logo
  • ঢাকা সোমবার, ১৯ আগস্ট ২০১৯, ৪ ভাদ্র ১৪২৬

নতুন বোলিং কোচ পেলো টাইগাররা

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২৭ জুলাই ২০১৯, ১৯:৩৩ | আপডেট : ২৭ জুলাই ২০১৯, ২০:৪৯
Bangladesh bowling coach
চার্ল ল্যাঙ্গেভেল্ট || ছবি- সংগৃহীত
বাংলাদেশ দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন চার্ল ল্যাঙ্গেভেল্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করেছেন। 

bestelectronics
আগামী দুই বছরের জন্য বিসিবির সঙ্গে চুক্তি করেছেন ৪৪ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসার।

শনিবার মিরপুরে বোর্ড পরিচালকদের সভা শেষ এই সিদ্ধান্ত জানানো হয়।

ক্যারিয়ারে ৬ টেস্টে ১৬ উইকেট তুলেছেন। ৭২ ওয়ানডে খেলে উইকেট সংগ্রহ করেছেন ১০০টি। অন্যদিকে ৯ টি-টোয়েন্টিতে ১৭ উইকেট রয়েছে ল্যাঙ্গেভেল্টের। 

এদিকে প্রথম শ্রেণীর ক্রিকেটে ১০৪ ম্যাচে উইকেট সংখ্যা ৩৩৪টি। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ২৩৩ ম্যাটে রয়েছে ৩৫৯ উইকেট। এছাড়া বিশ্বের নানা প্রান্তে টি-টোয়েন্টি খেলে ১১০ ম্যাচে ডান-হাতি এই পেসার তুলেছেন ১৩৮ উইকেট।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : এক সঙ্গেই ফিরলেন স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফট
---------------------------------------------------------------------

২০১৫ সালে প্রোটিয়াদের বোলিং কোচের দায়িত্ব বুঝে পান ল্যাঙ্গেভেল্ট। এর আগে দক্ষিণ আফ্রিকার হাই-পারফরম্যান্স দল ও কেপ কোবরার বোলিং কোচ হিসেবে কাজ করেন তিনি।

২০১৭ সালের শেষ দিকে ওটিস গিবসন দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে নিয়োগ পান। এর পর ২০১৮ সালের জানুয়ারিতে আফগানিস্তানের বোলিং কোচ হিসেবে যোগ দেন।

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশের স্থলভিষিক্ত হচ্ছেন ল্যাঙ্গেভেল্ট।

২০১৪ সাল থেকে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের বোলিং কোচ হিসেবে দায়িত্বপালন করেন ওয়ালশ।

ওয়াই

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়