• ঢাকা রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
logo
বেনাপোল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান-পরিচালকের নামে মামলা
যশোর-বেনাপোল সড়কে বাস-ট্রাক সংঘর্ষ, হেলপার নিহত
যশোরে লোকাল বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় হানিফ (৩০) নামে বাসের হেলপার নিহত হয়েছেন।  সোমবার (২ সেপ্টেম্বর) সকালে যশোর-বেনাপোল সড়কের গাজীরদর্গা তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।  নিহত হানিফ সদর উপজেলার পুলেরহাট এলাকার মৃত মশিয়ার রহমানের ছেলে। যশোর বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে বেনাপোল যাচ্ছিল। পথিমধ্যে গাজীরদর্গা তেলের পাম্পের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ট্রাকের সঙ্গে লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লোকাল বাসের হেলপার হানিফ রস্তার ওপরে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালে সার্জারি বিভাগের চিকিৎসক নাজমুল হাসন বলেন, রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
যশোরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
হত্যার ২৬ বছর পর ৬ আসামির যাবজ্জীবন
যশোরে সড়ক দুর্ঘটনায় এনজিওকর্মী নিহত
ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা আটক
ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
যশোরে ট্রেনে কাটা পড়ে আব্দুল আজিজ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১৯ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে শার্শার কাগজপুর রেল ক্রসিংয়ের ৫০ মিটার পূর্বে এ ঘটনা ঘটে। নিহত আজিজ বেনাপোল পোর্ট থানা এলাকার কাগমারী গ্রামের আসমত শেখের ছেলে। স্থানীয় ও নিহতের স্বজনদের মাধ্যমে জানা যায়, ইতোপূর্বে একবার ট্রেন দুর্ঘটনায় আজিজের একটি হাত ভেঙে যায়। তারপর থেকে তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। আজ সকালে শার্শা থেকে বেনাপোলগামী রেল লাইন ধরে হাটার সময় মোংলাগামী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হন। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট শেষে নিহতের লাশ উদ্ধার করে। বর্তমানে লাশ রেলওয়ে থানার পুলিশ হেফাজতে রয়েছে।
রাজশাহীর ডিআইজি আনিসসহ ৮ জনকে আসামি করে মামলা
যশোরের সাবেক পুলিশ সুপার ও বর্তমান রাজশাহী বিভাগের ডিআইজি আনিসুর রহমানসহ ৮ জনকে বিচার বহির্ভূত হত্যার মামলার আসামি করা হয়েছে।     রোববার (১৮ আগস্ট) আবু সাঈদের স্ত্রী পারভীন খাতুন বাদী হয়ে মণিরামপুর আমলি আদালতে এ মামলা করেন।  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের খুলনা বিভাগীয় ডিআইজিকে আদেশ দিয়েছেন। বাদীর আইনজীবী শহীদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। যশোরের মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের আবু সাঈদ নামে এক যুবককে আটকের পর ক্রসফায়ারে হত্যার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।   মামলার আসামিরা হলেন, যশোরের মণিরামপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্যা খবির আহমেদ, এসআই তাসমীম আহমেদ, এসআই শাহীন, দুর্গাপুর গ্রামের মৃত দুর্গাপদ সিংহের ছেলে সুব্রত সিংহ, জিনার আলীর ছেলে মতিউর রহমান, জয়পুর গ্রামের মৃত নওশের আলী মেম্বারের ছেলে মোন্তাজ আলী, খোর্দগাংড়া গ্রামের মৃতা আব্দুল মান্নানের ছেলে ফিরোজ আহমেদ। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যার পর উপজেলার জয়পুর বাজারের পল্লী চিকিৎসক বজলুর রহমানের দোকান থেকে আবু সাঈদকে আটক করে পুলিশ। এরপর পুলিশ তাকে মারধর করে গাড়িতে করে থানায় নিয়ে যায়। পরিবারের লোকজন খোঁজ নিতে গেলে জানানো হয় পুলিশ সুপারের নির্দেশে তাকে আটক করা হয়েছে। এরপর তাকে একটি পেন্ডিং মামলায় আটক দেখানো হয় এবং ওসি আওয়ামী লীগ নেতা মমতাজ আলীর সঙ্গে যোগাযোগ করতে বলে। মমতাজ আলী তখন মোটা অংকের টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হলে তিনি জানান, আবু সাঈদ বিএনপি করে এবং সে ক্রসফায়ারের এক নম্বর লিস্টে আছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, ওইদিন রাতে আবু সাঈদকে থানা অভ্যন্তরে মারধর করা হয়। এরপর গভীর রাতে তাকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের বেগারিতলা নামক স্থানে নিয়ে গুলি করে হত্যা করে। পরের দিন সকালে পরিবারকে তার মৃত্যুর বিষয়টি জানানো হয়। এরপর আসামিদের যোগসাজসে আবু সাঈদের ময়নাতদন্ত করে মরদেহ বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। অভিযোগে মামলার বাদী দাবি করেছেন, পুলিশ হেফাজতে আবু সাইদের মৃত্যুর ঘটনায় মামলা করতে গেলে মামলা না নিয়ে হুমকি ধামকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। বর্তমানে পরিবেশ অনুকূলে আসায় ন্যায় বিচারের স্বার্থে তিনি আদালতে এই মামলা করেছেন। উল্লেখ্য, আনিসুর রহমান ২০১৪ সালের ২৪ মার্চ যশোর জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এবং ২০১৮ সালের ১৯ আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন।
অটো পাসের দাবিতে যশোরে এইচএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন
অটো পাসের দাবিতে যশোরে এইচএসসি ২০২৪ ব্যাচের পরীক্ষার্থীরা মানববন্ধন করেছেন।  শনিবার (১৭ আগস্ট) সকালে যশোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  এ সময় শিক্ষার্থীরা বলেন, দেশের চলমান অচল অবস্থার কারণে অনেক শিক্ষার্থী ঠিকমতো লেখাপড়া করতে পারেননি। সেই সঙ্গে আন্দোলনের সময় অনেক শিক্ষার্থী অহত হয়ে এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন। অনেকে হাসপাতালের বিছানায় এখনও ছটফট করছেন। এই অবস্থায় কোনোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করা সম্ভব না।  তারা আরও বলেন, আগামী মাসে যে পরীক্ষার সময় সূচি প্রকাশ করা হয়েছে, তাতে পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব না। এজন্য করোনাকালীন সময়ের মতো অটো পাসের দাবি জানাই। 
সন্তানকে হত্যার পর ফাঁস নিলেন বাবা
যশোরের ঝিকরগাছায় পারিবারিক কলহের জের ধরে আয়মান হোসেন নামে ১১ মাস বয়সী নিজের শিশু পুত্রকে হত্যা করে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বাবা ইমামুল হোসেন (২৮)। রোববার রাতে নিজ বাড়িতে ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ইমামুল।  সোমবার (১২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভূইয়া। তিনি জেলার ঝিকরগাছা উপজেলার শরীফপুর গ্রামের আমজাদ গাজীর ছেলে। স্থানীয়রা জানান, ইমামুল দীর্ঘদিন ধরে বিদেশে ছিলেন। তার স্ত্রী মমতাজ বেগমকে (২৩) বাবার বাড়িতে যেতে দিতেন না। বিষয়টি নিয়ে স্ত্রী মমতাজ ও ইমামুলের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে স্ত্রী মমতাজ জোর করেই ১১ মাসের শিশু সন্তান আয়মানকে তার বাবা ইমামুলের কাছে রেখে বাবার বাড়ি হাড়িয়াদিয়া গ্রামে চলে যান। কিন্তু শিশুটি দুধের জন্য কান্নাকাটি শুরু করে। কান্না থামাতে না পেরে বাচ্চাটিকে গলাটিপে হত্যা করেন বাবা ইমামুল। এরপর রাতের কোনো এক সময় আত্মহত্যা করেন। এ বিষয়ে ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভূইয়া বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জানতে পেরেছি পারিবারিক কলহের জেরে ইমামুল আত্মহত্যা করেছেন। ইমামুলের ঘরে তার শিশু সন্তান আয়মানকেও মৃত অবস্থায় পেয়েছি।
যশোরে একরাতে ২ খুন
যশোরে একরাতে দুই খুনের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে যশোর সদরের চুড়ামনকাটি ও বাহাদুরপুরে এই ঘটনা ঘটে। রাত ১১টার দিকে চুড়ামনকাটির বাদিয়াটোলা গ্রামে মাথায় গুলি করে মেহের আলী (৪৫) নামে এক প্রবাসীকে হত্যা করে দুবৃর্ত্তরা। নিহত মেহের আলী ওই এলাকার আব্দুল মালেক মণ্ডলের ছেলে। তিনি গত ২৬ জুলাই কুয়েত থেকে দেশে ফেরেন। বিদেশ যাওয়ার আগে তিনি স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী ছিলেন।  স্বজনদের দাবি, চাঁদাবাজি ও রাজনৈতিক কোন্দলে এই খুনের ঘটনা ঘটেছে। একই রাতে যশোর সদরের বাহাদুরপুর আড়পাড়ায় জাহাঙ্গীর আলম মিঠু (৩২) নামে আরেক প্রবাসী খুন হন। তিনি বছর দুয়েক আগে বাড়িতে এসে টাইলস মিস্ত্রির কাজ করতেন। মিঠু ওই এলাকার মোদাচ্ছের আলীর ছেলে। স্বজনরা জানান, সন্ধ্যা ৬টার দিকে মিঠুকে তার বন্ধুরা চা খাওয়ার জন্য ডেকে নিয়ে যায়। রাত ৮টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। পরে শনিবার ভোর ৬টার দিকে মাঠে কাজ করতে গিয়ে এলাকাবাসী তার মরদেহ দেখতে পান। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, হত্যা কারণ ও খুনিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। অভিযান চলছে।