• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ফের বাবা হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্ক

  ১৩ নভেম্বর ২০১৭, ১৩:১৮

অনেকদিন পর বিশ্বকাপে সুযোগ পাওয়া সৌদি আরবকে আতিথেয়তা দেয় ইউরোপের অন্যতম শক্তিশালী দল পর্তুগাল। ৩-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে ফার্নান্দো সান্তোসের দল। তবে বিশ্রামের কারণে ছিলেন না দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তুলনামূলক দুর্বল দলটির বিপক্ষে না নামার অন্যতম কারণ এবার সামনে এসেছে। আবারও বাবা হয়েছেন সিআর সেভেন। বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সন্তান জন্ম দেয়ার মধ্য দিয়ে চতুর্থ সন্তানের বাবা হলেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এ তারকা। এবার কন্যা সন্তানের বাবা হলেন তিনি।

রোববার বাংলাদেশ সময় দিনগত রাত দুইটায় সামাজিক যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রামে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন মাদ্রিদ তারকা।

দীর্ঘদিন ধরে রিয়ালে খেলছেন রোনালদো তাই স্পেনেই থাকা জয় বেশি। মাদ্রিদের লা ফিনসারে বাস করেন তিনি। বাড়ির কাছেই কুইরন ইউনিভার্সাল হাসপাতালে জন্ম নেয় রোনালদোর চতুর্থ সন্তান।

পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন জর্জিনা। তার কোলে ছোট মেয়ে। আর পাশে দাঁড়িয়ে আছেন রোনালদো ও বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র। দুজনই হাসপাতালের পরিদর্শকের কাপড় পরেছিলেন।

ইনস্টাগ্রামের ওই পোস্টে তিনি লিখেন, আলনা মার্টিনা এই মাত্র জন্মগ্রহণ করেছে। আমরা সবাই খুব ভালো আছি।

এবার মেয়ে সন্তানের জন্ম হওয়ায় দুই ছেলে ও দুই মেয়ের বাবা হলেন রোনালদো।

২০১০ সালে বড়ছেলে রোনালদো জুনিয়রের জন্ম হয়। চলতি বছরের ‘সারোগেটেড মাদার’র হাত ধরে পৃথিবীতে আসে যমজ সন্তান। তাদের মধ্যে একজন ছেলে আরেক জন মেয়ে। বাবা তাদের নাম রেখেছেন ইভা মারিয়া দোস সান্তোস ও মাতেও রোনালদো।

ওয়াই/এএ

যমজ সন্তান নিয়ে রোনালদোর ছবি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
এবার জোড়া দুঃসংবাদ পেলেন রোনালদো
রোনালদোর লাল কার্ড, সেমি থেকে বিদায় আল-নাসরের
রোনালদোর হ্যাটট্রিকে নাসরের আরেকটি গোল উৎসব
X
Fresh