• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

বিশ্বকাপে আশা টিকে রইল বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ অক্টোবর ২০১৯, ২২:৩৩
Bangladesh football
বল দখলের লড়াই করছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া ও ভারত দলপতি সুনীল ছেত্রী

ফিফা বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে প্রথম পয়েন্ট পেলো বাংলাদেশ। কলকাতার মাটিতে ভারতকে কাঁপিয়ে ১-১ গোলে ড্র করলো বেঙ্গল টাইগাররা। এতে তিন ম্যাচ শেষে এক পয়েন্ট নিয়ে মূলপর্বের আশা বেঁচে থাকলো জেমি ডে’র শিষ্যদের।

মঙ্গলবার কলকাতার যুবভারতী স্টেডিয়ামে বাংলাদেশি দর্শক ছিল হাতে গোনা। কিন্তু খেলার শুরুর মিনিটেই ভয়ে কুঁকড়ে ওঠে গ্যালারি। যদিও মোহাম্মদ ইব্রাহিমকে ডি-বক্সে ফেলে দিলেও নিশ্চিত পেনাল্টি দেনটি রেফারি।

বলের দখলে ভারত এগিয়ে থাকলেও আক্রমণে বেশি ভয়ংকর দেখায় বাংলাদেশ। ৩১ মিনিটে এগিয়ে যাবার সহজ সুযোগ নষ্ট করেন বিপলু আহমেদ। তবে ৪২ মিনিটে আর ভুল হয়নি। জামাল ভূঁইয়ার লম্বা ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে সফরকারীদের লিড এনে দেন মো. সাদ উদ্দিন।

বিরতির পরেও আক্রমণের ধারা বজায় রাখে বাংলাদেশ। ৫১ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও পরাস্ত করতে পারেননি নাবিব নেওয়াজ জীবন। ৫৪ মিনিটে ইব্রাহিমের শট ক্রস বারে লেগে প্রতিহত হলে ব্যবধান বাড়াতে পারেনি লাল-সবুজরা।