• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সাংবাদিকরা বিভক্ত: সালাউদ্দিন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ জানুয়ারি ২০২০, ১৬:৫৬
Bangladesh Football Federation
কাজী মো. সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনের আগে সাংবাদিকরা ভাগ হয়ে গেছেন বলে দাবি করেছেন সভাপতি কাজী মো. সালাউদ্দিন।।

রোবাবার বুরুন্দির ফুটবল ফেডারেশনের সভাপতি রেইভারেন এনডিকোরিও ও শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশনের সভাপতি অনুরা ডি সিলভার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর বাফুফে প্রধান এই কথা বলেন।

‘নিম্নমানের দল’ নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্টে আয়োজিত হচ্ছে। এছাড়া প্রচার প্রচারণার অভাবে মাঠে দর্শকও আসছে না। এমন সমালোচনার শিকার হতে হয়েছে বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ এই সংস্থাকে।

বাফুফে ভবনে সাংবাদিকদের কাছে কাজী সালাউদ্দিন অভিযোগ করে বলেন, ‘আমার দুঃখ আপনারা যারা বলছেন, যদি একটু যাচাই করে বলতেন তাহলে ভালো হতো। আমি জানি একটা নির্বাচন আসছে (৩০ এপ্রিল বাফুফের সাধারণ নির্বাচন)। কিছু কিছু গণমাধ্যম আলাদা হয়ে গেছে। এটার জন্য টুর্নামেন্টকে দায়ী করার কিছু নেই। আমরা আমাদের মতো চেষ্টা করেছি আফ্রিকার তিনটা দল এনে।’

আফ্রিকা মহাদেশের বুরুন্দি, মরিশাস ও সেলস অংশ নিচ্ছে এবারের টুর্নামেন্টে। এরই মধ্যে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বুরুন্দি।

বাফুফে সভাপতি বলেন, ‘আপনারাই বলেছিলেন (সমালোচনা) দলগুলো নিয়ে। আপনারাই আবার বলছেন, এগুলো ভালো দল। আমি আসলে ফুটবল ম্যান। রাজনীতিবিদ না। আমি ফুটবল করি, ফুটবলেই থাকব।’

শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার লড়াই নিয়ে ফেডারেশন প্রধান বলেন, ‘সমাধান অনেক সহজ। আজকের ম্যাচে জিততেই হবে। আমিতো আর খেলে দিতে পারবো না। খেলোয়াড়দের অনেক দায়িত্ব রয়েছে।’

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদ্যুৎ বিল দেওয়ার সামর্থ্য নেই বাফুফের, তাপদাহের মধ্যে মেয়েদের খেলা
বেতন ছাড়াই ছুটিতে গেলেন সাবিনারা, যা বলছে ফিফা
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
পাপনকে প্রশংসায় ভাসালেন সালাউদ্দিন
X
Fresh