logo
  • ঢাকা মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১, ৫ মাঘ ১৪২৭

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ জুলাই ২০১৯, ১৬:১৯
আপডেট : ২৭ জুলাই ২০১৯, ২০:৩০

ভারতের বিপক্ষে বিদায় জানাচ্ছেন গেইল?

Chris Gayle
ছবি- সংগৃহীত
ঘোষণা দিয়েছিলেন বিশ্বকাপের খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। যদিও অবসরের সিদ্ধান্ত বদলে ভারতের বিপক্ষে খেলার ইচ্ছা রয়েছে বলে বিশ্বকাপ চলাকালীন জানিয়েছিলেন ক্রিস গেইল। টিম ইন্ডিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বিধ্বংসী ওপেনার গেইলকে রেখেই দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলে সুযোগ করে নিয়েছেন জন ক্যাম্পবেল, রস্টন চেজ ও কেমো পল।

ঘরের মাঠে বিদায়ী এই সিরিজে ‘ইউনিভার্স বস’ কী আবারও মত পরির্বতন করবেন নাকি সেটা নিয়েও ভক্তদের বাড়তি আগ্রহ থাকতেই পারে।

ওয়ানডে ক্যারিয়ারে ১০ হাজার ৩৩৮ রান করা গেইলকে দলে ভেড়ালেও ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দল থেকে বিশ্বকাপে সুনীল আম্ব্রিস, ড্যারেন ব্রাভো, শ্যানন গ্যাব্রিয়েল ও অ্যাশলে নার্সকে বাদ দেয়া হয়েছে। 

আগামী ৮ আগস্ট থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১১ ও ১৪ আগস্ট বসবে সিরিজের বাকি দুই ম্যাচ।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড  

জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, জন ক্যাম্পবেল, এভিন লুইস, শিমরোন হেটমের, নিকোলাস পুরান, রোস্টোন চেজ, ফ্যাবিয়ান অ্যালেন, কার্লোস ব্র্যাথওয়েট, কেমো পল, শেলডন কটরেল, ওশেনে থমাস, শাই হোপ (উইকেটরক্ষক), কেমার রোচ।

আরও পড়ুন 

ওয়াই

RTV Drama
RTVPLUS