভেটরচালক সাড়াপোল গ্রামে মাটি কাটছিলেন। তিনি রাতে স্কেভেটরের মধ্যেই ঘুমিয়ে থাকতেন। সকালে এলাকাবাসী স্কেভেটরের কাছে গিয়ে দেখতে পান তিনি ঘুমিয়ে রয়েছেন। অনেক ডাকাডাকি করেও তার সাড়া মিলছে না। এরপর তারা চাঁচড়া পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে সেটা জানাতে পারেনি পুলিশ ও এলাকাবাসী। তার মৃত্যু রহস্যজনক বলে পুলিশ মন্তব্য করেছে। এ কারণে ময়নাতদন্তের জন্য মরদেহ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।