• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo
সৌম্যর কনকাশন বিশ্বাস হচ্ছে না লঙ্কানদের
সুইডেন ম্যাচ থেকে বাদ পড়লেন রোনালদো
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সুইডেনের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। কিন্তু এই ম্যাচের স্কোয়াডে নেই পর্তুগিজ পোস্টারবয় ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার (২১ মার্চ) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে। গত সপ্তাহে পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেজের ৩২ সদস্যের প্রাথমিক দলে নাম ছিল আল নাসর অধিনায়কের। সেখান থেকে রোনালদোকে বাদ দিয়েই ২৪ সদস্যে স্কোয়াড চূড়ান্ত করেছে কোচ রবের্তো।  রোনালদো ছাড়া বাদ পড়েছেন আরও সাতজন। বাদ পড়াদের মধ্যে পর্তুগিজ প্রাণভোমরা অন্যতম। বাকিরা হলেন- ডিয়েগো দালত, জোয়াও কানসেলো, দানিলো পেরেইরা, ওতাভিও, রুবেন নেভেস, ভিতিনহা ও জোয়াও ফেলিক্স।  তবে পর্তুগালের ফুটবল ফেডারেশন জানিয়েছে, এক ম্যাচের জন্য তারা বাদ পড়লেও স্লোভেনিয়ার বিপক্ষে পরবর্তী প্রীতি ম্যাচের জন্য তারা দলে যোগ দেবেন। ম্যাচটা অনুষ্ঠিত হবে ২৬ মার্চ।  সাবেক রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো সৌদি প্রো লিগে এই মৌসুমের সর্বোচ্চ গোলদাতা। এখন পর্যন্ত ২৩টি গোল করেছেন। শুক্রবার লিগে আল আহলির বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচেও স্কোর করেছেন তিনি। যতটুকু জানা গেছে, বর্তমানে সৌদি আরবেই পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন ৩৯ বছর বয়সী।
দোয়া চেয়ে আইপিএল মাতাতে গেলেন মোস্তাফিজ
টিভিতে আজকের খেলা
অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে লঙ্কান স্কোয়াডে হাসারাঙ্গা 
মুলতানকে কাঁদিয়ে ইসলামাবাদের হ্যাটট্রিক শিরোপা জয়
বাংলাদেশের জন্য ফিলিস্তিনের শক্তিশালী দল ঘোষণা
বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন কুয়েতে। ইসরায়েল-হামাস যুদ্ধের কারণে আগামী ২১ মার্চ হোম ম্যাচটি কুয়েতের জাবের আল আহমেদ স্টেডিয়ামে খেলবে ফিলিস্তিন। এরপর ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন বসুন্ধরা কিংস অ্যারেনায় তাদের আথিত্য দেব বাংলাদেশ। ম্যাচ দুটির জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন ফিনিস্তিনের হেড কোচ মাকরাম দাবুব। ২৫ জনের ফিলিস্তিনের দলে নতুন মুখ তিন জন। দুই বছর পর দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ ফরোয়ার্ড মোহাম্মদ ঈদকে। ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশ এর আগে ছয়বার মুখোমুখি হয়েছে। যদিও অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। ২০০৬ সালে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করলেও পরের পাঁচ ম্যাচের প্রতিটিতেই হেরেছে লাল-সবুজের প্রতিনিধিকারীরা। ফিলিস্তিন দল: গোলরক্ষক: বারা খারোব, মাহদি আসি, রামি হামাদি। ডিফেন্ডার: ইয়াসির হামিদ মেয়র, মুসাব আল বাত্তাত, মুসা ফারাউয়ি, এল মেহদি ইসা, সামির জন্দি, মোহামেদ খলিল, কামিলো সালদানা, মোহামেদ সালাহ, মিশেল তেরমানিনি। মিডফিল্ডার: আমিদ সোয়াফতা, সামির জুবাইদা, মাহমুদ আবু ওয়ার্দা, ওদাই খারোব, আমিদ মহাজনা, মোহামেদ রশিদ । ফরোয়ার্ড: ওদে দাব্বাঘ, আলা আলাদিন হাসান, আনাস বানিয়োদা, ইসলাম বাতরান, মাহমুদ ঈদ, শিহাব কুনবার, জাইদ কুনবার। 
তুরস্কে খেলোয়াড় ও সমর্থকদের মারামারি, ফিফার কড়া হুঁশিয়ারি
ফুটবল মাঠে খেলোয়াড়দের মধ্যে ঘটে থাকা নানা ধরনের ঘটনার সাক্ষী হয় দর্শকরা। এবার তুরস্কের সুপার লিগের ম্যাচ শেষে মাঠে ঢুকে খেলোয়াড়দের সঙ্গে মারামারিতে জড়িয়েছে সমর্থকরা। এই ঘটনা কোনোভাবেই মানতে পারছেন না ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।  গত রোববার (১৬ মার্চ) ত্রাবজোন্সপোর বিপক্ষে ফেনেরবাচের ৩-২ গোলে জয়ের পর ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজানোর পরপরই মাঠ ঢুকে পড়েন স্বাগতিক ত্রাবজোন্সপোরের সমর্থকরা।  তারা সফরকারী দলের খেলোয়াড়দের ওপর আক্রমণ শুরু করে। আত্মরক্ষার জন্য পাল্টা আক্রমণ করেন ফেনেরবাচের খেলোয়াড়রাও। এতে দুই পক্ষের মধ্যে শুরু হয় মারামারি।  ঘটনার সময় তোলা বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, একদল সমর্থক মাঠে ঢুকে জয়ের উচ্ছ্বাস করতে থাকা ফেনেরবাচের খেলোয়াড়দের দিকে দৌড়ে যাচ্ছেন। কেউ কেউ খেলোয়াড়দের মারতে উদ্যত হন। ফেনেরবাচের খেলোয়াড়েরাও কয়েকজন সমর্থকের দিকে তেড়ে যান। এক ভিডিওতে দেখা যায়, ফেনেরবাচের বেলজিয়ান ফুটবলার মিচি বাতসুয়াই এক সমর্থককে লাথি মারছেন। একই সময় দলটির নাইজেরিয়ান খেলোয়াড় ব্রাইট ওসাই–স্যামুয়েল ঘুষি মেরেছেন ত্রাবজনস্পোরের এক সমর্থককে। ত্রাবজনস্পোরের সমর্থকেরাও থেমে থাকেননি। এক সমর্থক কর্নার ফ্লাগ হাতে নিয়ে ফেনেরবাচের এক খেলোয়াড়কে শাসাতে থাকেন। একজন তো ফেনেরবাচের গোলকিপার দমিনিক লিভাকোভিচের মুখে ঘুষি বসিয়ে দেন। এমন ঘটনার পর তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছেন। তুরস্কের ফুটবল ফেডারেশন এ ঘটনাকে ‘মেনে নেওয়ার মতো নয়’ বলে উল্লেখ করেছে। তবে তুরস্কের ফুটবলে চলতি মৌসুমে এমন ঘটনা প্রথম নয়। গত ডিসেম্বরে আঙ্কারাগুকু ও রিজেস্পোর ম্যাচে রেফারি উমুত মেলেরকে মাঠে আক্রমণের পর এক সপ্তাহ লিগ স্থগিত ছিল। অন্যদিকে এমন ঘটনার নিন্দা জানিয়ে ফিফা সভাপতি ইনফান্তিনো বলেন, ত্রাবজোন্সপোর ও ফেনেরবাচের মধ্যকার ম্যাচের যে সহিংসতা দেখা গেছে তা একেবারেই অগ্রহণযোগ্য। মাঠে বা মাঠের বাইরে, আমাদের খেলায় বা সমাজে এর কোনো স্থান নেই।  তিনি বলেন, যে খেলা সারা বিশ্বের অনেক মানুষের জন্য আনন্দ বয়ে আনে, সেটা খেলার জন্য সব খেলোয়াড়কে নিরাপদ ও সুরক্ষিত রাখতে হবে।
লঙ্কানদের ‘টাইমড আউট’ উদযাপনের দাঁতভাঙা জবাব মুশফিকের
শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজ মানেই বাড়তি উত্তেজনা। সবশেষ বিশ্বকাপে ম্যাথিউসের টাইমড আউট ঘটনার পর যার উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। তাই টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর টাইগার উদ্দেশ্য করে টাইমড আউট উদযাপন করেছিলেন মেন্ডিস-আসালাঙ্কারা। এবার ওয়ানডে সিরিজ জিতে সেই উদযাপনের দাঁতভাঙা জবাব দিয়েছেন মুশফিকুর রহিম। সোমবার (১৮ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ম্যাচে জয়ের মধ্য দিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশ। সিরিজ জয়ের পর ট্রফি তুলে দেওয়া হয় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে। এরপর তিনি উইনার্স বোর্ডের কাছে থাকা বাকি সতীর্থদের দিকে যখন এগিয়ে যাচ্ছিলেন, তখনই দৃশ্যপটে হাজির মুশফিক। এরপর হেলমেট হাতে নিয়ে দেখালেন লঙ্কানদের সঙ্গে দ্বৈরথের আগুনে ঘি ঢালা সেই উদযাপন।  মুশফিকের হাতে থাকা হেলমেটের স্ট্র্যাপটা খোলা ছিল। তিনি ইঙ্গিত করলেন সেটাতে সমস্যা আছে। পাশ থেকে একটু অবাক হওয়ার ভঙ্গি করলেন অধিনায়ক শান্ত। ঠিক যেন ম্যাথিউস আম্পায়ারের উদ্দেশে হেলমেটের স্ট্র্যাপে সমস্যা দেখাচ্ছিলেন। এর আগে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ট্রফি নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে টাইমড আউট উদযাপন করেছিল লঙ্কানরা। এবার চট্টগ্রামে ওয়ানডে সিরিজ জয়ের পর টাইমড আউটের মতো হেলমেট নিয়ে উদযাপন করেছেন টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিম।  হেলমেট বদল করতে গিয়ে বিশ্বকাপে সময়ক্ষেপণ করে টাইমড আউট হয়েছিলেন লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। ঠিক সেটাই যেন মুশফিক আবারও মনে করিয়ে দিলেন।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের কিট স্পনসর ‘কোকা কোলা’
বাংলাদেশ নারী ক্রিকেট দলের কিট স্পনসর হয়েছে কোকা কোলা। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বেভারেজ পার্টনার হিসেবে চুক্তি করেছে কোমল পানীয় প্রস্তুতকারী কোম্পানিটি। সোমবার (১৮ মার্চ) মিরপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দুই পক্ষের চুক্তির কথা আনুষ্ঠানিকভাবে জানায় বিসিবি। কোকা কোলার সঙ্গে সাড়ে তিন বছরের জন্য কিট স্পনসরের চুক্তি করেছে বিসিবি। এ ছাড়াও আগামী ২ বছর পুরুষ, নারী ও অনূর্ধ্ব-১৯ দলসহ সব ফরম্যাট ও ক্যাটাগরিতেই বেভারেজ পার্টনার হিসেবে থাকবে তারা। কোকা কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জু উন নাহার বলেন, খেলার আছে মানুষকে ঐক্যবদ্ধ করার অসীম শক্তি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে এই পার্টনারশিপ, ক্রিকেটের প্রতি মানুষের আবেগের সঙ্গে আমাদের ব্র্যান্ডকে ঐক্যবদ্ধ করার চমৎকার সুযোগ করে দেয়।  তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো জাতীয় নারী ক্রিকেট দলের স্পনসর হয়ে, সব স্তরের ক্রিকেট সমর্থন করা এবং এর মাধ্যমে অন্তর্ভুক্তির বিষয়টি তুলে ধরা। পাশাপাশি আমরা আরও বেশি সংখ্যক নারীকে ক্রিকেট খেলায় আসার প্রতি উৎসাহিত করতে চাই।  প্রতিষ্ঠানটি কিট স্পনসর হিসেবে ২০২৭ সালের ৩১ জুলাই পর্যন্ত বাংলাদেশ নারী ক্রিকেট দলের সঙ্গে কাজ করবে।  আর বেভারেজ পার্টনার হিসেবে বিসিবির সঙ্গে তাদের চুক্তির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত।   বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, কোকা কোলা বাংলাদেশকে আমাদের কিট স্পনসর ও অফিশিয়াল বেভারেজ পার্টনার হিসেবে পেয়ে আমরা গর্বিত। নারী ক্রিকেটকে উন্নত করা এবং সব স্তরে প্রতিভার লালন করাই আমাদের লক্ষ্য। এই পার্টনারশিপ সেই লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।  এর আগে গত মাসে মূল স্পনসর হিসেবে টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের সঙ্গে সাড়ে তিন বছরের জন্য চুক্তি করেছিল বিসিবি। চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুলাই পর্যন্ত। চুক্তি অনুসারে, এ সময়ে বিসিবিকে ৫০ কোটি টাকা প্রদান করবে রবি।
বাংলাদেশ ক্রিকেট দলকে ফখরুলের অভিনন্দন
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৮ মার্চ) দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। অভিনন্দন বার্তায় ফখরুল বলেন, শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ। রিশাদের অপরাজিত ৪৮ রানের ইনিংসে বাংলাদেশের দামাল ছেলেরা দারুণ খেলে বিজয় অর্জন করেছে। আমি তাদের সাফল্য কামনা করি। তাদের এমন জয়ের ধারাবাহিকতা বজায় রাখবে এ প্রত্যাশা করি। এর আগে, বাংলাদেশ দলকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লেখ্য, সোমবার টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ২৩৬ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে চার উইকেট এবং ৫৮ বল হাতে থাকতে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এতে ২-১ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে শান্ত-মিরাজরা।
হাসপাতালে ভর্তি জাকের, সবশেষ অবস্থা জানালো চিকিৎসকরা
লঙ্কানদের বিপক্ষে শেষ ওয়ানডের আগের লিটনের পরিবর্তে দলে ডাক পেয়েছিলেন জাকের আলী অনিক। একাদশে সুযোগ না পেলেও সৌম্যর বদলি হিসেবে ফিল্ডিং করতে নেমেছিলেন তিনি। তবে বাংলাদেশ ইনিংসের শেষ ওভারে ফিল্ডিংয়ের সময় এনামুল হক বিজয়ের সঙ্গে ক্যাচ নিতে গিয়ে সংঘর্ষ বাঁধে তার। পরে তাকে স্ট্রেচারে করে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয় জাকেরকে। অবস্থা গুরুতর হওয়ায় সঙ্গে সঙ্গে নেওয়া হয় হাসপাতালে। চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে তার চিকিৎসা শেষে জাকেরের সবশেষ অবস্থা জানিয়েছেন ডাক্তাররা। নিউরো সার্জন বিশেষজ্ঞ ডাক্তার মঈনউদ্দিন এম ইলিয়াস গণমাধ্যমকে বলেন, আমরা ভিশনটা দেখেছি। ইমার্জেন্সি রেসপন্স দল দেখেছে। আমরা যেটা দেখতে পাচ্ছি এটা ঘাড়ের চোট। যে কন্ডিশন আছে রোগী স্থিতিশীল আছে এখন। আমরা উনাকে ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ রাখতে চাই যেহেতু প্রচুর ব্যথা আছে। এরপর ২৪ ঘণ্টা পর আপডেট জানাব। এখানেই ভর্তি রাখব। এ ছাড়াও অর্থপেডিক সার্জন আবু মোহাম্মদ সায়েম বলেন, উনার চোট মূলত ঘাড়ে। ব্রেনে কোনো চোট পাওয়া যায়নি। নেক মোবিলাইজ করে দিয়েছি। আশা করি ২৪-৪৮ ঘণ্টার মধ্যে ব্যথা কমে যাবে। ইতোমধ্যে ব্যথা কমেছে। উনি কথা বলেছেন, ওষুধও খেয়েছেন। ভয় করার কোনো কারণ নাই। জাকের ছাড়াও এদিন ইনজুরির কবলে পড়েছেন সৌম্য সরকার এবং মুস্তাফিজুর রহমানও। সৌম্য আঘাত পেয়েছেন ফিল্ডিং করতে গিয়ে। সৌম্যর বদলি হিসেবে ফিল্ডিং করতে নেমেছিলেন জাকের আলী।  ইনিংসের শেষ ওভারে তাসকিন আহমেদের করা শেষ ওভারে বড় শট খেলতে গিয়েছিলেন প্রমোদ মাদুশান। ক্যাচ উঠেছিল শর্ট বলে ক্যাচ তুলেছিলেন প্রমোদ। সেটি নেওয়ার পথে সংঘর্ষ হয় এনামুল ও বদলি ফিল্ডার জাকেরের। এনামুল অবশ্য ক্যাচ হাতছাড়া করেননি।
চমক রেখে সিলেট টেস্টের দল ঘোষণা বাংলাদেশের
শ্রীলঙ্কা বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডে সিরিজ ঘরে তুলেছে বাংলাদেশ। এবার লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে টাইগাররা। সিরিজের প্রথম টেস্টকে কেন্দ্র করে চমক রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন নতুন নির্বাচক প্যানেল। সোমবার (১৮ মার্চ) নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে সিলেট টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে দুই নতুন মুখ পেসার মুশফিক হাসান ও নাহিদ রানা। এ ছাড়া ওয়ানডে সিরিজের মাঝ পথে দল থেকে বাদ পড়া লিটন দাস রয়েছেন এই টেস্ট। ২২ মার্চ সিলেটে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের ২য় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ৩০ মার্চ থেকে। এই দুই ম্যাচ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেল ২০২৩-২৫ এর অংশ। প্রথম টেস্টের স্কোয়াড নিয়ে নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন, আমাদের মনে হয়েছে প্রথম টেস্টের স্কোয়াড বেশ ভারসাম্যপূর্ণ। আমাদের টেস্ট দলটা অনেকটাই গোছালো, নাহিদ রানা এর সঙ্গে যোগ হয়েছে। লিটন ফিরেছে, শেষ সিরিজে সে ছুটিতে ছিল। প্রতিটি বিভাগেই যথেষ্ট ব্যাক আপ আছে। আমার মনে হয় দলটা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবে। দলে নতুন অন্তর্ভুক্ত রানাকে নিয়ে তিনি বলেন, ‘রানা খুবই রোমাঞ্চকর একজন। সে সম্ভবত এখন বাংলাদেশের সবচেয়ে দ্রুতগতির বোলার, বাউন্সও করাতে পারে ভালো। যদিও এখনও তার জন্য কেবল শুরু, তার প্রথম শ্রেণির রেকর্ড মুগ্ধ করার মতো। আরেকজন পেসার আছে মুশফিক হাসান, এবাদত-তাসকিনদের অনুপস্থিতিতে তাদের পরখ করার এটাই সঠিক সময়।  বাংলাদেশের ১ম টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক) লিটন দাস, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মুশফিক হাসান ও নাহিদ রানা।