• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo
এবার ডি মারিয়াকে দলে নিতে চায় মায়ামি 
বাজারে ‘অ্যালকোহল’ মুক্ত পানীয় আনছেন মেসি
বর্তমানে ফুটবল বিশ্বের সব থেকে বড় দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। মাঠের লড়াইয়ে দুজন দুজনের চিরপ্রতিদ্বন্দ্বি। তবে ক্যারিয়ারের শুরু থেকেই ফুটবলের পাশাপাশি বিভিন্ন ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন রোনালদো। যেখানে অনেকটাই পিছিয়ে আর্জেন্টাইন তারকা। তবে এবার এবার ফুটবলের বাইরে ব্যবসার দিকে মনোযোগ দিচ্ছেন মেসি। এর আগে ২০২২ সালে কাপড়ের ব্যবসা চালু করেছিলেন তিনি। সেই ব্যবসায়িক ধারাবাহিকতায় গেল মার্চে বাজারে নতুন হাইড্রেশন (জলযোজন) পানীয় আনার ঘোষণা দেন মেসি। নতুন ব্রান্ডের এই হাইড্রেশন পানীয়ের নাম প্রকাশ না করলেও নিজেদের পরিকল্পনা নিয়ে সবকিছু জানিয়েছেন মেসি। গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের একাউন্টে একটি পোস্ট করেন আর্জেন্টাইন তারকা। সেই পোস্টেই নিজের ব্যবসা সম্পর্কে বিস্তারিত জানান মেসি। মেসি ভিডিওর ক্যাপশনে লিখেছেন, আমরা নিজেদের হাইড্রেশন ড্রিংকটি বাজারে আনার জন্য কঠোর পরিশ্রমের সঙ্গে প্রস্তুতি নিচ্ছি। কারণ, হাইড্রেশন সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। সবকিছু ঠিকঠাকভাবে হওয়ার বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই।  ‘যেখানে আমাদের কাজটি এগিয়ে যাচ্ছে, সেখান থেকে মাত্রই ফিরলাম। আমাদের পরবর্তী প্রজন্মের হাইড্রেশন পানীয়টি কীভাবে তৈরি হচ্ছে, সেটি সম্পর্কে জেনেছি।’ মেসির এই পানীয়টি বাজারের অনান্য পানীয় থেকে আলাদা এবং সম্পূর্ণভাবে নন অ্যালকোহলিক হতে যাচ্ছে। আগামী জুনে এই পানীয়টি বাজারে আসলেও এখন নাম নির্ধারণ করা হয়নি। তবে মার্ক অ্যান্থনি ব্রান্ডসের সঙ্গে তৈরি করা পানীয় বাদেও মেসির আরও অনেক ব্যবসা ও পার্টনারশিপ রয়েছে যেখান থেকে বিশ্বকাপজয়ী এই তারকা বছরে বড় ধরনের অর্থ আয় করেন।  ফোর্বসের মতে মেসির বর্তমান আর্থিক ভ্যালু প্রায় ৬০০ মিলিয়ন ডলারের মতো। অ্যাডিডাস, পেপসিকো, বাডউইসার ইত্যাদি প্রতিষ্ঠান থেকেও মোটা অঙ্কের টাকা পান বিশ্বের সেরা এই ফুটবলার। View this post on Instagram A post shared by Leo Messi (@leomessi)
বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রোনালদো জাদুতে কিংস কাপের ফাইনালে আল নাসর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে ফাইনালে এক পা ডর্টমুন্ডের
বাংলাদেশ-ভারত ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা
রিয়াল মাদ্রিদে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বায়ার্ন কোচ টুখেল
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে নিজেদের কিছুটা এগিয়ে রাখতে চেয়েছিলেন বায়ার্ন কোচ টুখেল। কিন্তু ২-২ গোলে বায়ার্ন মিউনিখকে তাদের মাঠে রুখে দিয়েছে ভিনি-রদ্রিগোরা। তবে দ্বিতীয় লেগে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে জয় পেতে আত্মবিশ্বাসী বায়ার্ন বস। প্রথম লেগে ড্র করায় ফাইনালের ওঠার লড়াই কিছুটা এগিয়ে রয়েছে স্প্যানিশ জায়ান্টরা। নিজেদের ঘরের মাঠ বলে খানিক অনুকূল পরিবেশ পাবে কার্লো আনচেলত্তির দল। বায়ার্ন বস বিশ্বাস করেন, রিয়ালের মাঠ থেকে জয় ছিনিয়ে নিতে পারবে তার শিষ্যরা। টুখেল বলেন, এটা বিশ্বাস করা গুরুত্বপূর্ণ যে, অবশ্যই এটা সম্ভব (মাদ্রিদে জেতা)। এটি এখনও ৫০-৫০ ম্যাচ এবং আমি মনে করি, আমরা সেখানে দুর্দান্ত সুযোগ পেতে সক্ষম হবো।  ‘লক্ষ্য একেবারে পরিষ্কার, আমাদের জিততে হবে। আমাদের সাহসী আর আত্মবিশ্বাসী হতে হবে। এবং খেলায় খুব সতর্ক থাকতে হবে।’ প্রথমে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে দ্রুত দুই গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন। কিন্তু তারা প্রথমার্ধেই বেশ কিছু সুযোগ মিস করে। যা নিয়ে পুরোপুরি হতাশ টুখেল। নিজের হতাশা প্রকাশ করতে গিয়ে টুখেল বলেন, আমরা তৃতীয় গোল করতে পারতাম। কিন্তু আমরা যথেষ্ট সতর্ক ছিলাম না। আমাদের তৃতীয় গোল করার যথেষ্ট সুযোগ ছিল এবং কিছু ত্রুটি ছিল। পরিস্থিতি পরিষ্কার, আমরা সেখানে যাব এবং আমাদের যেকোনো মূল্যে জয় নিয়েই আসতে হবে। টুখেল আরও বলেন, ফলাফল তো ফলাফলই, এটা নিয়ে বেশি সময় ব্যয় করে আলোচনা করার কোনো মানে হয় না। রিয়াল মাদ্রিদ এর আগেও এটি করেছে। দুটি সুযোগের মধ্যে দুটি গোল করেছে।  ‘আমরা প্রথম দল নই যেখানে এটি ঘটেছে। তারা ক্লিনিক্যাল এবং এটির জন্য তাদের অপেক্ষা করার ধৈর্য রয়েছে। রিয়াল মাদ্রিদ (প্রতিপক্ষ) দলগুলোর সঙ্গে এটি করে। তাই দীর্ঘ সময় ধরে আমাদের হতাশ থাকা উচিত নয়।’
ভিনিসিয়ুসের জোড়া গোলে বায়ার্নকে রুখে দিলো রিয়াল মাদ্রিদ
চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে বড় ব্যবধানে এগিয়ে থাকার পরিকল্পনা করেছিলেন বায়ার্ন মিউনিখ কোচ টমাস টুখেল। তবে সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছেন রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা ভিনিসিয়ুস জুনিয়র। প্রথম লেগে স্বাগতিকদের মাঠে ২-২ ব্যবধানে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার (৩০এপ্রিল) দিবাগত রাত বায়ার্নের ঘরের মাঠ আলিয়াঞ্জ এরিনায় খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে মাদ্রিদের হয়ে জোড়া গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। এ ছাড়াও বায়ার্নের হয়ে হ্যারি কেইন এবং লিরয় সানে একটি করে গোল করেন। এদিন ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে বায়ার্ন। তৃতীয় মিনিটে গোলের সুযোগও পেয়ে যায় স্বাগতিকরা। হ্যারি কেইনের বাড়ানো বল বক্সের ভিতরে থেকে শট করেন সানে। তবে দুর্দান্ত ভাবে সেই জোরালো শট রুখে দেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক লুনিন। ম্যাচে প্রথম ১৫ মিনিট ছিল স্বাগতিকদের। একের পর এক আক্রমণ করে মাদ্রিদের রক্ষণভাগকে ব্যস্ত রাখে বাভারিয়ানরা। তবে সেই ধাঁক্কা সামলে নিজেদের চেনার রুপে ফিরার চেষ্টা করতে থাকে ভিনি-রদ্রিগোরা। মাচের ২৪তম মিনিটে বায়ার্ন দর্শকদের সামনে নিজেদের আসল রূপ দেখায় রিয়াল। মাঝ মাঠ থেকে প্রতিপক্ষের গোলবারের দিকে বল বাঁড়ান টনি ক্রস। সেই বল পেয়ে দুর্দান্তভাবে নইয়ারকে পরাস্থ করে বায়ার্নের জলে বল পাঠান ভিনিসিয়ুস জুনিয়র। এরপর গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। তবে সেই আক্রমণ সামাল দিয়ে ছোট ছোট পাশে এগোতে থাকে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৪০ মিনিটের দিকে চুয়ামেনির ফাউলে বক্সের কাছে ফ্রি কিক পায় বায়ার্ন। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি কেইন। ৪৩ তম মিনিটে বেলিংহামকে অবৈধভাবে আটকানোর চেষ্টা করে হলুদ কার্ড দেখেন মাজরোউই। রদ্রিগোর নেওয়া শট মাথা দিয়ে পরাস্থ করেন কেইন। এতে কর্ণার পায় মাদ্রিদ। তবে শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল পরিশোধ করতে মরিয়া হয়ে ওঠে বায়ার্ন। আট মিনিটের মাথায় গোলের দেখা পায় স্বাগতিকরা। ৫৩তম  মিনিটে লাইমের বাঁড়ানো বল থেকে গোল করে দলকে সমতায় ফেরান মিডফিল্ডার লিরয় সানে। এরপর ৫৭তম মিনিটে পেনাল্টি থেকে বায়ার্নকে এগিয়ে দেন হ্যারি কেইন। এরপর আক্রমণ প্রতিআক্রমণে জমে ওঠে ম্যাচ। ৭৫তম মিনিটে বেলিংহাম এবং টনি ক্রসকে তুলে নেয় মাদ্রিদ বস আনচেলিত্তো, এবং মাঠে নামেন লুকা মদ্রিচ এবং ব্রাহিম। ৮২তম মিনিটে রদ্রিগোকে বক্সের মধ্যে ফাউল করে হলুদ কার্ড দেখেন কিম মিনজাই। এতে পেনাল্টি পায় রিয়াল। পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান ভিনিসিয়ুস। শেষ দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বায়ার্ন। তবে শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়েন রিয়াল মাদ্র্রিদ ও বায়ার্ন মিউনিখ।
‘ইউরোপিয়ান ক্লাসিকো’তে বায়ার্নের মুখোমুখি রিয়াল মাদ্রিদ 
চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরের প্রথম সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হচ্ছে ইউরোপের এ দুই জায়ান্ট দল। এতে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদকে আতিথেয়তা দিবে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।  মঙ্গলবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। রিয়াল মাদ্রিদ এ নিয়ে ৩৩বারের মতো সেমিফাইনাল খেলবে, অন্যদিকে বায়ার্নের ২১তম। সবচেয়ে বেশি সেমিফাইনাল খেলার তালিকায়ও এই দুই দলই সেরা। দুর্দান্ত এক মৌসুম কাটাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা। কয়েক ম্যাচ হাতে রেখেই তারা নিশ্চিত করেছে স্প্যানিশ লা লিগার শিরোপা। কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির মাঠে শ্বাসরুদ্ধকর জয়ে সেমিফাইনালে উঠেছে কার্লো আনচেলোত্তির দল।  এদিকে চলতি মৌসুমটা খুব ভালো কাটছে না তাদের। ১২ বছর বুন্ডেসলিগায় শিরোপা হাতছাড়া হয়েছে তাদের। ডিএফবি কাপও জিততে পারেনি তারা। ফলে চলতি মৌসুমে জেতার মতো শুধু চ্যাম্পিয়নস লীগই হাতে আছে তাদের।  এছাড়া মৌসুম শেষে ক্লাব ছেড়ে যাবেন কোচ টমাস টুখেল, চ্যাম্পিয়ন্স লিগ জিতে তাকেও রাজকীয় বিদায় দিতে চাইবে বাভারিয়ানরা। তবে এই রিয়াল মাদ্রিদের সঙ্গে লড়াই করে সেমিফাইনাল নয় ফাইনাল হিসেবে দেখছেন বায়ার্ন কোচ টুখেল। তাই সেরা দল নিয়ে মাঠে নামতে চায় তারা। কিন্তু এই ম্যাচের জন্য এখনও স্কোয়াড ঘোষণা করেনি জার্মান ক্লাবটি। অন্যদিকে সব দিক থেকে এগিয়ে থাকা রিয়াল একদিন আগেই স্কোয়াড ঘোষণা করেছে মাদ্রিদ বার্য়ান মিউনিখ ম্যাচের জন্য। রিয়াল মাদ্রিদ স্কোয়াড: গোলরক্ষক: কোর্তোয়া, লুনিন, কেপা। ডিফেন্ডার: কারভাহাল, মিলিতো, আলাবা, নাচো, লুকাস ভাজকেজ, ফ্রাঁ গার্সিয়া, রুডিগার, মেন্ডি। মিডফিল্ডার: বেলিংহাম, টনি ক্রুস, লুকা মদরিচ, কামাভিঙ্গা, ভালভার্দে, চৌমেনি, সেবেলোস, আরদা গুলার। ফরোয়ার্ড: ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, জোসেলু, ব্রাহিম।
রিয়াল-বায়ার্ন ম্যাচকে ‘ফাইনাল’ হিসেবে দেখছেন কোচ টুখেল
ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের সঙ্গী হয়েছে রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচটিকে সেমিফাইনাল নয় বরং ফাইনাল হিসেবেই দেখছেন বায়ার্ন কোচ টমাস টুখেল। মঙ্গলবার (৩০এপ্রিল) দিবাগত রাত ১টার সময় বায়ার্নের ঘরের মাঠ আলিয়াঞ্জ এরিনায় প্রথম লেগে লড়াই করবে রিয়াল মাদ্রিদ। এর আগে সংবাদ সম্মেলনে বায়ার্ন কোচ বলেন, এই ম্যাচকে ফাইনালের মতো করে ভাবছি আমরা। এমন লাইন-আপ সাজাব যা দেখলে মনে হবে ফাইনালের জন্যই খেলছি।  ‘হ্যাঁ, আমরা জানি কিছু খেলোয়াড় পুরো ম্যাচ খেলতে পারবে না। কিন্তু আমরা এটা ভাবব না যে, দ্বিতীয় লেগ বাকি আছে। আমি কেবল এই একটা ম্যাচ জেতা নিয়েই ভাবতে চাই এবং এরপর মাদ্রিদে সেরা অবস্থায় থেকে পৌঁছাব।’ ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে টুখেল বলেন, আমাদের লক্ষ্য হলো ওয়েম্বলিতে (ফাইনালের ভেন্যু) জায়গা করে নেওয়া। আমরা আর্সেনালকে হারিয়েছি এবং এটা আমাদের প্রচুর আত্মবিশ্বাস জুগিয়েছে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলাটা খুবই গুরুত্বপূর্ণ ধাপ। আমরা লড়াইয়ের জন্য মরিয়া হয়ে আছি। আমাদের চোখ  কেবল কালকের ম্যাচ নিয়েই। কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির মাঠে গিয়ে জয় নিয়ে আসে রিয়াল। যার ফলে প্রস্তুতিতে ভাসছেন কোচ কার্লো আনচেলত্তি।  আনচেলত্তিকে নিয়ে বায়ার্ন কোচ বলেন, কার্লো একজন কিংবদন্তি। তার মধ্যে শান্ত ও অভিজ্ঞতার ছাপ দেখা যায়। তবে গুরুত্বপূর্ণ হলো নিজেদের নিয়ে ভাবা। সমাধান খুঁজতে আমাদের শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে। আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা সবাই এই লড়াইয়ের জন্য মুখিয়ে আছি।  এখনও পর্যন্ত ২৬ বার রিয়ালের মুখোমুখি হয়েছে বায়ার্ন। এর মধ্যে ১১টিতে জিতেছে তারা। সবশেষ ২০১৭-১৮ মৌসুমেও সেমিফাইনাল খেলেছিল দুই দল। সেবার দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে বায়ার্নকে হারিয়ে ফাইনালে ওঠে রিয়াল। তবে এবার এর পুনরাবৃত্তি চান না টুখেল।
বিএসপিএ‘র সাবেক সভাপতি জিয়াউল হক আর নেই
দেশের ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া লেখকদের সবচেয়ে সুপ্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ), যা বাংলাদেশ ক্রীড়া-লেখক সমিতি নামে সুপরিচিত। সংগঠনটির সাবেক সভাপতি জিয়াউল হক (৮২) আর নেই।  সোমবার (২৯ এপ্রিল) বিকলে মিরপুরের বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অংসখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিন বাদ এশা মিরপুর সাংবাদিক আবাসিক এলাকায় মসজিদুল ফারুকে নামাজে জানাজা শেষে কালশী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।  দীর্ঘ কর্মময় জীবনে জিয়াউল হক ক্রীড়া লেখালেখি ও সাংবাদিকতায় যুক্ত ছিলেন। সর্বশেষ তিনি দৈনিক ইত্তেফাকে সিনিয়র সহকারি সম্পাদকের দায়িত্ব পালন করেন। কাজ করেছেন দৈনিক পূর্বদেশসহ আরওি কয়েকটি জাতীয় দৈনিকে। জিয়াউল হক ১৯৮৮-১৯৯১ সাল পর্যন্ত সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন।  জিয়াউল হক ক্রীড়াঙ্গনে শিশু-কিশোরদের নিয়ে কাজ করতেন। বাংলাদেশ শিশু-কিশোর ক্রীড়া পরিষদের বড় দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। ক্রীড়াঙ্গনের বাইরেও জিয়াউল হকের সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্ব গুণাবলি বিকশিত হয়েছে সাংবাদিক সমাজে। জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটিতে ছিলেন। জিয়াউল হকের মৃত্যুতে বিএসপিএ’র কার্যনির্বাহী কমিটি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। বিএসপিএ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সিরি আ’তে ইতিহাস, প্রথমবার এক ম্যাচে সব নারী রেফারি
সিরি আ’র শিরোপা অনেক আগেই নিষ্পত্তি হয়েছে। পাঁচ ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছিল ইন্টার মিলান। তাই অনেকটাই সাদামাটা হয়ে গেছে এই লিগটি। তবে এরপরও এই লিগের ইন্টার মিলান ও তুরিনোর মধ্যকার ম্যাচে অন্যরকম এক আবহ তৈরি হয়েছিল।  ইতিহাসেও জায়গা করে নিয়েছে ম্যাচটি। এই ম্যাচটি পুরো নারী রেফারিদের দিয়ে পরিচালনা করা হয়েছে। সিরি-আ লিগে এই ধরনের ঘটনা এটাই প্রথম। সান সিরোর ম্যাচটিতে ২-০ গোলে জয়ী হয়েছে ইন্টার। ম্যাচটিতে প্রধান রেফারির দায়িত্বে ছিলেন মারিয়া সোলে ফেরিয়েরি কাপুতি। তার সহকারী হিসেবে ছিলেন টিজিয়ানা ট্রাসিয়াত্তি ও ফ্রান্সেসকা ডি মন্টে। ম্যাচের ৪৯তম মিনিটে হেনরিখ মাখিটারিয়ানকে ফাউলের অপরাধে তুরিনোর অ্যাড্রিয়েন টামেজেকে লাল কার্ড দেখান কাপুতি। পুরো ঘটনাটি নিখুঁতভাবে বিশ্লেষণের জন্য পিচ-সাইড মনিটরের সহযোগিতা নেন তিনি।  এরপর ম্যাচের ৬০তম মিনিটে মার্কোস থুরামকে ফাউলের অপরাধে মাত্তেও লোভোতোর বিপক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দিতে কোনো ভুল করেননি কাপুতি। স্পট কিক থেকে ইন্টারের ব্যবধান দ্বিগুণ করেন হাকান কালহানগ্লু। এর আগে, ২০২২ সালে সাসুলো বনাম সালেরনিতানার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষিক্ত ৩৩ বছর বয়সী কাপুতি। এ পর্যন্ত সিরি-আ লিগে ১০টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। এরও আগে, এই তিন রেফারি একসঙ্গে ২০২২ সালে দ্বিতীয় বিভাগের ম্যাচ ছাড়াও কোপা ইতালিয়াতে ২০১৩ সালে নাপোলি বনাম ক্রিমোনেসের শেষ ১৬’র ম্যাচটিতেও দায়িত্ব পালন করেছেন।
ইতিহাস গড়লেন বিশ্বকাপজয়ী মেসি
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) রীতিমত লিওনেল মেসির ম্যাজিক চলছেই। একের পর এক ম্যাচে জাদু দেখাচ্ছেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। ফের আটবারের ব্যালন ডি'অরজয়ী মেসির ঝলকে জয় পেয়েছে ইন্টার মায়ামি। মেসির জোড়া গোলে নিউ ইংল্যান্ডকে ৪-১ গোলে হারিয়েছে মার্টিনোর দল। রোববার (২৮ এপ্রিল) ঘরের মাঠে অবশ্য শুরুতেই এগিয়ে গিয়েছিল স্বাগতিক নিউ ইংল্যান্ডই। তবে এরপরই নিজেদের চিরচেনা রূপ দেখায় মায়ামি। গুনে গুনে প্রতিপক্ষের জালে চার গোল দেয় মেসি-সুয়ারেজরা। ম্যাচের ৩২তম ও ৬৭তম মিনিটে মেসির জোড়া গোলে লিড নেয় অতিথিরা। প্রথমে রবার্ট টেইলরের বাড়ানো বলে দলকে সমতায় ফেরান লিও। এরপর বিরতি থেকে ফিরে সের্জিও বুসকেতসের অসাধারণ থ্রু থেকে বল পেয়ে দলকে লিড এনে দেন আর্জেন্টাইন এই মহাতারকা। এরপর ম্যাচের ৮৩তম মিনিটে বেঞ্জামিন ক্রেমাচি ও ৮৮তম মিনিটে লুইস সুয়ারেজ গোল করলে বড় জয় পায় মায়ামি।  এ জয়ে ১১ ম্যাচ শেষে শীর্ষে অবস্থান করা মায়ামির পয়েন্ট দাঁড়াল ২১, যেখানে এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিনসিনাটি। এদিকে এই ম্যাচে জোড়া গোলে চলতি সিজনে ৯ গোল নিয়ে মেজর লিগ সকারে গোলদাতার তালিকার শীর্ষে উঠে এসেছেন মেসি। অন্যদিকে গোল করানোয় এই টুর্নামেন্টে নতুন ইতিহাস গড়েছেন মেসি। চলতি মৌসুমে ৭ ম্যাচে সবমিলিয়ে ১৬ গোলে অবদান রেখেছেন তিনি। মেসির আগে থিয়েরি অরি এবং কার্লোস ভেলার ৭ ম্যাচে সর্বোচ্চ ১৩টি করে অ্যাসিস্ট ছিল।