• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
‘সোলসে’ নেই নাসিম আলী খান!
প্রতিষ্ঠার ৫০ বছর উদযাপন করছে শ্রোতাপ্রিয় ব্যান্ড ‘সোলস’। ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় বেশ কয়েকটি কনসার্ট করেছে। এবার দুই মাসের সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ব্যান্ডটি। আগামী ১০ এপ্রিল যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন ব্যান্ডের সদস্যরা। যুক্তরাষ্ট্র সফরে বিভিন্ন স্ট্যাটে ২০টি শোতে পারফর্ম করবে ‘সোলস’। তবে এই সফরে থাকছেন না অন্যতম সদস্য নাসিম আলী খান।  জানা গেছে, ব্যক্তিগত কারণে যুক্তরাষ্ট্রের এই সফর থেকে ‘অবসর’ নিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে সোলস প্রধান পার্থ বড়ুয়া বলেন, সোলসের ৫০ বছর উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অনুষ্ঠান পারফর্ম করতে যাচ্ছি। তবে এবারের সফরে ব্যক্তিগত কিছু সমস্যা থাকার কারণে নাসিম ভাই যেতে পারছেন না। তাই আপাতত সোলসের কোনও কার্যক্রমে তিনি নেই। তবে কি ব্যান্ড থেকে অবসরে গেলেন জ্যেষ্ঠ এই সদস্য! গুঞ্জন উঠেছে শহরে। কারণ সোলস-এর সাম্প্রতিক ছবিতেও মিলছে না নাসিম আলী খানের ছবি!   অবশ্য ব্যান্ড ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে নাসিম আলী খান বলেন, আমি কিন্তু ব্যান্ড ছাড়িনি। আসলে শারীরিক ও পারিবারিক কিছু সমস্যার কারণে যুক্তরাষ্ট্র সফরে থাকতে পারছি না। এছাড়া অন্য কোনও কারণ নেই। তবে সোলস থেকে নাসিম আলীর এই ছুটি কতো সময়ের জন্য, সেটি কিন্তু জানা যায়নি। প্রসঙ্গত,  সোলস এর জন্ম ১৯৭২ সালে হলেও নাসিম আলী খান এতে যুক্ত হন ১৯৮০ সালে। সেই থেকে তিনি দলটির অন্যতম সদস্য ও ভোকাল হিসেবে যুক্ত ছিলেন নিরলস। সোলস-এর বর্তমান সদস্যরা হলেন পার্থ বড়ুয়া, আহাসানুর রহমান আশিক, মীর শাহরিয়ার হোসেন মাসুম ও মারুফ হাসান তালুকদার রিয়েল। দেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী এই ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন নকীব খান, পিলু খান, আইয়ুব বাচ্চু, তপন চৌধুরী, তাজুল ইমাম, সাজেদুল আলম, মমতাজুল হক লুলু, সুব্রত বড়ুয়া রনি, আহমেদ নেওয়াজ, শাহেদুল আলম, পান্থ কানাই, ইফতিখার উদ্দিন সোহেল, নাইমুল হাসান তানিম, জাকির হাসান রানা প্রমুখ। উইকিপিডয়াতেও সর্বশেষ দলত্যাগী সদস্যের তালিকায় নাম যুক্ত হয়েছে নাসিম আলী খানের। 
০১ এপ্রিল ২০২৪, ১৫:৩৭

এবার ছোট পর্দা মাতাবেন ইলিয়াস কাঞ্চন
ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। যা আজও দাগ কেটে আছে সিনেমাপ্রেমীদের মনে। রুপালি পর্দায় এখন আর আগের মতো নিয়মিত না হলেও এবার ছোট পর্দা মাতাবেন ইলিয়াস কাঞ্চন।    শনিবার (৩ ফেব্রুয়ারি) ‘রূপান্তর’ নামের একটি নাটকে দেখা যাবে ইলিয়াস কাঞ্চনকে। দীর্ঘদিন পর টিভি নাটকে অভিনয় করেছেন এই চিত্রনায়ক।    সুজাত শিমুলের রচনা এবং শুভ্র আহমেদের নির্দেশনায় নাটকটি প্রযোজনা করেছেন মাহফুজার রহমান।   নাটকের গল্পে দেখা যাবে, কামরান আহমেদ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। দুই ছেলে, এক মেয়ে, বড় ছেলের বউ ও নাতনিকে নিয়ে তার সংসার। পরিবারের সবার ওপর কামরানের ভীষণ আক্ষেপ। কারণ কারও মধ্যেই কোনো শৃঙ্খলা নেই। তিনি সব সময় ভাবতেন, পরিবারের সবাই যদি শৃঙ্খলায় থাকত! কিন্তু এখন সেটা কী করে সম্ভব? সবাই তো অনেক বড় হয়ে গেছে!     একদিন সকালে ঘুম থেকে জেগে উঠে নিজেকে একজন শাসকের বেশে দেখতে পান কামরান। হাতে লাঠি নিয়ে চিৎকার করে সবাইকে ডাকতে শুরু করেন। সৈন্যদের মতো সিঙ্গেল লাইনে দাঁড় করান সবাইকে। এর পরই ঘটে নানান নাটকীয় ঘটনা।  প্রসঙ্গত, ইলিয়াস কাঞ্চন ছাড়া এতে আরও অভিনয় করেছেন— মামুনুর রশিদ, আহসান হাবিব নাসিম, সুষমা সরকার, সাজ্জাদ সাজু, নীলিমা নূপুর, শামা ফারজানা, উত্তম অধিকারী, ওয়ানিয়া আহমেদ ও তাপস সরকার। বিটিভিতে আজ রাত ৯টায় প্রচারিত হবে ইলিয়াস কাঞ্চন অভিনীত নাটক ‘রূপান্তর’।
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়