• ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১
logo
বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৫ দিন
ফের দেশে ঢুকেছে ভারতের ২ লাখ ডিম
বাজারে ডিমের অতিরিক্ত দামের লাগাম টানতে যশোরের শার্শার বেনাপোল বন্দর দিয়ে দ্বিতীয় চালানে ভারত থেকে ২ লাখ ৩১ হাজার ৮৪০ পিস ডিম আমদানি করা হয়েছে।   সোমবার (৬ অক্টোবর) বিকেলে বেনাপোল বন্দরে ডিমের চালানটি খালাস দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউসের উপ-কমিশনার অথেলো চৌধুরী। জানা যায়, ডিমের চালানটি বেনাপোলের প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডাক্তার বিনয় কৃষ্ণ মণ্ডল পরীক্ষণ সম্পন্ন করেন।  তিনি বলেন, সংশ্লিষ্ট আমদানিকারকের কাগজপত্র পেয়েছি। তবে বেনাপোলে ডিম পরীক্ষার জন্য কোনো যন্ত্রপাতি নেই। ভারতীয় সার্টিফিকেটের ওপর ভিত্তি করে এখান থেকে ডিমের ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। এ বিষয়ে বেনাপোল কাস্টমস হাউসের উপ-কমিশনার অথেলো চৌধুরী বলেন, বাংলাদেশের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে একটি ডিমের চালান আমদানি করেছে। সেটির প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে দাখিল করেছে। সরেজমিনে পরীক্ষণ করে এ চালানটি খালাস দেওয়া হয়েছে।   আরটিভি/এমকে/এএইচ
যশোরের শার্শায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রেলস্টেশন চালুর দাবিতে ট্রেন থামিয়ে বিক্ষোভ
দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ১৩ বাংলাদেশি
যশোরে গাছের ডাল ভেঙে পথচারীর মৃত্যু
ফজরের নামাজ পড়ে ফেরার পথে প্রাণ গেল ২ বৃদ্ধের
যশোরের শর্শায় ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ২ বৃদ্ধ নিহত হয়েছেন। তাদের নাম নাসির উদ্দীন (৬৮) ও আলী বক্স (৬৫)। মঙ্গলবার (৪ জুন) ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা হক কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দীন নাভারন কলেজের ইসলামি শিক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ছিলেন।  আলী বক্স জাপান-বাংলাদেশ কোম্পানির নাইটগার্ড হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা দুজন প্রতিদিন ভোরে মসজিদে জামাতে নামাজ আদায় করতেন। মঙ্গলবার ফজরের নামাজ শেষে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন থেকে আসা বেনাপোলগামী মালবাহী একটি কাভার্ডভ্যান তাদেরকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন।  পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাভারন হাইওয়ে থানার ওসি জয়ন্ত কুমার দাস। তিনি বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
দুর্ঘটনায় পা হারানো জান্নাত পেল জিপিএ-৫
যশোরে সড়ক দুর্ঘটনায় পা হারানো মিফতাহুল জান্নাত নামের এক শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। রোববার (১২ মে) তার ফলাফল প্রকাশিত হয়। জান্নাত জেলার শার্শা উপজেলার বুরুজবাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। জানা গেছে, জান্নাত শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। ২০০৯ সালে ইঞ্জিনচালিত ভ্যানে করে যশোর-বেনাপোল মহাসড়ক দিয়ে বিদ্যালয়ে যাচ্ছিলেন। এসময় বিদ্যালয়ের গেটের উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর চালক পিকআপটি তার শরীরের ওপর দিয়ে চালিয়ে দেন। এতে তার দুই পা জখম হয়। জান্নাতকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তার ডান পায়ের হাঁটুর নিচ থেকে কেটে বাদ দেন। ফলাফলের ব্যাপারে জান্নাত বলেন, এই ফলাফলে আমি খুব খুশি। ভালো করে লেখাপড়া করে আমি চিকিৎসক হতে চাই। জান্নাতের বাবা রফিকুল ইসলাম বলেন, জান্নাত প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। এবার এসএসসিতেও জিপিএ-৫ পেয়েছে, এতে আমি খুশি। আমার খুব সামান্য আয়। তা-ই দিয়ে ওকে আমি লেখাপড়া করিয়ে যাচ্ছি। যত কষ্টই হোক আমি ওকে চিকিৎসক বানানোর চেষ্টা করব।   
যশোরে ট্রাক্টরচাপায় গৃহবধূ নিহত, আহত ৩
যশোরের শার্শায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী রিতা রাণী (২১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী মিলন গোলদার ও তাদের শিশুকন্যা এবং মোটরসাইকেলচালক আহত হয়েছেন। সোমবার (৬ মে) যশোর-সাতক্ষীরা সড়কের জামতলা মবিল ফ্যাক্টরির সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত রিতা রাণী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের গড়কুমারপুর গ্রামের মিলন গোলদারের স্ত্রী এবং শার্শার গোড়পাড়া পোতাপুর গ্রামের কিনা মণ্ডলের মেয়ে। আহতরা হলেন- নিহতের স্বামী মিলন গোলদার (৩০), তাদের শিশুকন্যা প্রিয়া (২) এবং মোটরসাইকেলচালক শ্যামনগর উপজেলার গড়কুমারপুর গ্রামের রুহুল কুদ্দুস সানার ছেলে আসমাতুল্লা (৩৫)। আহত মিলন মিয়া বলেন, সকালে শ্যামনগর থেকে মোটরসাইকেলে করে আমার শ্বশুরবাড়ি শার্শার গোড়পাড়ায় যাচ্ছিলাম। পথিমধ্যে বাগআঁচড়া জামতলা মবিল ফ্যাক্টরির সামনে পৌঁছালে মাটিবাহী একটি ট্রাক্টর আমাদের চাপা দেয়। এ সময় আমার স্ত্রী মারা যায় এবং আমার ছোট মেয়েসহ আমরা আহত হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাভারণ হাইওয়ে থানার এসআই সিদ্ধার্থ। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। ট্রাক্টরটি পালিয়ে গেছে। এই ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তৃতীয় লিঙ্গের সদস্যকে খুন করে মাটিচাপা
যশোরের বেনাপোলে তৃতীয় লিঙ্গের এক সদস্যের মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রেশমা। সোমবার (১১ মার্চ) দুপুরে বেনাপোলের কাগজপুকুর প্রাইমারি স্কুল থেকে ১০০ গজ দূরে একটি সীমানা প্রাচীরের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে এলাকাবাসী জানান, আজ সকালে স্থানীয়রা স্কুলের অদূরে একটি আমবাগানের পাশে নতুন কবর দেওয়ার মতো কিছু দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। দুপুরে গর্ত খুঁড়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত। তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। তবে কে বা কারা, কী কারণে খুন করেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি। বিষয়টির তদন্ত চলছে।
দরজা ভেঙে গৃহবধূর ঘরে যুবক, অতঃপর...
যশোরে ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে ঈমাম হোসেন (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে। শনিবার (৯ মার্চ) জেলার শার্শা উপজেলার এ ঘটনা জানাজানি হয়। গত বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহবধূর পরিবার জানিয়েছে, ওই দিন রাতে পরিবারের সবাই ওয়াজ মাহফিলে যায়। ওই গৃহবধূ অসুস্থ বোধ করায় তিনি ঘরের দরজা আটকে শুয়ে ছিল। এ সুযোগে ঈমাম হোসেন প্রথমে বাড়ির সামনের লাইট ভেঙে ফেলে, পরে ঘরের দরজার ছিটকিনি ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় গৃহবধূর গলায় ধারালো দা ধরে মৃত্যুর ভয় দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় ইমাম। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মনিরুজ্জামান বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। ভুক্তভোগী নারী অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
যশোরে ট্রাক্টরচাপায় কিশোর নিহত
যশোরের শার্শায় মাটিবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে এক কিশোর নিহত হয়েছেন। নিহত কিশোরের নাম নিরব হোসেন (১৬)। সোমবার (৪ মার্চ) যশোর-সাতক্ষীরা মহাসড়কের জোহরা তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিরব হোসেন উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের শাহিন হোসেনের ছেলে ও ট্রাক্টরচালক ছিলেন। জানা যায়, নিরব ট্রাক্টরে করে মাটি বহনের কাজ করেন। ওই দিন নিরব হোসেন ট্রাক্টরে মাটি বহন করে নিজে চালিয়ে জামতলার দিকে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় বিপরীতমুখী যাত্রীবাহী একটি বাসকে সাইড দিতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর থেকে সড়কে পড়ে যান। এ সময় তিনি নিজের ট্রাক্টরের চাকার নিচে পড়লে ঘটনাস্থলেই মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন নাভারন হাইওয়ে থানার ওসি সিদ্ধার্থ সাহা। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার পূর্বক ট্রাক্টরটি জব্দ করা হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পেক্ষিতে মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানান তিনি।