• ঢাকা শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

জেনে নিন আইপিএল প্লে-অফের সূচি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ অক্টোবর ২০২১, ১২:২২
shakib al hasan kolkata knight rider indian premier league play off fixtures 2021, rtv online
ছবি- টুইটার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চূড়ান্ত হয়েছে প্লে-অফের চার দল। লিগ পর্বের ম্যাচে শেষে শীর্ষে রয়েছে যথাক্রমে দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স।

১৪ ম্যাচ শেষে ১০ জয় ও চার পরাজয়ে দিল্লির সংগ্রহ ২০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা চেন্নাই ৯ জয় ও পাঁচ পরাজয়ে তুলেছে ১৮ পয়েন্ট। সমান পয়েন্ট থাকলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় ব্যাঙ্গালুরু রয়েছে তৃতীয় স্থানে। অন্যদিকে সাতটি করে জয় ও পরাজয়ে ১৪ পয়েন্ট তুলে শেষ দল হিসেবে প্লে-অফে পৌঁছেছে কলকাতা। অন্যদিকে কলকাতার সমান পয়েন্ট থাকার পরও রান রেটে পিছিয়ে থাকায় পঞ্চম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের।

রোববার (১০ অক্টোবর) আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালস খেলবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। সরাসরি সম্প্রচার করা হবে জিটিভি। ইউটিউবে দেখা যাবে র‌্যাবিটহোল বিডি চ্যানেলে। এই ম্যাচে জয়ী দল পৌঁছে যাবে ফাইনালে। পরাজিত দল খেলতে দ্বিতীয় কোয়ালিফায়ারে।

এলিমিনেটরে সোমবার (১১ অক্টোবর) শারজায় কলকাতা নাইট রাইডার্সের সামনে প্রতিপক্ষ হিসেবে থাকছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। জয়ী দল প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের বিপক্ষে খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে।

বুধবার (১৩ অক্টোবর) বসবে দ্বিতীয় কোয়ালিফায়ার। শুক্রবার (১৫ অক্টোবর) ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের আইপিএলের।

আইপিএলের প্লে-অফের সূচি-

প্রথম কোয়ালিফায়ার

দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস

রোববার (১০ অক্টোবর)

এলিমিনেটর

কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু

সোমবার (১১ অক্টোবর)

দ্বিতীয় কোয়ালিফায়ার

প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল বনাম এলিমিনেটরে জয়ী দল

ফাইনাল

প্রথম কোয়ালিফায়ারে জয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী

শুক্রবার (১৫ অক্টোবর)

সবগুলো ম্যাচ বসবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

ওয়াই/টিআই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুরান ঝড়ে লক্ষ্ণৌর সান্ত্বনার জয়
নিয়মরক্ষার ম্যাচে লখনৌর বড় পুঁজি
আইপিএলসহ টিভিতে আজকের খেলা
গুজরাটের পয়েন্ট ভাগাভাগির দিনে প্লে-অফ নিশ্চিত হায়দ্রাবাদের
X
Fresh