• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo
ভিসা জটিলতায় আয়ারল্যান্ড সিরিজে অনিশ্চিত আমির
ফাইনালে উঠতে রিয়াল-বায়ার্নের আগুনে লড়াই
চ্যাম্পিয়ন্স লিগ মানেই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের আধিপত্য। যেখানে ১৪টি শিরোপা জিতে সফল দল মাদ্রিদ, সেখানে দ্বিতীয় সফলতম ক্লাব এসি মিলানের শিরোপা ৭টি।  ইউরোপের সেরা হওয়ার দৌড়ে চলতি মৌসুমেও দারুণ ছন্দে রয়েছে, কার্লো আনচেলত্তির দল। সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে, ২-২ গোলের সমতা নিয়ে ফিরেছে ভিনিসিয়াস-লুকা মদ্রিচরা। এ ছাড়া চলতি সপ্তাহে ৩৬তম লা-লিগা শিরোপাও নিশ্চিত করেছে ক্লাবটি। ফলে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই বাভারিয়ানদের আতিথেয়তা দেবে হোয়াইটরা। এদিকে মৌসুমটা ভালো কাটেনি টমাস টুখেলের দলের। এখন পর্যন্ত কোনো শিরোপা জিততে পারেনি তারা। খুইয়েছে বুন্দেসলিগায় নিজেদের দীর্ঘ একযুগের আধিপত্যও। ২০১১-১২ মৌসুমের পর এবারই লিগ জয়ে ব্যর্থ হলো ক্লাবটি।  চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়লেই শিরোপা ছাড়া মৌসুম শেষ করতে হবে তাদের। মৌসুম শেষে বিদায় নিতে যাওয়া কোচকে তাই অন্তত একটা শিরোপা উপহার দিতে চায় নুয়ার-মুলাররা।  অপরদিকে এ ম্যাচে জয়ই পারে শিরোপার জন্য বায়ার্নে আসা কেইনের আশা বাঁচিয়ে রাখতে। তবে ম্যাচটা রিয়ালের ঘরের মাঠে হওয়ায় যত চিন্তা টুখেলের।  এদিকে লা-লিগা নিশ্চিত হয়ে যাওয়ায় লস ব্লাঙ্কোসদের চিন্তায় এখন চ্যাম্পিয়ন্স লিগ। আছে বেশ ফুরফুরে মেজাজেই। দলের মূল ভরসার সবাই পুরো ফিট। দারুণ ছন্দে আছেন ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহামরা।  চোট কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত গোলকিপার কর্তোয়া। যদিও তার বদলে মৌসুম জুড়ে দারুণভাবেই গোলবার সামলেছেন আন্দ্রে লুনিন। ফলে সেমিফাইনালের হাইভোল্টেজ ম্যাচে এগিয়ে থাকবে এ গোলকিপারই।  এ ম্যাচের জয়ী দল আগামী ২ জুন উইম্বলিতে শিরোপা লড়াইয়ে নামবে। যেখানে তাদের প্রতিপক্ষ পিএসজিকে হারিয়ে ১১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা ডর্টমুন্ড।  
নিলামে উঠতে যাচ্ছে ম্যারাডোনার ‘গোল্ডেন বল’
বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে স্কটল্যান্ড
২০০ টাকায় বাংলাদেশ-জিম্বাবুয়ের খেলা দেখার সুযোগ
ফিরলেন সাকিব-মুস্তাফিজ-সৌম্য
টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখাতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন। কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ (বুধবার) কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন। ক্রিকেট আইপিএল হায়দরাবাদ-লক্ষ্ণৌ রাত ৮টাস্টার স্পোর্টস ১, গাজী টিভি ও টি স্পোর্টস ফুটবল উয়েফা চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল, ফিরতি লেগ রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ রাত ১টা, সনি স্পোর্টস টেন ২ উয়েফা কনফারেন্স লিগ সেমিফাইনাল, ফিরতি লেগ ক্লাব ব্রুগা-ফিওরেন্তিনা রাত ১০-৪৫ মিনিট, সনি লিভ
জিম্বাবুয়েও পারলো না লিটনকে ফর্মে ফেরাতে!
ক্যারিয়ারের শুরুতে নিজের স্কিল এবং দুর্দান্ত সব শট খেলে ক্লাসিক ব্যাটসম্যানের খেতাব অর্জন করেছিলেন তিনি। নেটিজেনরা এই টাইগার ওপেনারের নাম দিয়েছিলেন গরিবের বিরাট কোহলি। বলছি টাইগার ওপেনার লিটন কুমার দাসের কথা।  তবে সময় যত গড়িয়েছে লিটনের ব্যাটের ধার ততই কমে চলেছে। একটি ভালো ইনিংস খেললে, বাকি দশ ইনিংসে ব্যর্থ হচ্ছে তিনি। এভাবেই চলছে লিটনের আন্তজার্তিক ক্যারিয়ার। তবুও নির্বাচক, কোচ এবং অধিনায়কের প্রিয় খেলোয়াড় এলকেডি। বিশ্বের বড় দলগুলোর বিপক্ষে লিটনের পারফরম্যান্স যেমনই হোক না কোনো জিম্বাবুয়েকে পেলেই যেনও জ্বলে ওঠেন লিটন। অনন্ত লিটনের ট্র্যাক রেকর্ড তো এই কথাই বলে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে খেলেছিলেন ক্যারিয়ার সেরা ১৭৬ রানের ইনিংস। ওয়ানডেতে মোট ১৩ ইনিংসে ৯৮ স্ট্রাইক রেট এবং ৫৯ দশমিক ৮১ গড়ে ব্যাট করে তুলেছেন ৬৫৮ রান। এরপর মধ্যে প্রথম ইনিংসে ব্যাট করেছে ৯ বার। প্রথম ইনিংসে ৭৪ দশমিক ৫৭ গড়ে ৫২২ রান তোলে লিটন। দিকে আসন্ন বিশ্বকাপের আগে লিটনের ব্যাটিং ফর্ম নিয়ে বেশ চিন্তিত টাইগার ম্যানেজমেন্ট। তবে আশা ছিল হয়তো জিম্বাবুয়ে সিরিজ দিয়ে রানে ফিরবেন এই ওপেনার ব্যাটার। কিন্তু প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে যে যোজন যোজন পার্থক্য রয়েছে তা ভালোভাবেই টের পেয়েছেন নির্বাচকরা। চট্টগ্রাম পর্বের তিন ম্যাচেই একাদশে সুযোগ পেয়েছিলেন লিটন। তিন ম্যাচে লিটনের রান (১, ২৩ ও১২) মোটে ৩৬, গড় ১২। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অন্য কাউকে নিয়ে ভাবতেই পারেন নির্বাচকরা। এতে মনে হচ্ছে, জিম্বাবুয়ে চেষ্টা করেও লিটনকে ফর্মে ফেরাতে পারলো না। টি-টোয়েন্টিতে লিটন সবশেষ ৫০ প্লাস ইনিংস খেলেছিলেন গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে। ৮৩ করেছিলেন সেই ম্যাচে। তার আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৭৩ রান এবং ২০২২ সালে ভারতের বিপক্ষে ৬০ রানের ইনিংস খেলেছিলেন। যা অনেকটাই হ্যালির ধুমকেতুর মতো। যা ফিরে আসে ৭৬ বছর পর পর। অন্যদিকে অফ ফর্মের মধ্যে লিটন যেন অনেকটাই চিল মুডে রয়েছে। তৃতীয় ম্যাচের আগে সৌম্য যখন ক্যাম ব্যাক করতে মরিয়া হয়ে অনুশীলনে ঘাম ঝরাতে ব্যস্ত, তখন লিটন টিম হোটেলে অবসর সময় কাটিয়েছেন। যেখানে ছন্দে ফেরার জন্য অনুশীলনে বাড়তি সময় দেন সাকিবের মতো ক্রিকেটাররা। সেখানে লিটন যেনো অনেকটাই চিল মুডে। গত বিপিএলে ফর্মে ফেরার জন্য মরিয়া হয়ে অনুশীলন করেছিলেন সাকিব। আর তার ফল তো সবারই জানা। তবে লিটনরা কবে এমন পরিশ্রমী এবং পেশাদার হয়ে উঠবে, তা নিয়েও রয়েছে অনেক প্রশ্ন। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে লিটন থাকবে কিনা সেটাই দেখা বিষয়।  
রাজস্থানকে হারিয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইল দিল্লি
চলমান আইপিএলে ডু অর ডাই ম্যাচে রাজস্থানের বিপক্ষে মাঠে নেমেছিল দিল্লি। প্লে-অফের লড়াই টিকে থাকতে জয়ের বিকল্প কিছু ছিল না ঋষভ পান্থদের সামনে। শ্বাসরুদ্ধকর ম্যাচে রাজস্থানকে ২০ রানে হারিয়েছে দিল্লি। এতে প্লে-অফের লড়াই টিকে রইল তারা। মঙ্গলবার (৭মে) আগে ব্যাট করে রাজস্থানকে ২২২ রানের লক্ষ্য দিয়েছিল দিল্লি। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে ২০১ রান তুলতে পারে রাজস্থান। এতে ২০ রানের জয় পায় দিল্লি। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় রাজস্থান। ইনিংসের দ্বিতীয় বলে যশস্বী জয়সওয়ালকে (৪) হারায় তারা। এদিন ইনিংস বড় করতে পারেননি জস বাটলারও। ১৭ বলে ১৯ রান করে ফেরেন এই ইংলিশ ব্যাটার। চতুর্থ উইকেটে রিয়ান পরাগকে সঙ্গে নিয়ে রান ‍তুলতে থাকেন সাঞ্জু স্যামসন। ২২ বলে ২৭ রান করে আউট হন পরাগ। কিন্তু এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে যান স্যামসন। ৪৬ বলে ৮৬ রান করে মুকেশ কুমারকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন রাজস্থান দলপতি। এরপর ১২ বলে ২৫ রান করে শুভাম ডুবে আউট হলে ছন্দ হারায় রাজস্থান। দোনেভান ফেরিরা (১) ও রবিচন্দ্রন অশ্বিন (২) আউট হলেও লড়াই চালাতে থাকেন রাভমান পাওয়েল। তবে ২০তম ওভারে দ্বিতীয় বলে পাওয়েলকে বোল্ড করে দিল্লির জয় নিশ্চিত করেন মুকেশ কুমার। শেষ পর্যন্ত আভেশ খানের ৭ রান এবং ট্রেন্ট বোল্টের রানে ২ ভর করে আট উইকেট হারিয়ে ২০১ রান তুলতে পারে রাজস্থান। এতে ২০ রানের জয় পায় দিল্লি। দিল্লি ক্যাপিটালসের হয়ে কুলদ্বীপ যাদব, মুকেশ কুমার এবং খালিল আহমেদ শিকার করেন দুটি করে উইকেট। এ ছাড়াও অক্ষর প্যাটেল, রাশিখ সালাম নেন একটি করে উইকেট। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দিল্লিকে উড়ন্ত সূচনা এনে দেয় দুই ওপেনার অভিষেক পোরেল এবং জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। দুজনের ব্যাটে ভর করে চার ওভারেই আসে ৬০ রান। ১৯ বলে ফিফটি তুলে নেন ম্যাকগার্ক। পরের বলেই সাজঘরে ফেরেন তিনি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি শাই হোপ। ১ বলে ১ রান করে আউট হন তিনি। তবে অপর প্রান্ত আগলে রেখে ২৮ বলে ফিফটি তুলে নেন পোরেল। ১০ বলে ১৫ রান করে তাকে সঙ্গ দেন অক্ষর প্যাটেল। এরপর ৩৬ বলে ৬৫ রান করে আউট হন এই পোরেল। ইনিংস বড় করতে পারেননি পান্থও। ১৩ বলে ১৫ রান করেন এই বাঁহাতি ব্যাটার। এরপর গুলবাদিন নাইবকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন ক্রিস্টান স্টাব্বস। শেষ দিকে ১৫ বলে ১৯ রান করে গুলবাদিন আউট এবং ২০ বলে ৪১ রানের ক্যামিও ইনিংস খেলে আউট হন স্টাব্বস। শেষ পর্যন্ত রাসিখ সালামের ৩ বলে ৯ রান এবং কুলদ্বীপ যাদবের ২ বলের ৫ রানে ভর করে সাত উইকেট হারিয়ে ২২১ রানের বড় পুঁজি পায় দিল্লি।
রাজস্থানের বিপক্ষে দিল্লির বড় পুঁজি
চলতি আইপিএলের ৫৬তম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নেমেছে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে আগে ব্যাট করে রাজস্থানকে ২২২ রানের রড় লক্ষ্য দিয়েছে ঋষভ পান্থের দল। মঙ্গলবার (৭মে) টস হেরে ব্যাটিংয়ে নেমে দিল্লিকে উড়ন্ত সূচনা এনে দেয় দুই ওপেনার অভিষেক পোরেল এবং জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। দুজনের ব্যাটে ভর করে চার ওভারেই আসে ৬০ রান। ১৯ বলে ফিফটি তুলে নেন ম্যাকগার্ক। পরের বলেই সাজঘরে ফেরেন তিনি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি শাই হোপ। ১ বলে ১ রান করে আউট হন তিনি। তবে অপর প্রান্ত আগলে রেখে ২৮ বলে ফিফটি তুলে নেন পোরেল। ১০ বলে ১৫ রান করে তাকে সঙ্গ দেন অক্ষর প্যাটেল। এরপর ৩৬ বলে ৬৫ রান করে আউট হন এই পোরেল। ইনিংস বড় করতে পারেননি পান্থও। ১৩ বলে ১৫ রান করেন এই বাঁহাতি ব্যাটার। এরপর গুলবাদিন নাইবকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন ক্রিস্টান স্টাব্বস। শেষ দিকে ১৫ বলে ১৯ রান করে গুলবাদিন আউট এবং ২০ বলে ৪১ রানের ক্যামিও ইনিংস খেলে আউট হন স্টাব্বস। শেষ পর্যন্ত রাসিখ সালামের ৩ বলে ৯ রান এবং কুলদ্বীপ যাদবের ২ বলের ৫ রানে ভর করে সাত উইকেট হারিয়ে ২২১ রানের বড় পুঁজি পায় দিল্লি। রাজস্থানের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন রবিচন্দ্রন অশ্বিন। এ ছাড়াও ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা এবং যুবেন্দ্রা চাহাল নেন একটি করে উইকেট।
কোহলিকে আটকানোর ছক কষছেন বাবর
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বেই ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। হাইভোল্টেজ এই ম্যাচের টিকিটের দামও বেড়ে দ্বিগুণ। সবশেষ বিশ্বকাপে কোহলির বিধ্বংসী ব্যাটিংয়ে জয়ের কাছে থেকে খালি হাতে ফিরতে হয়েছিল দ্য গ্রিন ম্যানদের। তাই এবার কোহলিকে থামানোর পথ খুঁজছেন বাবর আজম। আগামী ৯ জুন নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে ম্যাচটি। তবে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। সিরিজ খেলতে দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে কথা বলেন অধিনায়ক বাবর আজম। এ সময় বিরাট কোহলিকে নিয়ে বাবর বলেন, আমরা সব দলের বিরুদ্ধেই রণনীতি তৈরি করছি। বিরাট কোহলি বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। আমরা ওর বিরুদ্ধেও পরিকল্পনা করব। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫৩ বলে ৮২ রান করে প্রায় একাই পাকিস্তানকে হারিয়েছিলেন কোহলি। যা এখনও ভুলতে পারেননি বাবর।  সোমবার (৬ মে) আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে রওনা হয়েছে পাকিস্তান ক্রিকেট দল। তার আগের দিন ক্রিকেটারদের সঙ্গে প্রায় দু’ঘণ্টার বৈঠক করেন বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। এরপরই বিশ্বকাপ জিতলে ক্রিকেটারদের ১ হাজার ডলার পুরস্কারে কথা ঘোষণা করেন তিনি। ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে পাকিস্তান। ৫০ ওভারের বিশ্বকাপের পর থেকেই পাক ক্রিকেটে ডামাডোল চলছে। নাকভি ক্রিকেটারদের আরও বলেছেন, বাইরের কোনও কথায় কান দেওয়ার দরকার নেই। শুধুমাত্র পাকিস্তান জার্সির কথা ভেবে খেল। দলগত পারফরম্যান্সেই জয় আসবে।
সিরিজ নিশ্চিতের পরও শান্তর কণ্ঠে আক্ষেপের সুর
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচ হাতে থাকতেই নিশ্চিত করেছে টাইগাররা। চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে সফরকারীদের ৯ রানে হারিয়েছে স্বাগতিকরা। তবে এই ম্যাচে ব্যাটিং নিয়ে সন্তুষ্ট হলেও, বোলিং নিয়ে শান্তর কণ্ঠে শোনা গেছে আক্ষেপের সুর। চলতি সিরিজে প্রথমবারের মতো আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশ ৫ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন তাওহীদ হৃদয়, এ ছাড়া জাকের আলি অনিক করেন ৪৪ রান।   জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে ১৫৬ রান তুলতে পারে জিম্বাবুয়ে। এতে ৯ রানের জয় পায় বাংলাদেশ। এতে দুই ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত করল টাইগাররা। প্রথমে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও শেষদিকে জনাথন ক্যাম্পবেলের ২১ এবং ফারাজ আকরামের ৩৪ রানের বদৌলতে কেবল হারের ব্যবধান কমায় জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন নেন ২ উইকেট। সিরিজ জয়ের পর অফিসিয়াল ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, সবাই যেভাবে পারফর্ম করেছে তাতে খুশি। তারা সবাই নিজেদের প্রমাণ করেছে, বিশেষ করে হৃদয় এবং জাকের আলি। বোলিং নিয়ে শান্ত বলেন, আমাদের প্রয়োজন ছিল পরিকল্পনা বাস্তবায়ন করার, তবে শেষ ৫ ওভারে আমরা ভালো বোলিং করতে পারিনি। আমাদের এই জায়গায় উন্নতি করতে হবে। পরের ম্যাচে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসার চেষ্টা করব।’ আগামী ১০ ও ১২ মে শেষ দুটি টি-টোয়েন্টি মুখোমুখি হবে দু’দল। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলতে টাইগাররা দেশটিতে উড়াল দেবে।
ডু অর ডাই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে দিল্লি
চলমান আইপিএলে প্লে-অফ নিশ্চিত করার লড়াইয়ে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে দলগুলো। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে রয়েছে দিল্লি ক্যাপিটালস। নিজেদের ১২তম ম্যাচে উড়তে থাকা রাজস্থানের মুখোমুখি হয়েছে তারা। প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই দিল্লির। মঙ্গলবার (৭ মে) হাইভোল্টেজ ম্যাচে টস জিতে দিল্লিকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় রাজস্থান রয়্যালস। দিল্লি ক্যাপিটালসের একাদশ: ঋষভ পান্ত (অধিনায়ক), জ্যাক ফ্রেসার, ত্রিস্তান স্টাবস, মুকেল কুমার, অক্ষর প্যাটেল, সাই হোপ, গুলবাদিন নাইব, কুলদ্বীপ যাদব, অভিষেক পোরেল, ইশান্থ শর্মা ও খলিল আহমেদ। রাজস্থান রয়্যালস একাদশ : যশস্বী জয়সওয়াল, সাঞ্জু স্যামসন (অধিনায়ক), রিয়ান পরাগ, দোনেভান ফেরিরা, রোভম্যান পাওয়েল, শুভাম ডুবেই, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আভেস খান, যুজবেন্দ্র চাহাল, সন্দীপ শর্মা