• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

ছেলের খেলার খরচ জোগাতে বাড়ি বেচে দিলেন বাবা

স্পোর্টস ডেস্ক

  ২৩ এপ্রিল ২০১৮, ২১:২৬

মার্চের শেষ দিকে পাকিস্তানের কোয়েটা প্রদেশের ছয় বছরের বালক এমিল মিকাল খানের খোঁজ পাওয়া যায়। যার বোলিং অ্যাকশন অনেকটা দেখতে অজি কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্নের মতো। এমিলি বিখ্যাত ওয়ার্নের মতোই ফ্লিপার, গুগলি, লেগ ব্রেক করতে পারে।

ম্যাজিশিয়ান শেন ওয়ার্ন ছয় বছরের প্রতিভার ভূয়সী প্রশংসাও করেছেন। সেই সঙ্গে ডেলিভারির সময়ে বোলিং আর্ম একটু উঁচুতে রাখার পরামর্শ দিয়েছেন তিনি। স্বয়ং ওয়ার্ন পরামর্শ দিচ্ছেন উঠতি প্রতিভাকে, এমন নজির কিন্তু খুব একটা নেই।

টুইটারে মিকাল খানের লেগ স্পিন বোলিং দেখে শেন ওয়ার্ন মুগ্ধতা প্রকাশ করার পরে ক্রিকেট বিশ্বে শুরু হয়েছিল সাড়ে ছয় বছরের ছেলেকে নিয়ে কৌতুহল। মিকালের বিরুদ্ধে ব্যাট করা রামিজ রাজাও উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন ওর প্রতিভার।

--------------------------------------------------------
আরও পড়ুন : মির্জা মালিকের অপেক্ষায় মালিক দম্পতি
--------------------------------------------------------

এবার পাকিস্তানের সেই ‘বিস্ময়’ বালক স্পিনারের পড়াশুনো এবং খেলা চালানো অসম্ভব হয়ে উঠছে প্রবল আর্থিক প্রতিকুলতায়! একাধিক বাণিজ্যিক সংস্থার প্রতিশ্রুতি সত্ত্বেও গত তিন মাসে কেউ আর্থিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ায়নি কোয়েটার এই প্রতিভাবান ক্রিকেটারের পাশে। যার কারনে মিকালের বাবা আবদুল্লা খান হতাশ ও ক্ষুব্ধ। তিনি সিদ্ধান্ত নিয়েছেন কোয়েটায় তার বাড়ি বিক্রি করে অন্য দেশে চলে যাবেন!

মিকালের বাবা বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্তাদের একাধিকবার অনুরোধ করেও মিকালের জন্য কোনও অনুদানের আশ্বাস পাইনি। মিকালের প্র্যাক্টিস সঙ্গে পুষ্টিকর খাবারের জন্য মাসে প্রায় অতিরিক্ত ২০ হাজার টাকার প্রয়োজন। তাই বাড়ি বিক্রি করে দিচ্ছি। যাতে মিকালের প্র্যাক্টিস বন্ধ না হয়।

আরও পড়ুন :

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সকে মূল্যায়ন করতে বিসিবির নতুন উদ্যোগ
আইসিসি থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা পেলেন ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার
শুরু হতে যাচ্ছে টেক্সটাইল মার্চেন্ডাইজারদের ক্রিকেট টুর্নামেন্ট
আইপিএলের প্লে-অফে থাকছেন না ইংলিশ ক্রিকেটাররা
X
Fresh