• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তান সফর নিয়ে সিদ্ধান্ত পাল্টায়নি বিসিবি: পাপন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ জানুয়ারি ২০২০, ২২:৩৩
পাকিস্তান সফর নিয়ে সিদ্ধান্ত পাল্টায়নি বিসিবি পাপন
ফাইল ছবি

নিজেদের সিদ্ধান্ত বদলায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তান সফরে গেলেও দ্রুত সময়ে দেশে ফেরার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বিসিবি। তার মানে টেস্ট নয়, টি-টোয়েন্টি সিরিজ খেলে দেশে ফিরবে বাংলাদেশ দল।

তবে বিসিবিও চায় পাকিস্তানে ক্রিকেট ফিরে আসুক আগের মতোই। এর জন্য পাকিস্তানের পাশে আছে বাংলাদেশ ক্রিকেট। আজ রোববার রাতে বিসিবির বোর্ড সভা শেষে এমনটাই জানান নাজমুল হাসান পাপন।

বোর্ড মিটিং শেষে পাকিস্তান সিরিজ নিয়ে বিসিবি কার্যালয়ে পাপন আরও বলেন, আমরা যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে পাকিস্তানে ক্রিকেট ফিরে আসুক। এটার বিরোধিতা করছি না। সব দেশেই ক্রিকেট খেলা হোক এটা আমরা চাই, আমরা এটাই সমর্থন করি।

এই সফর সংক্ষিপ্ত করতে পাকিস্তান ক্রিকেট (পিসিবি) বোর্ডকে অনেক অনুরোধ করলেও পিসিবি তাতে সায় দেয়নি। পিসিবি প্রধান উল্টো ঘোষণা দেন, বাংলাদেশকে পাকিস্তানের মাটিতেই টেস্ট খেলতে হবে। শুধু বাংলাদেশই নয়, সব দেশকেই পাকিস্তানে এসে খেলতে হবে। আর বিকল্প ভেন্যুতে কোনও ম্যাচ নয়।

কিন্তু মুশফিক-রিয়াদরা লম্বা সময়ের জন্য পাকিস্তান সফর করতে অনিচ্ছুক। মুশফিক আগেই জানিয়ে দেন, তিনি যেতে চান না। বাকিরা গেলেও টি-টোয়েন্টি সিরিজ খেলে ফিরতে চান দেশে। দলের হেড কোচ রাসেল ডমিঙ্গোও টি-টোয়েন্টি সিরিজের পর আর থাকতে চান না সেখানে।

বিসিবি সভাপতি টি-টোয়েন্টি খেলতে যাওয়া নিয়ে বলেন, একটা বিষয় মনে রাখতে হবে এত বছর ধরে আমরা যাচ্ছি না, কেউ যাচ্ছে না। হঠাৎ করে আমরা যখন যাব ঐ দেশে ন্যাচেরালি একটা শংকা তো মাথার মধ্যে থাকেই সকলের। সেদিক থেকে যদি চিন্তা করেন যত কম সময় থাকা যায়, একবার গিয়ে দেখে আসা যায় তাহলে কনফিডেন্স টা বাড়বে।

তবে বিসিবির শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাবে পিসিবি রাজি হয় কী না সেটা এখনও নিশ্চিত না। পাকিস্তানের মাটিতে এই মাসের শেষে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। টেস্ট দুটি আবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আদলে।

এমআর/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের সংবর্ধনা
মার্কিন নাগরিকদের পাকিস্তান সফরে যেতে সতর্ক করল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে মুখ খুললেন তামিম
X
Fresh