• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo
দুর্ঘটনায় পা হারানো জান্নাত পেল জিপিএ-৫
যশোরে ট্রাক্টরচাপায় গৃহবধূ নিহত, আহত ৩
যশোরের শার্শায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী রিতা রাণী (২১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী মিলন গোলদার ও তাদের শিশুকন্যা এবং মোটরসাইকেলচালক আহত হয়েছেন। সোমবার (৬ মে) যশোর-সাতক্ষীরা সড়কের জামতলা মবিল ফ্যাক্টরির সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত রিতা রাণী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের গড়কুমারপুর গ্রামের মিলন গোলদারের স্ত্রী এবং শার্শার গোড়পাড়া পোতাপুর গ্রামের কিনা মণ্ডলের মেয়ে। আহতরা হলেন- নিহতের স্বামী মিলন গোলদার (৩০), তাদের শিশুকন্যা প্রিয়া (২) এবং মোটরসাইকেলচালক শ্যামনগর উপজেলার গড়কুমারপুর গ্রামের রুহুল কুদ্দুস সানার ছেলে আসমাতুল্লা (৩৫)। আহত মিলন মিয়া বলেন, সকালে শ্যামনগর থেকে মোটরসাইকেলে করে আমার শ্বশুরবাড়ি শার্শার গোড়পাড়ায় যাচ্ছিলাম। পথিমধ্যে বাগআঁচড়া জামতলা মবিল ফ্যাক্টরির সামনে পৌঁছালে মাটিবাহী একটি ট্রাক্টর আমাদের চাপা দেয়। এ সময় আমার স্ত্রী মারা যায় এবং আমার ছোট মেয়েসহ আমরা আহত হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাভারণ হাইওয়ে থানার এসআই সিদ্ধার্থ। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। ট্রাক্টরটি পালিয়ে গেছে। এই ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তৃতীয় লিঙ্গের সদস্যকে খুন করে মাটিচাপা
দরজা ভেঙে গৃহবধূর ঘরে যুবক, অতঃপর...
যশোরে ট্রাক্টরচাপায় কিশোর নিহত
সাজাভোগ শেষে দেশে ভারত থেকে ফিরলেন ২৫ বাংলাদেশি
সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহত
যশোরের বেনাপোলের ধান্যখোলা সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মোহাম্মদ রইশুদ্দীন নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। সোমবার (২২ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামিল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্ট-সংলগ্ন এলাকায় সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ভারত থেকে আসা এক দল গরু চোরাকারবারিকে সীমান্ত অতিক্রম করতে দেখে দায়িত্বরত বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারিরা দৌড়ে ভারতের দিকে পালানোর চেষ্টা করলে বিজিবি টহল দলের সদস্য সিপাহি রইশুদ্দীন তাদের ধাওয়া করতে করতে গিয়ে ঘন কুয়াশার কারণে দলবিচ্ছিন্ন হয়ে পড়েন।  প্রাথমিকভাবে তাকে খুঁজে পাওয়া না গেলেও পরবর্তী সময়ে বিভিন্ন মাধ্যমে জানা যায়, তিনি বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরপরই এ বিষয়ে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয় এবং জানা যায়, সিপাহি রইশুদ্দীন হাসপাতালে মারা গেছেন। এ বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ-কে বিষয়টির ব্যাপারে সুষ্ঠু তদন্তের দাবি জানানোর পাশাপাশি কূটনৈতিকভাবে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। এ ছাড়া মরদেহ বাংলাদেশে দ্রুত ফেরত আনার বিষয়ে সব পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।