• ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১
logo
বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
বাঘারপাড়ায় ট্রাকচাপায় মৎস্যজীবী নিহত
যশোরের বাঘারপাড়া উপজেলায় ট্রাকচাপায় এক মৎস্যজীবী নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ সিদ্দিক (৫০)। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন। শুক্রবার (১২ জুলাই) যশোর-নড়াইল মহাসড়কের দক্ষিণ শ্রীরামপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিদ্দিক স্থানীয় দক্ষিণ শ্রীরামপুর গ্রামের বাসিন্দা।  আহতরা হলেন- মোহাম্মদ সুফিয়ান (২০), সাহিদুল ইসলাম (১৮), আব্দুল মজিদ (৪৮) ও কবির হোসেন (৩৫)। আহতরা সবাই একই গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৯টায় হতাহতরা মাছ ধরার উদ্দেশ্যে পাশের গ্রামে যাওয়ার জন্য বাড়ির সামনে মহাসড়কে উঠলেই যশোরগামী একটি বেপরোয়া গতির ট্রাক পথচারীদের চাপা দিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিদ্দিকের মৃত্যু হয় ও বাকিরা আহত হন। পরে তারা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. হাসিম আলী হাসান। তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা যান। আহত চারজনকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’