• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন ইউনাইটেডের মার্শাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ জানুয়ারি ২০২৪, ১১:৩৫
মার্শাল
ছবি- সংগৃহীত

কুঁচকির অস্ত্রোপচারের কারণে আগামী দুই মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড অ্যান্থনি মার্শাল। বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব সূত্র।

মেডিকেল স্টাফদের সঙ্গে আলোচনা করেই মার্শাল অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে ইউনাইটেড। মার্শালের পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরে আসতে অন্তত ১০ সপ্তাহ সময় লাগবে।

২০১৫ সালে মোনাকো থেকে ওল্ড ট্রাফোর্ডে আসা মার্শালের চলতি বছরই হয়তো ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক শেষ হতে যাচ্ছে। তার সঙ্গে ক্লাবের বর্তমান চুক্তির মেয়াদ জুন পর্যন্ত রয়েছে।

ইউনাইটেডের এক বছরের সরাসরি চুক্তির বিষয়টিতে খুব একটা আগ্রহ দেখাননি তিনি। আসন্ন গ্রীষ্মেই ফ্রি এজেন্টে দল ছাড়তে পারবেন তিনি।

গত ৯ ডিসেম্বর বোর্নমাউথের বিপক্ষে ৩-০ গোলে পরাজিত হওয়ার ম্যাচের পর আর মাঠে নামতে পারেননি মার্শাল। প্রথমে অসুস্থতার কারণে মাঠের বাইরে চলে যান তিনি। এরপর কুঁচকির ইনজুরি দেখা দেয়।

চলতি মৌসুমে ১৯ ম্যাচে মাত্র দুই গোল করেছেন তিনি। এ নিয়ে নবম মৌসুমে সব মিলিয়ে মার্শাল ৩১৭ ম্যাচে ৯০ গোল করেছেন।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক সপ্তাহে হিটস্ট্রোকে ১০ জনের মৃত্যু, ৮ জনই পুরুষ
সপ্তাহে ২ দিন ছুটিসহ পপুলার ফার্মায় চাকরি
ঘরের মাঠে দিল্লিকে অল্পতেই আটকে দিলো কলকাতা
ময়মনসিংহে ছাতা ও সুপেয় পানি নিয়ে মাঠে যুবলীগ 
X
Fresh