• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ফুটবলে অবদান: আজীবন সম্মাননা নিয়ে যা বললেন সালাউদ্দিন

আরটিভি নিউজ

  ০৫ আগস্ট ২০২১, ১৫:৪৭
kazi salahuddin bff Bangladeshi former football player, RTV ONLINE
ছবি: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ ছেলে শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দিবসটি উদযাপন উপলক্ষ্যে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২১ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজীবন সম্মাননা বিভাগে পুরস্কার পেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) ১১টায় জাতীয় ক্রীড়া পরিষদের মিলনায়তনে শেখ কামালের বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর ভার্চুয়াল আলোচনা সভাও উপস্থিত হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শহীদ শেখ কামালের প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ ক্রীড়াঙ্গনে তার অসামান্য অবদানকে চিরস্মরণীয় করে রাখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রথমবারের মতো এ পুরস্কার ৭টি ক্যাটাগরিতে মোট ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দুইটি প্রতিষ্ঠানকে প্রদান করে।

স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য ছিলেন কাজী সালাউদ্দিন। স্বাধীনতার পর বন্ধু শেখ কামালের সঙ্গে আবাহনী ক্রীড়া চক্র গঠনে বড় ভূমিকা রাখেন। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক, কোচ ও বর্তমানে ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সালাউদ্দিন। দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ফুটবলের সঙ্গে সম্পৃক্ত। তাই তাকে আজীবন সম্মাননা দেয়া হয়।

পুরস্কার গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাফুফে প্রধান জানান এই পুরস্কারটি তার জন্য বিশেষ।

কাজী সালাউদ্দিন বলেন, ‘আমি জীবনে অনেকগুলো পুরস্কার পেয়েছি কিন্তু সেগুলো শুধুই পুরস্কার। শেখ কামাল অল্প সময়ে অনেক কিছু করেছিলেন, আমার ভাল লাগছে তার নামের পুরস্কার আজীবন সম্মাননা হিসেবে পেয়েছি। এটা আমি খুব যত্নে লালন করব।’

এদিকে সেরা ক্রীড়াবিদ বিভাগে পদক পেয়েছেন আরচার রোমান সানা, ভারত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ও সাঁতারু মাহফুজা খাতুন শিলা। উদীয়মান ক্রীড়াবিদ হয়েছেন যুব ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী, দাবাড়ু ফাহাদ রহমান ও ফুটবলার উন্নতি খাতুন।

এক নজরে শহীদ শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২১ পেলেন যারা

১. আজীবন সম্মাননা- কাজী মো. সালাউদ্দিন

২. ক্রীড়াবিদ- মাহফুজা খাতুন শিলা ( সাঁতার), রোমান সানা (আরচারি), মাবিয়া আক্তার সীমান্ত ( ভারত্তোলন)

৩. ক্রীড়া সংগঠক- মনজুর কাদের ( শেখ জামাল ধানমন্ডি ক্লাব) ক্যশৈহ্লা ( কারাতে ফেডারেশন)

৪. উদীয়মান ক্রীড়াবিদ- আকবর আলী ( ক্রিকেট) , ফাহাদ রহমান ( দাবা), উন্নতি খাতুন ( ফুটবল)

৫. ফেডারেশন/অ্যাসোসিয়েশন/সংস্থা- বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

৬. ক্রীড়া সাংবাদিক- মুহাম্মদ কামরুজ্জামান।

৭. পৃষ্ঠপোষক- ওয়ালটন।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদ্যুৎ বিল দেওয়ার সামর্থ্য নেই বাফুফের, তাপদাহের মধ্যে মেয়েদের খেলা
বেতন ছাড়াই ছুটিতে গেলেন সাবিনারা, যা বলছে ফিফা
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
পাপনকে প্রশংসায় ভাসালেন সালাউদ্দিন
X
Fresh