Mir cement
logo
  • ঢাকা রোববার, ২০ জুন ২০২১, ৬ আষাঢ় ১৪২৮

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ জুন ২০২১, ১০:০২

ডিপিএল টি-টোয়েন্টি

বৃষ্টিতে বিলম্ব ডিপিএলে দিনের প্রথম তিনটি ম্যাচ

শের ই বাংলা স্টেডিয়াম, মিরপুর

মঙ্গলবার ৬টি ম্যাচ রয়েছে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। মিরপুরের শের বাংলা স্টেডিয়ামে সকাল ৯টায় রূপগঞ্জ বনাম শাইনপুকুরের ম্যাচটি শুরুর কথা থাকলেও বিলম্ব হচ্ছে ম্যাচ শুর করতে।

সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি ঢাকায়। যে কারণে সাভারের বিকেএসপিতে ৩ নম্বর মাঠে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ও ওল ডিওএইচ স্পোর্টিং ক্লাবের ম্যাচটিও শুরু করতে বিলম্ব হচ্ছে।

একই কারণে বিকেএসপির চার নম্বর মাঠেও বিঘ্ন ঘটেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও প্রাইম দোলেশ্বরের ম্যাচটি।

দুপুরেও (১টা ৩০ মিনিট) রয়েছে তিনটি ম্যাচ। মিরপুরের শের বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও গাজী গ্রুপ। বিকেএসপিতে প্রাইম ব্যাংক ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়িন ও পার্টেক্স স্পোর্টিং ক্লাব।

এ পর্যন্ত সবগুলো দলই চারটি করে ম্যাচ খেলেছে। পয়েন্ট টেবিলে সবার উপরে আছে ৩ ম্যাচে জয় নিয়ে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, দুইয়ে আছে প্রাইম ব্যাংক ক্রীড়া চক্র। তিনে আবাহনী লি: ও চারে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

এমআর/

RTV Drama
RTVPLUS