• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

ছাদ থেকে পড়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার মৃত্যু

আরটিভি নিউজ

  ২৭ জানুয়ারি ২০২৪, ১৮:২৬
ছাদ থেকে পড়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার মৃত্যু
ছবি : সংগৃহীত

যশোরের মনিরামপুরে ৩ তলার ছাদ থেকে পড়ে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা মারা গেছেন।

শনিবার (২৭ জানুয়ারি) উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পুলিশ কর্মকর্তার নাম হারাধন কুণ্ডু (৬৪)। তিনি ভবানীপুর গ্রামের তারাপদ কুণ্ডুর ছেলে।

২০১৬ সালে পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে চাকরি থেকে অবসরে যান তিনি।

স্বজনরা জানান, হারাধন কুণ্ডুর প্রথম স্ত্রীর ঘরে ২ মেয়ে রয়েছে। প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করেছিলেন হারাধন। তিন মাস আগে তার দ্বিতীয় স্ত্রী মারা গেছেন। এরপর থেকে বাড়িতে একা থাকতেন তিনি।

হারাধন কুণ্ডুর বড় মেয়ে মাধুরী কুণ্ডু জানান, কয়েক দিন আগে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি। তার বাবা বাড়ির তিনতলা ছাদের একটি কক্ষে থাকতেন। এক বছর আগে তিনি ব্রেন স্ট্রোক করেছিলেন। প্রতিদিনের মতো শনিবার ভোরে বাড়ির খোলা ছাদে হাঁটাহাঁটি করছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যান। এতে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মনিরামপুর থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান।

তিনি বলেন, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে আমরা মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু 
রাজধানীতে সিঁড়ি থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু
জনপ্রিয় তামিল সুরকার-সংগীতশিল্পী প্রবীণ কুমার আর নেই
পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু
X
Fresh