• ঢাকা শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ঘরের মাঠে গুজরাটকে অল্পতেই থামালো বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ মে ২০২৪, ২১:৫৪
আইপিএল ২০২৪
ছবি- বিসিসিআই

আইপিএলের ৫২তম ম্যাচে গুজরাট টাইটান্সকে আথিয়েতা দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে বেঙ্গালুরুকে ১৪৮ রানের সহজ লক্ষ্য দিয়েছে গুজরাট।

শনিবার (৪ মে) টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় গুজরাট। দলীয় ১৯ রানেই তিন উইকেট হারিয়ে বসে গুভমান গিলরা।

ইনিংসের দ্বিতীয় ওভারে সাজঘরে ফেরেন ঋদ্ধিমান শাহা (১)। ৭ বলে ২ রান করে মোহাম্মদ সিরাজের দ্বিতীয় শিকার হন গিল। তিনে নেমে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সাই সুদর্শনও। ১৪ বলে ৬ রান করে আউট হন তিনি।

এরপর ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন শাহরুখ খান। তবে ইনিংস লম্বা করতে পারেননি দুজনের কেউই। ২০ বলে ৩০ রান করে মিলার আউট হলে, ২৪ বলে ৩০ রান করে রান আউটে কাঁটা পড়েন শাহরুখ।

রশিদ খানকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন রাহুল তাওয়াতিয়া। তবে ইনিংস বড় করতে পারেননি দুজনের কেউই। ১৪ বলে ১৮ রান করে রশিদ খান আউট হলেও ২১ বলে ৩৫ রান করে তাকে সঙ্গ দেন তাওয়াতিয়া।

শেষ দিকে মানাভ সুথার (১), মোহিত শর্মা (০) এবং বিজয় শঙ্কর ৭ বলে ১০ রান করে আউট হলে তিন বল হাতে থাকতেই ১৪৭ রানে অলআউট হয় গুজরাট।

গুজরাট টাইটান্সের হয়ে মোহাম্মদ সিরাজ, বিজয়কুমার এবং যস দয়াল দুটি করে উইকেট নেন। এ ছাড়াও ক্যামরুন গ্রিন ও কারান শর্মা শিকার করেন একটি করে উইকেট।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুরান ঝড়ে লক্ষ্ণৌর সান্ত্বনার জয়
নিয়মরক্ষার ম্যাচে লখনৌর বড় পুঁজি
আইপিএলসহ টিভিতে আজকের খেলা
গুজরাটের পয়েন্ট ভাগাভাগির দিনে প্লে-অফ নিশ্চিত হায়দ্রাবাদের
X
Fresh