• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জুনে ওয়েস্ট ইন্ডিজের কেনসিংটনে দিবারাত্রির টেস্ট

স্পোর্টস ডেস্ক

  ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০০

২০১৫ সালের নভেম্বরে ক্রিকেট ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্টে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এরপর দু'বছরের কিছু বেশি সময়ে ৮টি এমন ম্যাচ হয়েছে। যার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ অংশ নিয়েছিল দু'টিতে।

তবে ম্যাচ দুটির কোনটিই ক্যারিবীয়ান মাটিতে আয়োজিত হয়নি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বারবাডোজের কেনসিংটন ওভালে ২৩ জুন থেকে আয়োজন করতে যাচ্ছে দিবারাত্রির টেস্ট। যাতে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ থাকবে শ্রীলঙ্কা।

আরও একটি কারণে মাইলফলক হয়ে থাকতে পারে ঐতিহাসিক ওই ম্যাচটি। তা হচ্ছে কেনসিংটন ওভালে এই প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লংগার ভার্সনের ক্রিকেট খেলতে যাচ্ছে শ্রীলঙ্কা।

এই সফরের মাধ্যমে প্রায় দশ বছর পর ওয়েস্ট ইন্ডিজে যাবে শ্রীলঙ্কা। সর্বশেষ ২০০৮ সালে দুই টেস্টের সিরিজ খেলতে সেখানে গিয়েছিল লঙ্কানরা। তারা প্রথম ম্যাচটি জিতলেও পরের ম্যাচটি হেরে যাওয়ায় সিরিজ ১-১ এ ড্র হয়েছিল সেবার। তবে ওই জয়টিই ছিল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শ্রীলঙ্কার প্রথম টেস্ট জয়।

--------------------------------------------------------
আরও পড়ুন: ‘টেস্টেও নেতা হিসেবে ফিরতেই পারেন মাশরাফি’
--------------------------------------------------------

উইন্ডিজ বনাম শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় টেস্টটি হবে দিবারাত্রির। সিরিজ শুরু হবে ৬ জুন থেকে। তৃতীয় টেস্ট শুরু হবে ২৩ জুন থেকে।

গেল বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ঘোষণামতে, তৃতীয় টেস্টটি হওয়ার কথা ছিল সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে। দ্বিতীয় টেস্টটি হওয়ার কথা কেনসিংটন ওভালে।

তবে মঙ্গলবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রকাশিত একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় ও তৃতীয় টেস্টের ভেন্যু পরিবর্তিত হয়েছে। ১৪ জুন থেকে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় টেস্ট হবে লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল স্টেডিয়ামে। আর প্রথম টেস্টটি যথারীতি শুরু হবে ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে।

অবশ্য দিবারাত্রির দুই টেস্ট খেলে দুটোতেই হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে নিজেদের দিবারাত্রির টেস্ট অভিষেকে পাকিস্তানকে হারিয়েছে শ্রীলঙ্কা।

আরও পড়ুন:

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
০ রানে ৭ উইকেট, অভিষেকেই বিশ্বরেকর্ড রোহমালিয়ার
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
X
Fresh