logo
  • ঢাকা শনিবার, ০৮ আগস্ট ২০২০, ২৪ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৩২ জন, আক্রান্ত ২৬১১ জন, সুস্থ হয়েছেন ১০২০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

এক সঙ্গেই ফিরলেন স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফট

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৭ জুলাই ২০১৯, ১৮:১২ | আপডেট : ২৭ জুলাই ২০১৯, ২০:৪৪
ashes
স্টিভ স্মিথ, ক্যামেরন ব্যানক্রফট ও ডেভিড ওয়ার্নার
নিষিদ্ধ হওয়ার পর স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, ক্যামেরন ব্যানক্রফট ফিরেছেন অস্ট্রেলিয়া টেস্ট দলে। ২০১৮ সালের মার্চে বল টেম্পারিংয়ে জড়িয়ে নিষিদ্ধ হন তারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনের ওই ম্যাচের পর শাস্তির মেয়াদ শেষ হয়েছে আগেই। নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়ানডে বিশ্বকাপও মাতিয়ে এসেছেন স্মিথ ও ওয়ার্নার। তবে প্রায় দেড় বছর পর সাদা পোশাকে খেলার সুযোগ হয়েছে দুই বন্ধুর। ইংল্যান্ডের বিপক্ষে  অ্যাশেজ সিরিজে যোগ হচ্ছেন ওপেনার ব্যানক্রফটও। 

পাঁচ ম্যাচের এই সিরিজে ১৭ সদস্যের স্কোয়াডটি মূলত পেস নির্ভর। চোটের কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে পড়েছিলেন জস হ্যাজেলউড। তবে সুস্থ হয়ে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও পিটার সিডলের সঙ্গে যোগ দিচ্ছেন হ্যাজেলউড।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ঘোষিত এই দলে অধিনায়কের থাকছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান টিম পেইন।

এজবাস্টনে আগামী ১ আগস্ট শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।  পরের চার টেস্ট ১৪ আগস্ট, ২২ আগস্ট, ৪ সেপ্টেম্বর ও ১২ সেপ্টেম্বর। 

অস্ট্রেলিয়া স্কোয়াড

টিম পেইন (অধিনায়ক), উসমান খাওয়াজা, ক্যামেরন ব্যানক্রফট, প্যাট কামিন্স, মার্কাস হ্যারিস, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, মারনাস লাবুশানে, নাথান লায়ন, মিচেল মার্শ, মাইকেল নেসের, পিটার সিডল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেমস প্যাটিনসন, ম্যাথু ওয়েড ও ডেভিড ওয়ার্নার।

আরও পড়ুন 

ওয়াই

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৫৫১১৩ ১৪৬৬০৪ ৩৩৬৫
বিশ্ব ১৯৫৬১৩৯৫ ১২৫৫৮০৫০ ৭২৪৩৮১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়