• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
বাড়ির দরজা খুলতেই মেজাজ হারালেন অভিনেত্রী
ভারতের জনপ্রিয় টিভি অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। এমনিতে বেশ খোলা মনের মানুষ তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে টানাপোড়েন থাকলেও দমে যাননি এই অভিনেত্রী। সবকিছু পেরিয়ে অভিনয়ে ঠিক নিজেকে এগিয়ে নিয়ে গেছেন তিনি। কিন্তু এবার হঠাৎ কি হলো তার? নিজের বাড়ির দরজা খুলতেই মেজাজ হারালেন শ্বেতা।  সম্প্রতি বাড়ি থেকে বেরোতে গিয়ে রেগে যান শ্বেতা। কখনও কখনও মায়ানগরীতে পাপারাজ্জিদের উপদ্রবে তারকাদের নাভিশ্বাস ওঠার উপক্রম হয়। পেশাগত কারণে বেশিরভাগ সময়ই বিষয়টিকে সুন্দর ভাবে নিয়ন্ত্রণ করেন তারকারা। আবার কখনও কখনও ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ঘটে বিপত্তি। ঠিক যেমনটা হলো শ্বেতার সঙ্গে। নিজ বাড়ির দরজা খুলে বাইরে বের হতেই পাপারাজ্জিদের ওপর মেজাজ হারালেন এই অভিনেত্রী।   বাড়ির লোহার দরজা খুলতেই শ্বেতা দেখেন, বাইরে ভিড় জমিয়েছেন পাপারাজ্জিরা। তাদের দেখা মাত্রই অভিনেত্রী প্রশ্ন করেন— কে আপনারা? কোথা থেকে এসেছেন?  অভিনেত্রীকে পোজ দিতে অনুরোধ করতেই আরও বিরক্ত বোধ করেন তিনি। এমনকি কোনো পোজ না দিয়েই খানিক রেগেই দরজা বন্ধ করে ভিতরে ঢুকে যান শ্বেতা।  শ্বেতার ব্যক্তিগত জীবন বরাবর বিতর্কিত। বিয়ে, প্রেম, সংসার, সন্তান নিয়ে বেশ চর্চিত হয়েছে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন। একাধিকবার সমালোচনার মুখে পড়লেও নিজেকে সামলে এগিয়ে গেছেন তিনি।  বর্তমানে দুই ছেলেমেয়েকে নিয়ে সংসার শ্বেতার। গত বছরই বড় পর্দায় অভিষেক হয়েছে তার মেয়ে পলকের। এবার রোহিত শেট্টির ‘সিংঘাম এগেইন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় দেখা যাবে মা শ্বেতাকেও।     সূত্র : আনন্দবাজার   
১৩ এপ্রিল ২০২৪, ০৯:৫২

টাইটানিকের সেই দরজা নিলামে যত টাকায় বিক্রি হলো
বিশ্বের সবচেয়ে বড় জাহাজের মর্মান্তিক দুর্ঘটনার গল্পে ১৯৯৭ সালে নির্মিত হয় ‘টাইটানিক’ সিনেমা। যেখানে রোজ চরিত্রে অভিনয় করেন কেট উইন্সলেট এবং জ্যাক চরিত্রে লিওনার্দো ডিক্যাপ্রিও। পর্দায় এই দুই তারকার রসায়ন ছুঁয়ে যায় লাখো কোটি দর্শকের হৃদয়। এখনও ভক্তদের মনে ঝড় তোলে রোজ-জ্যাকের ভালোবাসার সম্পর্ক ও বিভিন্ন ঘনিষ্ঠ দৃশ্য। বিশেষ করে সিনেমার শেষের দিকে নায়িকা রোজকে জাহাজের একটি ভাঙা দরজার ওপর রেখে নিজে বরফ শীতল পানিতে ভেসে থাকার সেই মুহূর্ত কাঁদিয়েছে সবাইকে।  সিনেমার সেই দরজা এবার উঠেছে নিলামে। মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস বলছে, ৭ লাখ ১৮ হাজার ৭৫০ মার্কিন ডলারে বিক্রি হয়েছে দরজাটি। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৭ কোটি ৯০ লাখ টাকারও বেশি। ওই নিলামে আরও বেশ কিছু ঐতিহাসিক সিনেমার ব্যবহৃত পণ্য, সরঞ্জামও তোলা হয়। তবে এসব কিছুর মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে টাইটানিকের সেই দরজাটি। কারণ, এই দরজা নিয়ে সিনেমার পরে অনেক প্রশ্ন ছিল।  জ্যাক ভক্তরা নির্মাতা জেমস ক্যামেরনকে প্রশ্ন করেছিল, কেন সেই দরজায় জ্যাককে তোলা হয়নি? কেন তাকে বাঁচানো হলো না? এ সকল প্রশ্নের উত্তরও দিয়েছেন পরিচালক।  প্রসঙ্গত, ১৯১২ সালে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের ওপর ভিত্তি করে নির্মিত হয় ‘টাইটানিক’ সিনেমা। আটলান্টিক সাগরে দুর্ঘটনায় তলিয়ে যাওয়া সেই টাইটানিকে দেড় হাজারের বেশি যাত্রী ও ক্রু প্রাণ হারিয়েছিলেন। 
২৮ মার্চ ২০২৪, ১৬:৪৫

দরজা ভেঙে গৃহবধূর ঘরে যুবক, অতঃপর...
যশোরে ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে ঈমাম হোসেন (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে। শনিবার (৯ মার্চ) জেলার শার্শা উপজেলার এ ঘটনা জানাজানি হয়। গত বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহবধূর পরিবার জানিয়েছে, ওই দিন রাতে পরিবারের সবাই ওয়াজ মাহফিলে যায়। ওই গৃহবধূ অসুস্থ বোধ করায় তিনি ঘরের দরজা আটকে শুয়ে ছিল। এ সুযোগে ঈমাম হোসেন প্রথমে বাড়ির সামনের লাইট ভেঙে ফেলে, পরে ঘরের দরজার ছিটকিনি ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় গৃহবধূর গলায় ধারালো দা ধরে মৃত্যুর ভয় দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় ইমাম। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মনিরুজ্জামান বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। ভুক্তভোগী নারী অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
১০ মার্চ ২০২৪, ১৮:০৬

দরজা খুলতেই মিলল সুঁইবিদ্ধ পুতুল, এলাকায় চাঞ্চল্য
বাড়ির প্রধান সদর দরজা খুলতেই দেখা গেল অসংখ্য সুইবিদ্ধ এক বিভৎস পুতুল। যে পুতুলের বুকের মধ্যে পোঁতা ছিল একটি লোহার পেরেকও। পরের দিন কাফনের কাপড় পাঠানো হয় সেই বাড়িতে। যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ঘাটকুল দক্ষিণপাড়ার রোকনুজ্জামানের বাড়িতে ঘটে এ ঘটনা।  রোকনুজ্জামান জানান, ঘটে যাওয়া এমন ঘটনার পর পরিবারের লোকজনের দিন কাটছে আতঙ্কে। গত ১৮ ফেব্রুয়ারি সকালে তাদের বাড়িতে বেড়াতে আসা আত্মীয় রাবেয়া খাতুনের চোখে পড়ে এই পুতুলটি। পরদিন কাফনের কাপড়টি দেখেন বাড়ির অন্য সদস্যরা। কে বা কারা এ কাজ করেছে সেটা বুঝতে না পারলেও এ নিয়ে অস্বস্তিতে দিন কাটছে পরিবারের সদস্যদের।  এলাকায় কারো সঙ্গে তাদের কোনো বিরোধ নেই বলে জানান তিনি। রোকনুজ্জামানের আত্মীয় রাবেয়া খাতুন বলেন, সকালে ঘুম থেকে উঠে বাড়ির গেট খুলে বাইরে বের হওয়ার সময় আমি পায়ের পাশে একটি পুতুল পড়ে থাকতে দেখে পরিবারের সদস্য ও পাড়া-প্রতিবেশীদের খবর দেই। স্থানীয় মসজিদের ঈমাম তিতুমীর হোসেন বলেন, জাদুটোনা করার উদ্দেশ্যে কেউ এমন কাজ করতে পারে। আবার আতঙ্ক ছড়াতে কেউ এ রকম ঘটনা ঘটাতে পারে। জাদুটোনা করার জন্য কেউ হয়তো এমনটি করেছেন বলে ধারণা স্থানীয়দের।  এ ঘটনা জানাজানি হওয়ার পর গ্রামবাসী রোকনুজ্জামানের বাড়িতে ভিড় করছেন।  তবে এ ব্যাপারে পুলিশ কিছুই জানে না বলে জানান যশোর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল আলম।  তিনি বলেন, এ ব্যাপারে পুলিশের কাছে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৫

‘স্বাধীনভাবে কাজ করতে না পারলে যাওয়ার দরজা খোলা আছে’
দীর্ঘদিন ধরে প্রধান নির্বাচকের পদে থাকা মিনহাজুল আবেদীন নান্নুকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক, বড় ক্রিকেট তারকা ও বোর্ড পরিচালক গাজী আশরাফ হোসেন লিপু। দায়িত্ব পেয়েই স্বাধীনভাবে কাজ করতে চান বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) মিরপুরে সংবাদ সম্মেলনে কথা বলেন নতুন প্রধান নির্বাচক। এ সময় নিজের দায়িত্ব স্বাধীনভাবে কাজ করা নিয়ে তিনি বলেন, আমি বিশ্বাস করি যে স্বাধীনভাবে না হলে কাজ করে আনন্দ নেই। রাস্তা সবসময় খোলা আছে, আসার রাস্তাও খোলা, যাওয়ার রাস্তাও খোলা।’ দায়িত্ব নেওয়ার আগে বিসিবির সঙ্গে কাজ কারার স্বাধীনতার নিশ্চয়তা পেয়েছেন বলেও জানান লিপু। প্রধান নির্বাচক বলেন, স্বাধীনতা থাকবে। এই ব্যাপারে আমার সঙ্গে কথা হয়েছে। আগের প্রক্রিয়াটা নিয়ে কথা বাড়াতে চাই না। এটা নিয়ে অনেক কথা হয়েছে।  ‘আমরা জানি যে এটা অনেক বড় একটা প্রক্রিয়া ছিল। তবে যেহেতু দল নির্বাচন এখানে অধিনায়ক-কোচ অবশ্যই জড়িত থাকবেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে যে সিস্টেম আছে সেটার মধ্যেই আমরা রাখার চেষ্টা করবো।’ এক দশক ধরে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন নান্নু। এই সময়ের মধ্যে অনেক সমালোচনা শিকার হতে হয়েছে তাকে। তবে এসব নিয়ে ভাবতে চান না নতুন প্রধান নির্বাচক। লিপু বলেন, আমি এই পদে নিয়োগ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি (নান্নু) আমাকে অভিনন্দন জানিয়েছেন। তার সঙ্গে আমার কথা হয়েছে। সুমনও আমাকে অভিনন্দন জানিয়েছে। আমরা যখন ঘরোয়া ক্রিকেট খেলতাম, তখন অনেক দর্শক আসত। প্রতিদিনই আমাদের গালি খেতে হতো।  ‘মোহামেডান হেরে গেলে আমাদের সমর্থকরাও গালমন্দ করত। আমরা যে পদে থাকব সেখানেও খেতে হবে। আমি যদি আমার বিবেকের কাছে পরিষ্কার থাকি, আমার মনে হয় এটা খুব একটা কঠিন ব্যাপার না। এটা যার যার রুচির ব্যাপার। 
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৪

আত্মহত্যার চেষ্টা কিশোরীর, দরজা ভেঙে উদ্ধার করল ফায়ার সার্ভিস
রাজধানীর তুরাগে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী এক কিশোরীকে (১৬) উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।  শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তুরাগের দিয়াবাড়ির চালা মার্কেট এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।  ওই তরুণীর গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আলিনগর। ভাড়া বাসায় থাকত সে।  উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন গণমাধ্যমকে বলেন, ওই কিশোরী আত্মহত্যা করার জন্য গলায় রশি লাগাইছিল। পরে আমরা খবর পেয়ে দরজা ভেঙে উদ্ধার করেছি। তখন সে কিছুটা অসুস্থ ছিল। যার কারণে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স দিয়ে উত্তরার কুয়েত–বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে কী কারণে আত্মহত্যার চেষ্টা করেছে, তা জানা যায়নি।
১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৯

ববি ছাত্রীর আত্মহত্যা, দরজা ভেঙে মরদেহ উদ্ধার
গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের ছাত্রী বৃষ্টি সরকার।  বুধবার (১৭ জানুয়ারি) রাতে শিক্ষার্থীকে উদ্ধার করে নগরীর শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ওই ছাত্রীকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা গেছে, প্রেমঘটিত ব্যাপারে আত্মহননের পথ বেছে নেন বৃষ্টি।  এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আবদুল কাইয়ুম বলেন, খবর পেয়ে ভিসিসহ আমরা হাসপাতালে আসি। আমাদের ছাত্রীকে এখানে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।  নাম প্রকাশ না করার শর্তে বৃষ্টির কয়েকজন বন্ধু জানান, বেশ কিছুদিন যাবৎ প্রেমিকের সঙ্গে মনোমালিন্য চলছিল বৃষ্টির। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থিত নিজ মেসে সিলিঙের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। মেসের অন্যান্য সদস্যরা রুমের ভেতর থেকে দরজা আটকানো দেখে কয়েকবার ডাকাডাকি করে বৃষ্টির খোঁজ করে। ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় মেসের অন্যান্য সদস্যরা। পরে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।  এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর মুকুল জানান, আত্মহত্যার ঘটনা শুনেছি। তাকে কেউ প্ররোচিত করেছে কিনা কিংবা এ ঘটনা ঘটাতে বাধ্য করেছে কিনা সে ব্যাপারে তদন্ত চলছে। পুলিশ সদস্যরা ইতোমধ্যে ঘটনাস্থল ও হাসপাতালে গেছে। পরিবার মামলা দিতে চাইলে মামলা গ্রহণ করা হবে ও তৎপরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
১৮ জানুয়ারি ২০২৪, ০৪:৩০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়