• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

রানখরা কাটিয়ে ফিফটি করেই ফিরলেন বাবর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ অক্টোবর ২০২৩, ১৬:৫৭
বাবর আজম
ছবি- সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ৭৩ রানে দুই উইকেট হারানোর পর পাকিস্তানের ইনিংসের হাল ধরেছিলেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। দুই অভিজ্ঞ ব্যাটারে ভর করে বড় সংগ্রহের পথেই এগোচ্ছিল তারা। তবে ৫৭ বলে ফিফটি করার পর সিরাজের বলে বোল্ড হয়ে ফিরে গেছেন বাবর।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩১ ওভারে তিন উইকেট হারিয়ে ১৫৭ রান। আগের দুই ম্যাচে ১৫ রান করা বাবর এ দিন সাবধানী শুরু করেন। সাতটি চারে ৫৮ বলে করেছেন ৫০ রান। তবে ক্রিজে আছেন আগের ম্যাচে সেঞ্চুরি করা রিজওয়ান। সাত চারে ৫৯ বলে ৪৭ রানে অপরাজিত আছেন। তাঁর সঙ্গে ব্যাট করছেন সৌদ শাকিল।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মহারণের ম্যাচে শুরুটা ভালোই করেছিলেন পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটার ইমাম উই হক ও আব্দুল্লাহ শফিক। শুরু থেকেই দেখে-শুনে ব্যাট করছিলেন তাঁরা। কিন্তু ৭৩ রান তুলতেই দুই ওপেনারকে হারায় পাকিস্তান।

মোহাম্মদ সিরাজের বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন গত ম্যাচে সেঞ্চুরি করা এই শফিক। ২৪ বলে তিন চারে ২০ রানে ফিরেছেন তিনি। আর হার্দিক পাণ্ডের বলে রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ইমাম। ছয় চারে ৩৮ বলে ৩৬ করেছেন তিনি।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউজিল্যান্ড সিরিজে অনিশ্চিত বাবর আজম
আবারও নেতৃত্বে ফিরছেন বাবর আজম!
নতুন রেকর্ড গড়লেন বাবর আজম
আবারও নেতৃত্বে ফিরছেন বাবর আজম
X
Fresh