• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo
খোলামেলা ফটোশুট করে আলোচনায় সোহিনী (ভিডিও)
শাশুড়িকে নিয়ে যে মন্তব্য করলেন ক্যাটরিনা
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। দাম্পত্য জীবনে বেশ সুখেই দিন পার করছেন তারা। পাশাপাশি শ্বশুরবাড়িতেও ক্যাটরিনাকে বেশ পছন্দ করেন সবাই। বিশেষ করে অভিনেত্রীর শাশুড়ি।    এক দিকে পাঞ্জাবি শাশুড়ি, অন্যদিকে বিদেশি বউমা। দুজনের সম্পর্কের সমীকরণ যেন চোখে পড়ার মতো। তাছাড়া ক্যাটরিনাকে বউমা হিসেবে পেয়েও ভীষণ খুশি ভিকির মা।   বউ-শাশুড়ির এমন মধুর সম্পর্ক নিয়ে ক্যাটরিনা বলেন, আমাকে অনেকেই প্রশ্ন করত। শাশুড়ির সঙ্গে আমার সম্পর্ক কেমন। আমি খুব অবাক হতাম। আমি মনে করি শাশুড়ির সঙ্গে সম্পর্ক ঠিক রাখার জন্য উপায় একটাই, কোনোরকম কৌশল অবলম্বন না করা। শাশুড়ির সঙ্গে কৌশলী হতে নেই।   সম্প্রতি মা এবং বউয়ের নানান বিষয় নিয়ে ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কথা বলেন ভিকি। অভিনেতা বলেন, আসলে আমরা খুব সাধারণ পরিবার। আর পাঁচটা দম্পতির মতোই থাকি। তবে ক্যাটরিনার খাদ্যাভ্যাস খুব পছন্দ করেন আমার মা। কারণ, ক্যাটরিনা শাকসবজি খেতে ভালোবাসে। মায়ের রান্না করা যেকোনো তরকারি অনায়াসে খেয়ে নেয় ক্যাটরিনা। অন্যদিকে আমি সবজি খেতে খুব একটা পছন্দ করি না। ছোটবেলা থেকে আমাদের দুই ভাইকে শাকসবজি খাওয়ার কথা বলে বলে এখন প্রায় হাল ছেড়ে দিয়েছে মা। কিন্তু ক্যাটরিনা এসে মায়ের সেই আক্ষেপের জায়গাটা পূরণ করেছে। আর এ কারণেই ওকে খুব পছন্দ করেন মা। ভিকি আরও বলেন, ক্যাটরিনা আমার চেয়ে বেশি ভেজিটেরিয়ান। পাশাপাশি সাধারণ খাবার পছন্দ করে। ও বাসায় থাকলে আমার মা খুব খুশি হন। কারণ, তিনি আমাদের দুই ভাইকে লাউ ও ঝিঙে খাওয়াতে পারেননি। এখন তার পুত্রবধূ এগুলো প্রতিদিন খায়। প্রসঙ্গত, ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভিকি-ক্যাটরিনা। আগামীতে ‘ছাবা’ সিনেমায় দেখা যাবে অভিনেতাকে। অন্যদিকে ক্যাটরিনার সর্বশেষ অভিনীত সিনেমা ‘টাইগার থ্রি’। সূত্র : আনন্দবাজার 
কন্যাসন্তানের মা হলেন সংগীতশিল্পী লিজা
অসহায়-এতিম বাচ্চাদের জন্য জয়ার অনুরোধ
অগ্নিকাণ্ডে পুড়ে ছাই অভিনেত্রীর বিলাসবহুল বাড়ি
সরলতার প্রতিমাসহ খালিদের শ্রোতাপ্রিয় যত গান
গোপালগঞ্জে সমাহিত করা হবে কণ্ঠশিল্পী খালিদকে
জনপ্রিয় সংগীতশিল্পী চাইম ব্যান্ডের ভোকালিস্ট খালিদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬০ বছর।  সোমবার (১৮ মার্চ) রাত ৭টা ১৫ মিনিটের দিকে রাজধানীর গ্রিনরোডের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। খালিদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ব্যান্ডশিল্পী ঈশা খান দূরে। জানা গেছে, খালিদের মরদেহ এখনও হাসপাতালে রয়েছে। আজ রাত ১১টায় গ্রিন রোড জামে মসজিদে জানাজা শেষে মরদেহ গোপালগঞ্জে নেওয়া হবে। মঙ্গলবার (১৯ মার্চ) পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে এই শিল্পীকে। গোপালগঞ্জে জন্ম নেওয়া এই শিল্পী ১৯৮১ সাল থেকে গানের জগতে যাত্রা করেন। ১৯৮৩ সাল থেকে ‘চাইম’ ব্যান্ডে যোগ দেন। একের পর এক হিট গান উপহার দিয়ে অল্প সময়েই খ্যাতি পান খালিদ। ‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘তুমি নেই তাই’—এরকম অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী খালিদ। যার গান একসময় পাড়া-মহল্লার বিভিন্ন শ্রোতাদের মুখে মুখে থাকত, বাজত বিপণি বিতানসহ বিভিন্ন দোকানে। যাকে আশির দশকে মানুষ চিনত ‘চাইম’ ব্যান্ডের খালিদ নামে।
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অভিনেত্রী অরুন্ধতী
তামিল ও মালায়ালাম সিনেমার অভিনেত্রী অরুন্ধতী নায়ার সড়ক দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন। তাকে এখন ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। ইন্ডিয়া টুডের তথ্য অনুসারে, গত ১৪ মার্চ একটি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন অরুন্ধতী। সাক্ষাৎকার শেষে তার ভাইয়ের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে অরুন্ধতীকে বহন করা মোটরসাইকেলটি। এ ঘটনায় তার ভাইও আহত হয়েছেন। থিরুভানান্থাপুরামের অনন্তপুরি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অরুন্ধতী। সোমবার (১৮ মার্চ) অরুন্ধতীর বোন আরতি নায়ার সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি প্রকাশ করেছেন। তাতে তিনি লেখেন, তামিল নাড়ুর সমস্ত গনমাধ্যমকে এ তথ্য জানানো প্রয়োজন যে, তিন দিন আগে অরুন্ধতী সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। সে মারাত্মকভাবে আহত হয়েছে, জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। ২০১৪ সালে তামিল ভাষার ‘পোঙ্গি এজহু মনোহরা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন অরুন্ধতী। এক বছরের বিরতি নিয়ে ‘শয়তান’ সিনেমায় অভিনয় করেন। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় তার সহশিল্পী ছিলেন বিজয় অ্যান্টোনি। এতে অভিনয় করে দারুণ খ্যাতি কুড়ান এই অভিনেত্রী। এরপর আরও বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি।
এবার ওটিটিতে আহমেদ রুবেলের শেষ সিনেমা
দাপুটে অভিনেতা আহমেদ রুবেল, ‘পেয়ারার সুবাস’-এর প্রিমিয়ার শো দেখতে এসে পথিমধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। পরে ৯ ফেব্রুয়ারি দেশব্যাপী ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। প্রেক্ষাগৃহের পর আহমেদ রুবেলকে উৎসর্গ করা সেই সিনেমাটি এবার আসছে ওটিটিতে! দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম চরকির প্রধান নির্বাহী নির্মাতা রেদওয়ান রনি জানান, চলতি মাসেই চরকিতে নূরুল আলম আতিক পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পেয়ারার সুবাস’ স্ট্রিমিং হবে। ‘পেয়ারার সুবাস’ আগামী বৃহস্পতিবার (২১ মার্চ) থেকে চরকিতে দেখা যাবে। ৯২ মিনিটের এই সিনেমাতে আহমেদ রুবেল ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, সুষমা সরকার, দিহান, নূর ইমরান মিঠু সহ আরও অনেকেই। প্রসঙ্গত, গত বছর আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ মস্কো ফিল্ম ফেস্টিভ্যাল-এর ৪৫ তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে অফিসিয়াল সিলেকশন পেয়েছিল ‘পেয়ারার সুবাস’।
যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত 'স্কুইড গেম' অভিনেতা
যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন ৭৯ বছর বয়সী ‘স্কুইড গেম’ অভিনেতা ও ইয়াং সু। দক্ষিণ কোরিয়ার একটি জনপ্রিয় সিরিজ হলো ‘স্কুইড গেম’। এই সিরিজেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় ইয়াং সু-কে। ২০১৭ সালে তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, শুক্রবার (১৫ মার্চ) সিউলের সেওংনাম আদালত ও ইয়াং সু-কে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। অভিনেতাকে ৮ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সঙ্গে যৌন হয়রানির বিষয়ে ৪০ ঘণ্টার বিশেষ ক্লাসে অংশ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে প্রবীণ এ অভিনেতাকে। তবে আদালতের রায়ে দোষী প্রমাণিত হলেও অভিযোগ অস্বীকার করেছেন ও ইয়াং-সু। উচ্চ আদালতে আপিলের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। ২০১৭ সালে ও ইয়াং সু’র বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন এক অভিনেত্রী। তার অভিযোগ ছিল, ও ইয়াং-সু তাকে জোর করে জড়িয়ে ধরেন, তার হাত ধরেন ও গালে চুমু খান। প্রসঙ্গত, ২০২১ সালে নেটফ্লিক্সে প্রচারিত ‘স্কুইড গেম’ সিরিজে ও ইল-নাম চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান ও ইয়াং-সু। এই সিরিজের জন্য ২০২২ সালে সেরা পার্শ্ব অভিনেতা হিসাবে গোল্ডেন গ্লোব পুরস্কার জিতে নিয়েছিলেন ৭৯ বছর বয়সী এই অভিনেতা। প্রায় তিন বছর পর ‘স্কুইড গেম’ সিরিজের দ্বিতীয় সিজন আসতে চলেছে।
অশ্লীলতার অভিযোগে ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ
অশ্লীলতার অভিযোগে ভারতের ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ করেছে দেশটির কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুসারে, ১৮টি ওটিটি প্ল্যাটফর্মের ১৯টি ওয়েবসাইট, ১০টি অ্যাপ, ৫৭টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ব্লক করা হয়েছে। ২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইন অনুসারে গত ১২ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। দেশটির ইউনিয়ন মিনিস্টার অনুরাগ ঠাকুর বলেন, ‘আমরা একাধিকবার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সতর্ক করেছি। কিন্তু তারা তা মানেনি। অশ্লীল কনটেন্টের জন্য আমরা ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছি।’ ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এসব প্ল্যাটফর্মে যেসব কনটেন্ট পাওয়া গেছে, সেসবের অধিকাংশ অশ্লীল এবং নারীদের অবমাননাকরভাবে উপস্থাপন করা হয়েছে। যেমন— এসব কনটেন্টে ছাত্রী-শিক্ষকের মাঝে সম্পর্ক দেখানো হচ্ছে। 
এবার শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন মাহিয়া মাহি
চলতি বছরের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক মার্কায় লড়াই করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে জয়ের মুখ দেখেননি তিনি। বিপক্ষ দলের কাছে বিপুল ভোটে হেরে যান এই নায়িকা। এবার শোনা যাচ্ছে, আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন মাহি।      চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ এপ্রিল। এরই মধ্যে প্যানেল সাজাতে ব্যস্ত হয়ে পড়েছেন সম্ভাব্য প্রার্থীরা।  মিশা সওদাগর-মনোয়ার হোসেন ডিপজল নেতৃত্বাধীন প্যানেল থেকে মাহি নির্বাচন করবেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এদিকে তাদের প্যানেল প্রস্তুত হলেও নিপুণের প্যানেলে সভাপতি প্রার্থী কে হচ্ছেন সেটা এখনও স্পষ্ট নয়।  ঢালিপাড়ায় গুঞ্জন রয়েছে— সভাপতির খোঁজে রীতিমতো মাঠ চষে বেড়াচ্ছেন নিপুণ। কিন্তু এখন পর্যন্ত কাউকে নির্ধারণ করতে পারেননি এই নায়িকা। ইলিয়াস কাঞ্চন, ফেরদৌস, অনন্ত জলিল, শাকিব খানের দারস্থ হলেও চারজনই ফিরিয়ে দিয়েছেন নিপুণকে। তারা কেউই নির্বাচন করবেন না বলে জানিয়ে দিয়েছেন।  নিপুণের প্যানেলের সভাপতি হিসেবে সবশেষ নাম উঠেছে আরশাদ আদনানের। তিনিও নির্বাচন করবেন না বলে জানান। প্রযোজকের ভাষ্য, আমি কোনো শিল্পী সমিতির নির্বাচন করব না। সমিতির কোনো পদে যাওয়ার ইচ্ছা নেই। আমি মুক্তভাবে কাজ করতে পছন্দ করি। চলচিত্রের জন্য কাজ করতে পছন্দ করি। কাজ করতে গেলে সমিতিতে থাকা দরকার বলে মনে করি না। জানা গেছে, গত ৪ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ভোট গ্রহণ ও প্রাথমিক ফল প্রকাশ ২৭ এপ্রিল। এ দিন সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
শিল্পী সমিতির নির্বাচনে লড়বেন আহমেদ শরীফ
ঢালিউডের শক্তিমান অভিনেতা আহমেদ শরীফ। একসময় রুপালি পর্দায় নিয়মিত কাজ করলেও এখন আর অভিনয়ে দেখা মেলে না তার। অভিনয় ও নিজ দেশ ছেড়ে পরিবারসহ পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। বর্তমানে সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। তবে মাঝেমধ্যে স্বল্প সময়ের জন্য দেশে আসেন এই অভিনেতা।  সম্প্রতি দুই সপ্তাহের জন্য ঢাকায় এসেছেন আহমেদ শরীফ। আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনেও থাকবেন বলে জানা গেছে।   বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় এফডিসিতে অবস্থিত শিল্পী সমিতির অফিসে আলাপকালে এ কথা নিজেই জানান আহমেদ শরীফ। অভিনেতা বলেন, দুই সপ্তাহ দেশে থাকব। তারপর যুক্তরাষ্ট্র গিয়ে আবার দেশে ফিরব।  নির্বাচন প্রসঙ্গে অভিনেতা বলেন, আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে থাকব। কারণ, এর শিকড় আমাদেরই গড়া। নির্বাচন করছি তবে কোন প্যানেলে এবং কোন পদে করব সেটা পরে জানাব। এবারের নির্বাচনে খেলা হবে! তাই নির্বাচনে থাকতেই হবে।  এর আগে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন আহমেদ শরীফ। এ ছাড়াও তিনবার সাধারণ সম্পাদক ও চারবার সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।     প্রসঙ্গত, প্রায় আট শতাধিক সিনেমায় কাজ করেছেন আহমেদ শরীফ। খলনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও চলচ্চিত্রে ভিন্ন ভিন্ন চরিত্রেও দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্য রয়েছে— ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, ‘দেনমোহর’, ‘তিন কন্যা’, ‘বন্দুক’সহ প্রভৃতি।