• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

কিউইদের হোয়াইটওয়াশ করলো অজিরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ জানুয়ারি ২০২০, ১৫:৩৬

ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া। সোমবার সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৭৯ রানের বড় জয় পেয়েছে টিম পেইন নেতৃত্বাধীন দলটি।

সিডনিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। মার্নাস লাবুশানের ২১৫ রানের সৌজন্যে প্রথম ইনিংসে ৪৫৪ রান তুলতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৫১ রানে গুটিয়ে যায় । দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন গ্লেন ফিলিপস।

এরপর ডেভিড ওয়ার্নারের অপরাজিত ১১১ রানের সুবাদে দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ২১৭ রানে ইনিংস ঘোষণা করে অজিরা। দ্বিতীয় ইনিংসে ৫৯ রান করেন লাবুশানে। দেয়া ৪১৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৩৬ রানে শেষ হয় কিউইদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন কলিন ডি গ্রান্ডহোম।

সিডনি টেস্টের দুই ইনিংসে ১০ উইকেট তুলেছেন স্পিনার নাথান লায়ন। যদিও ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকা লাবুশানে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করা হয়েছে। সিরিজে মোট ৫৪৯ করায় সেরা খেলোয়াড় ডান-হাতি এই ব্যাটসম্যানকেই সিরিজ সেরা হিসেবে বেছে নেয়া হয়েছে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচ খেলবে না নিউজিল্যান্ড
তাসকিন ইস্যুতে অস্ট্রেলিয়ার দেখানো পথে বিসিবি!
অস্ট্রেলিয়ার পর ভারতের কাছেও হোয়াইটওয়াশ টাইগ্রেসরা
X
Fresh