• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo
ভারতে ফিরলেই গ্রেপ্তার হবেন রাখি
শাহরুখের যে নায়িকার মৃত্যু আজও এক অজানা রহস্য
নব্বই দশকের সেই দিনগুলোর কথা মনে পড়ে। রাস্তার মোড়ে মোড়ে পোস্টার নিয়ে বসতেন হকাররা। সেখানে বিক্রি হতো ভিউকার্ড। উৎসব-পার্বণে মেলা বসত। সেসব মেলায় কিছু দোকান থাকত, যেখানে তারকাদের মুখাবয়ব-সমৃদ্ধ পোস্টার বিক্রি হতো। সেসব পোস্টার-ভিউকার্ডে একটা মুখ খুব দেখা যেত, তিনি বলিউড অভিনেত্রী দিব্যা ভারতী। ছেলেদের মানিব্যাগে, আয়নার পেছনে, সেলুনে কিংবা মেলায় অথবা ভিসিআরের ক্যাসেটের কভারে থাকত তার লাস্যময়ী ছবি। দিব্যা ভারতী এক দীর্ঘশ্বাসের নাম। অভিমানে ঝরে যাওয়া ফুলের নাম। তিন বছরের অভিনয়জীবনেই জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন। ১৯৭৪ সালের ২৫ ফেব্রুয়ারি দিব্যা জন্মগ্রহণ করেন। মাত্র তিন বছরের উজ্জ্বল ক্যারিয়ার রেখে ১৯৯৩ সালের ৫ এপ্রিল ১৯ বছর বয়সে অকালেই চলে গিয়েছিলেন দিব্যা। দিব্যা ভারতীর মৃত্যু আজও এক অজানা রহস্য। শুধুই কি দুর্ঘটনা নাকি এর পেছনে ছিল কোনো ষড়যন্ত্র? উত্তর মেলেনি আজও। প্রসঙ্গত, দিব্যা ভারতীর মৃত্যুর সময় পাঁচ থেকে ছয়টি ছবি অসমাপ্ত ছিল। প্রতিটি ক্ষেত্রেই প্রযোজকদের নতুন নায়িকাদের নিয়ে নতুন করে শুটিং করে ছবি শেষ করতে হয়। এর মধ্যে রয়েছে ‘লাডলা’, যা নতুন করে শুটিং করা হয় শ্রীদেবীকে নিয়ে। রয়েছে, ‘মোহরা’, ‘কর্তব্য’, ‘বিজয়পথ’, ‘দিলওয়ালে’ ও ‘আন্দোলন’। আরও কয়েকটি বড় ব্যানারের ছবির কাজও বন্ধ হয়ে যায়, যেগুলোয় অভিনয়শিল্পী চূড়ান্ত ছিল। বলিউড বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন, মাত্র তিন বছরে যে অভিনেত্রী সাফল্যের এই উচ্চতায় উঠতে পারেন, বেঁচে থাকলে হয়তো আজকের দিনে তিনি মাধুরী অথবা শ্রীদেবীর মতোই হয়ে উঠতেন বলিউডের আরেক কিংবদন্তি নায়িকা। বিশেষজ্ঞদের মতে, দিব্যার অকালমৃত্যু না হলে শ্রীদেবী, জুহি ও মাধুরী দীক্ষিতদের হিসাব-নিকাশটা অন্য রকম হতো।
হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন
অশ্লীলতার অভিযোগে ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ
এক সিনেমায় তিন খান!
শাহরুখের আইকনিক পোজে এড শিরান, ভিডিও ভাইরাল
বলিউডে পা রাখছেন উরফি জাবেদ
শোবিজের স্টাইলিশ তারকা উরফি জাভেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্ভট পোশাকের কারণে বরাবরই আলোচনার শীর্ষে থাকেন তিনি। অদ্ভুত সব পোশাকের কারণে নানা ঝামেলায় পড়লেও কোনোকিছুকেই পাত্তা দেন না উরফি। এবার শোনা যাচ্ছে, শিগগিরই নাকি বলিউডে নাম লেখাতে চলেছেন তিনি।    দীর্ঘদিন ধরেই হিন্দি সিনেমায় কাজ করতে চাচ্ছিলেন উরফি। অবশেষে সেই সুযোগ পেয়েছেন তিনি। আগামী মাসে মুক্তি পাচ্ছে দিবাকর বন্দ্যোপাধ্যায় নির্মিত ‘লাভ সেক্স অউর ধোকা’ সিনেমার সিক্যুয়েল।  জানা গেছে, এই সিনেমার একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন উরফি। এর আগে শোনা যায়— সিনেমাতে ক্যামিও চরিত্রে দেখা যাবে তুষার কাপুর ও মৌনী রায়কে। এবার উরফি সেখানে কোন চমক হাজির করেন, সেটাই দেখার অপেক্ষায় প্রহর গুনছেন সিনেমাপ্রেমীরা।   সিনেমার বিষয়বস্তুর কথা চিন্তা করেই নির্মাতারা একজন সমাজমাধ্যম প্রভাবীর চরিত্র নির্মাণ করেছেন। সবদিক বিবেচনা করে, এই চরিত্রে তারা উরফিকেই পছন্দ করেন।  বিতর্ককে কখনোই দিন পাত্তা দেননি উরফি। সেটা বরাবরই নিজের কাজেকর্মে বুঝিয়ে দেন তিনি। এবার অভিনয়ে দিয়ে উরফি ভক্তদের মন জয় করে নিতে পারবেন কি না, সেটাই দেখার।  সূত্র : আনন্দবাজার   
নতুন সিনেমার ঘোষণা দিলেন সালমান খান
বলিউডের সুপারস্টার সালমান খান। সারা বছর অভিনেতাকে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে থাকেন তার ভক্তরা। এবার অনুরাগীদের জন্য সুখবর দিলেন সালমান। শিগগিরই নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। মঙ্গলবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি নিজেই জানিয়েছেন সালমান। এদিন নিজের ভেরিফায়েড ফেসবুকে অভিনেতা লেখেন— খুব আকর্ষণীয় একটা ছবির জন্য এ আর মুরুগাদস ও আমার বন্ধু সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে জুটি বাঁধলাম। এই সফরে আপনাদের শুভেচ্ছা কাম্য।  ২০২৫ সালের ঈদে মুক্তি পাবে সিনেমাটি। জানা গেছে, দক্ষিণী পরিচালক এ আর মুরুগাদসের পরিচালনায় নতুন সিনেমায় অভিনয় করবেন সালমান। সিনেমাটি প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াদওয়ালা। এদিকে সালমানের এই ঘোষণার পরেই বলিউডে আলোচনা শুরু হয়েছে। ইন্ডাস্ট্রির একাংশের ভাষ্য, চলতি বছরে এখনও পর্যন্ত এটাই সবথেকে বড় সিনেমার ঘোষণা।   প্রসঙ্গত, সাজিদের প্রযোজনায় একাধিক সিনেমায় সালমানকে দেখেছেন দর্শক। ‘জুড়ুয়া’, ‘মুঝসে শাদি কারোগি’ ও ‘কিক’র মতো সিনেমাও দর্শককে উপহার দিয়েছে এই জুটি।
ছেলে-মেয়েকে পালিয়ে বিয়ে করার পরামর্শ দিলেন অভিনেত্রী
বলিউডের তারকা দম্পতি অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না। একটি পত্রিকার ফটোশুট করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন তারা। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর ২০০১ সালের ১৭ জানুয়ারি গাঁটছড়া বাঁধেন অক্ষয়-টুইঙ্কেল। এরপর কেটে গেছে দাম্পত্য জীবনের ২৩ বছর। বর্তমানে দুই ছেলে-মেয়ে নিয়ে বেশ সুখেই দিন পার করছেন অক্ষয়-টুইঙ্কেল। বেশির ভাগ ক্ষেত্রেই বাবা-মায়ের দেখানো পথেই হাঁটেন তারকা সন্তানরা। তবে অক্ষয়-টুইঙ্কেলের বেলায় দেখা যায় ভিন্নতা। এই তারকা দম্পতির ছেলে আরাভ কুমার এবং মেয়ে নিতারা কুমারকে খুব একটা দেখা যায় না ক্যামেরার সামনে। এবার সন্তানদের বিয়ে নিয়ে অবাক করা ভাবনার কথা জানালেন টুইঙ্কেল। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে সন্তানদের বিয়ের বিষয়ে কথা বলেন টুইঙ্কেল। এ সময় অভিনেত্রী জানান— তিনি চান, তার ছেলে-মেয়েরা পালিয়ে গিয়ে বিয়ে করুক।    টুইঙ্কেল বলেন, আমার স্বামী (অক্ষয়) খুব বেশি হলে রাত ১০টা পর্যন্ত জাগতে পারেন। ২০ জনের বেশি মানুষ নিয়ে বাড়িতে ডিনার পার্টির আয়োজন করলে আমরা দুজনেই উদ্বিগ্ন হয়ে পড়ি। তাই আমি শ্বাস বন্ধ করে বলি, আমার ছেলে-মেয়েরা যেন পালিয়ে গিয়ে বিয়ে করে। কয়েক মাস পরই ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি ও নীতা আম্বানির কনিষ্ঠপুত্র অনন্ত আম্বানির বিয়ে। গত ১-৩ মার্চ ছিল তার প্রাক-বিয়ের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউড এবং দক্ষিণী সিনেমা জগতের সব তারকারা। এ তালিকায় ছিলেন অক্ষয়-টুইঙ্কেল দম্পতিও।  মুকেশ আম্বানির পুত্রের বিয়েতে এত লোক সমাগম ও এলাহি আয়োজন দেখে যেমন মুগ্ধ, তেমনি ভীত ছিলেন অক্ষয়-টুইঙ্কেল। মূলত এ কারণেই নিজের ছেলে-মেয়েকে পালিয়ে বিয়ে করার কথা বলেন এই অভিনেত্রী।   প্রসঙ্গত, ২০০২ সালে অক্ষয়-টুইঙ্কেল দম্পতির প্রথম সন্তান আরাভের জন্ম হয়। এর ১০ বছর পর ২০১২ সালে জন্ম নেয় তাদের কন্যাসন্তান নিতারা। স্বামী-সন্তান নিয়ে বেশ সুখেই সংসার করছেন টুইঙ্কেল। বিয়ের পরই রুপালি পর্দা থেকে নিজেকে গুটিয়ে নেন এই অভিনেত্রী।  সূত্র : টাইমস অব ইন্ডিয়া    
বড় পর্দায় পা রাখছেন কিংবদন্তি আশা ভোঁসলের নাতনি
বেশিরভাগ ক্ষেত্রেই তারকা পরিবারের সন্তানরাও তাদের দেখানো পথেই হাঁটেন। সেই ধারাবাহিকতায় ইতোমধ্যে রুপালি পর্দায় পা রেখেছেন সুহানা খান, খুশি কাপুর, সারা আলী খান, সোনম কাপুরসহ আরও অনেকেই। এবার শোবিজে পা রাখতে যাচ্ছেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের নাতনি ভোঁসলে ডেবিউ। সামাজিক যোগাযোগমাধ্যমে নাতনির রুপালি পর্দায় অভিষেকের বিষয়টি একটি পোস্টের মাধ্যমে নিজেই জানিয়েছেন আশা ভোঁসলে। তবে কোন সিনেমায় ও কোন চরিত্রে দেখা যাবে ভোঁসলে? এমন প্রশ্ন রীতিমতো রহস্যে্র জট বেঁধেছে গায়িকার ভক্তদের মনে। এক্স হ্যান্ডলে আশা ভোঁসলে লেখেন, আমার নাতনি ভোঁসলে আসন্ন গ্র্যান্ড এপিক ‘দ্য প্রাইড অব ভারত ছত্রপতি শিবাজি মহারাজ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখতে দেখে আমি ভীষণ আনন্দিত। আমি আশা করি সিনেমার ইতিহাসে ও নিজের প্রত্যাশিত স্থান তৈরি করতে সক্ষম হবে এবং ওকে ও সন্দীপ সিংকে শুভেচ্ছা জানাই। সিনেমাটি নির্মাণ করবেন পরিচালক সন্দীপ সিং। তিনি বলেন, ভোঁসলের সঙ্গে কাজ করতে পারার জন্য আমি অত্যন্ত সম্মানিত এবং সম্পূর্ণভাবে সৌভাগ্যবান বোধ করছি। লতা মঙ্গেশকরজী-আশা ভোঁসলেজির নাতনি তিনি। তিনি অভিনয়ের পাশাপাশি নাচেও বেশ পারদর্শী। আশা করছি ‘রানি সাই’ চরিত্রটি তিনি সুন্দরভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারবেন।  প্রসঙ্গত, ‘দ্য প্রাইড অব ভারত ছত্রপতি শিবাজি মহারাজ’ সিনেমার জন্য বিশাল আকারে সেট তৈরি হচ্ছে। এটি ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা। কারণ এদিন দিন ছত্রপতি শিবাজি মহারাজ জয়ন্তী।   সূত্র : হিন্দুস্তান টাইমস    
এবারের জি সিনে অ্যাওয়ার্ড পুরস্কার পেলেন যারা
চলতি বছরের জি সিনে অ্যাওয়ার্ডের আসর বসেছিল গত ১০ মার্চ। এদিন জমকালো আয়োজনে তারকাদের হাতে সেরা অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার তুলে দেওয়া হয়। এবার সেরা অভিনয়শিল্পীর অ্যাওয়ার্ড পেয়েছেন শাহরুখ খান ও রানি মুখার্জি। অন্যদিকে সানি দেওল এবং কিয়ারা আদভানি পেয়েছেন ভিউয়ার্স চয়েজ অ্যাওয়ার্ড। জি সিনে অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে শাহরুখ থেকে শুরু করে সানি দেওল, আলিয়া ভাট, কিয়ারা আদভানিসহ সাজপোশাকে রীতিমতো নজর কেড়েছেন তারকারা।  সোমবার (১১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে রানির সঙ্গে একটি ছবি শেয়ার করেন কিয়ারা। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, সেরা অভিনেত্রীর পুরস্কার পেলাম আমার পছন্দের অভিনেত্রীর সঙ্গে। ধন্যবাদ জি সিনে অ্যাওয়ার্ড আমায় সেরা অভিনেত্রী ভিউয়ার্স চয়েজ অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। যারা যারা আমায় ভোট দিয়েছেন তাদের ধন্যবাদ। শুধু তারাই নন, এদিন সোশ্যাল মিডিয়ায় ট্রফির সঙ্গে একটি ছবি পোস্ট করেন কার্তিক আরিয়ানও। পারফর্মার অব দ্য ইয়ারের পুরস্কার জিতেছেন তিনি।  গেল বছর একসঙ্গে তিনটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দিয়েছিলেন শাহরুখ। তার ২০২৩ মুক্তি পাওয়া তার অভিনীত সিনেমা ‘জওয়ান’ এবারের জি সিনে অ্যাওয়ার্ডে একাধিক খেতাব জয় করেছে। সিনেমাটি সেরা ফিল্ম, সেরা মিউজিক, সেরা ভিএফএক্স, সেরা অ্যাকশন, ইত্যাদি পুরস্কার পেয়েছে।   অন্যদিকে ‘পাঠান’ সিনেমার ‘ঝুমে জো’ গানটির জন্য সেরা প্লেব্যাক সিঙ্গার অ্যাওয়ার্ড পেয়েছেন অরিজিৎ সিং। আর এই সিনেমার ‘বেশরম রং’ গানের জন্য সেরা প্লেব্যাক সিঙ্গার নারীর পুরস্কার পেয়েছেন শিল্পা রাও। সেরা অভিনয়শিল্পী পপুলার চয়েজ—   শাহরুখ খান (জওয়ান এবং পাঠান), সেরা অভিনেতা ভিউয়ার্স চয়েজ: সানি দেওল (গদর ২), সেরা অভিনেত্রী পপুলার চয়েজ: রানি মুখার্জী (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে), সেরা অভিনেত্রী ভিউয়ার্স চয়েজ: কিয়ারা আদভানি (সত্যপ্রেম কী কথা), পারফর্মার অব দ্য ইয়ার: কার্তিক আরিয়ান (সত্যপ্রেম কী কথা) এবং অনন্যা পাণ্ডে (খো গয়ে হাম কাহা)। সেরা ফিল্ম— জওয়ান, সেরা মিউজিক: জওয়ান, সেরা ভিএফএক্স: রেড চিলিজ এন্টারটেইনমেন্ট (জওয়ান), সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক: অনিরুদ্ধ (জওয়ান), সেরা মিউজিক ডিরেক্টর: অনিরুদ্ধ (জওয়ান), সেরা ডায়লগ: সুমিত আরোরা (জওয়ান), সেরা প্লেব্যাক সিঙ্গার: অরিজিৎ সিং এবং শিল্পা রাও (পাঠান), সেরা লিরিক্স: কুমার (চালেয়া জওয়ান), সেরা কোরিওগ্রাফি: বস্কো মার্টিস (পাঠান), সেরা কস্টিউম ডিজাইন: মণীশ মালহোত্রা (রকি অউর রানি কি প্রেম কাহানি), সেরা গল্প: অ্যাটলি (জওয়ান)।
আরবাজের সঙ্গে ডিভোর্সের কারণ জানালেন মালাইকা
বলিউডের সাবেক তারকা দম্পতি আরবাজ খান ও মালাইকা অরোরা। ভালোবেসেই ঘর বেঁধেছিলেন দুজন। কিন্তু ভেঙে যায় তাদের সেই সংসার। ২০১৬ সালে ১৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন আরবাজ-মালাইকা। এবার ডিভোর্সের কারণ জানালেন এই অভিনেত্রী। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের পুরোনো বিবাহিত জীবনের নানান বিষয় নিয়ে কথা বলেন মালাইকা। এ সময় অভিনেত্রী জানান, তাদের একমাত্র ছেলে আরহান খানের ভালোর জন্যই ডিভোর্সের সিদ্ধান্ত নিতে হয়েছিল তাকে।   মালাইকা বলেন, আমি যে পরিবেশে বড় হয়েছি— সেখানে আমাকে বলা হয়েছিল জীবনকে উপভোগ করতে, বেশি লোকের সঙ্গে মিশতে এবং তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে। তারপরও জানি না আমার মাথায় কী ঢুকেছিল, আমি ২২-২৩ বছরে বিয়ে করতে চেয়েছি। কেউ আমাকে জোর করেনি।    তিনি বলেন, যখন আমি ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তখন আমি অনুভব করেছি আমার সন্তানকে আরও ভালো করে বড় করার জন্য আমাদের ডিভোর্সটা দরকার। আমি বিশ্বাস করি তুমি তোমার আশপাশের মানুষদের তখনই ভালো রাখতে পারবে, যখন নিজে ভালো থাকবে।  আরবাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ব্যাপক কটাক্ষের মুখে পড়েছিলেন মালাইকা। রীতিমতো সামাজিকভাবে শিকার হন তিনি। এমনকি খোরপোশ নিয়েও নানান ধরনের কথা শুনতে হয়েছে মালাইকাকে। অনেকের ধারণা— ডিভোর্সের সময় অনেক টাকার খোরপোশ নিয়েছেন এই অভিনেত্রী। আর সেটা দিয়েই নিজের বিলাসী জীবনযাপন করেন।  শুধু ডিভোর্সই নয়, আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জোড়ানোর কারণেই সমালোচনার মুখ পড়েন মালাইকা। তবে অভিনেত্রীর সেই সম্পর্কও ভেঙে গেছে। বর্তমানে দ্বিতীয় বিয়ে করে ফের সংসার জীবনে পা রেখেছেন আরবাজ। তবে তিনি জীবনের নতুন ইনিংস শুরু করলেও অনেকটাই নিঃসঙ্গ মালাইকা। সূত্র : হিন্দুস্তান টাইমস  
‘ম্যায় হু না’ ছবির অডিশনে যে কাণ্ড করেছিলেন রাখি
সবার হয়তো মনে আছে শাহরুখ খান অভিনীত আলোচিত সিনেমা ‘ম্যায় হু না’। ফারাহ খান পরিচালিত এ সিনেমা ২০০৪ সালে মুক্তি পায়। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। শাহরুখ খান, সুস্মিতা সেন, সুনীল শেঠি ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছিলেন ভারতের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। মিনি চরিত্র রূপায়ন করেন তিনি। শুরুতে মিনি চরিত্রের জন্য অন্য একজন অভিনেত্রীকে চূড়ান্ত করেছিলেন ফারাহ খান। কিন্তু সেই অভিনেত্রীর মা বিলাসবহুল হোটেলে থাকার বায়না ধরেন। অর্থাৎ শাহরুখ খান যে হোটেলে ছিলেন, সেই হোটেলে মেয়েকে নিয়ে থাকার শর্ত দিলে সিনেমাটি থেকে তাকে বাদ দেওয়া হয়। পরে রাখি সাওয়ান্তকে নেওয়া হয়। কিন্তু অডিশন দিতে গিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন রাখি। ম্যাশেবল ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন পরিচালক ফারাহ খান। এ আলাপচারিতায় স্মৃতিচারণ করে তিনি বলেন, মিনি চরিত্রটি একজন আবেদনময়ী নারীর চরিত্র ছিল। ফলে আমার সহকারী এ ব্যাপারে সতর্ক ছিলেন। দার্জিলিংয়ে ‘ম্যায় হু না’ সিনেমার শুটিং শুরু করেছি। তার দুদিন পর সেখানে পৌঁছান রাখি সাওয়ান্ত। রাখিকে তার নিজের স্টাইলে ক্যামেরার সামনে দাঁড়াতে বলা হয়। তারপর রাখি তার বোরকা খুলে ক্যামেরা কাঁপিয়ে দেন। কারণ, বোরকার নিচে রাখি বিকিনি পরেছিলেন। অডিশনে রাখি এমন চমক দেখালেও সঙ্গে সঙ্গে তাকে চরিত্রটা দেওয়া হয়নি। কারণ, রাখির মাথার চুল তখন কমলা রঙের ছিল। এ রঙের চুল সিনেমায় দেখাতে চাননি ফারাহ। যদিও সর্বশেষ এ লুকেই রাখি শুটিং করেন বলেও জানান ফারাহ খান।