• ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

শের-ই-বাংলায় শুরু মেয়েদের স্পিন ক্যাম্প

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৪ জুন ২০২৩, ১২:৩৩
শেরে বাংলায় শুরু মেয়েদের স্পিন ক্যাম্প
ফাইল ছবি

নারী ক্রিকেটারদের স্পিন বোলিংয়ে উন্নতি আনতে তিন দিনব্যাপী ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হোম অব ক্রিকেট মিরপুরে শনিবার সকাল থেকে শুরু হয় এই ক্যাম্প।

জাতীয় নারী দলের বোলিং কোচ দিনুকা হেত্তিয়ারাচ্চির অধীনে চলবে এই ক্যাম্প।

জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি বয়সভিত্তিক দলের ক্রিকেটাররা অংশ নিচ্ছেন এই স্পিন ক্যাম্পে। পাশাপাশি এই ক্যাম্পে অংশ নিচ্ছেন ঢাকা প্রিমিয়ার লিগের উঠতি স্পিনাররাও।

আসন্ন ভারত সিরিজকে সামনে রেখে আগামী ১ জুলাই থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে জাতীয় দলের নারী ক্রিকেটারদের। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল ভারত নারী দলের বিপক্ষে।

সাদা বলের সিরিজটি খেলতে ৬ জুলাই ঢাকা আসবে ভারত দল।

শেরে বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে পুরো সিরিজটি। ৯, ১১ ও ১৩ জুলাই মাঠে গড়াবে সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। ওয়ানডে সিরিজ শুরু হবে ১৬ জুলাই। সিরিজের বাকি দুটি ম্যাচ মাঠে গড়াবে ১৯ ও ২২ জুলাই।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপের জার্সি উন্মোচন কবে, জানাল বিসিবি
একনজরে কে কবে জিতেছিল বিশ্বকাপ
অবশেষে মুখ খুললেন সাইফউদ্দিন
জমকালো আয়োজনে টাইগারদের বিশ্বকাপ ফটোসেশন
X
Fresh