• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে যা বললেন সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ এপ্রিল ২০২৪, ১৮:৩৪
সাকিব আল হাসান
ছবি-এএফপি

কয়েক দিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের নিয়ে বেশি আশা না রাখার পরামর্শ দিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের কণ্ঠে শোনা গেল আশার বানী। বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে কথা বলেছেন দেশসেরা এই ক্রিকেটার। দর্শকদের ভালোবাসারও প্রতিদান দিতে চান তিনি।

যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা নিয়ে সাকিব বলেন, বিশ্বকাপ পাওয়ার মতো অবস্থায় আসছি কি না, এটা বলাটা একটু মুশকিল। তবে টি-টোয়েন্টিতে যে কেউ যে কাউকে হারাতে পারে, বড় ছোট দল নেই। আমাদের বিশ্বাসটা দরকার, ওই বিশ্বাসটা নিয়ে যদি খেলতে পারি, আমরা ভালো করব। বলছি না, ট্রফি জিততে পারব কি পারব না।

তবে বাংলাদেশেরও বিশ্বকাপ জেতার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তিনি বলেন, আমাদের ভালো কিছুর সম্ভাবনা আছে। আমরা যদি মোমেন্টাম পেয়ে যাই এটা ধরে রাখতে পারি। ভালো কিছু করতে খুব বেশি ম্যাচ জিততে হয় না কিন্তু। আমি আশা করছি, আমরা সেটা করতে পারব। আপনাদের সমর্থন থাকলে কেন নয়, কেন নয়। আমি বিশ্বাস করি আমরা করতে পারব।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ডি গ্রুপে বাংলাদেশের সঙ্গী দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল ও নেদারল্যান্ড। কঠিন গ্রুপে পড়লেও যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হওয়ায় কন্ডিশন থেকে সহায়তা পাওয়ার কথা জানান সাবেক এই টাইগার অধিনায়ক।

তিনি বলেন, যদিও আমরা কঠিন গ্রুপে। কিন্তু টি-টোয়েন্টিতে আসলে দলগুলোর পার্থক্য খুব কম হয়। যেকোনো দিন যেকোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারে। অবশ্যই কঠিন প্রতিযোগিতা হবে।

‘তবে আমার মনে হয় কন্ডিশন যেমন হবে সেটা আমাদের সহায়তা করবে। ওয়েস্ট ইন্ডিজ আমাদের (খেলার) সঙ্গে বেশ মানানসই। একই ধরনের পিচ (বাংলাদেশের মতো) আমরা পেতে পারি। বিশেষ করে ডালাসে। আমি জানি না নিউইয়র্কের পিচ কেমন হবে।’

তিনি আরও বলেন, আশা করছি প্রচুর সমর্থন পাব। ভালো করি বা খারাপ করি আপনাদের অনেক সমর্থন পাব, এটাই আমার আশা। সমালোচনাও করতে পারেন, সমস্যা নেই। আমি মনে করি, আমরা আপনাদের ভালোবাসা ও সমর্থনের প্রতিদান দিতে পারব।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিম্বাবুয়ের বিপক্ষে টানা দ্বিতীয় জয়ে চোখ টাইগারদের
নতুন যাত্রায় সাকিবকে পাশে পেলেন রুবেল
টি-টোয়েন্টি বিশ্বকাপের দলগুলোর স্কোয়াড দেখে নিন 
জয় দিয়ে সিরিজ শুরুর পর যা বললেন টাইগার অধিনায়ক
X
Fresh