• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

তপুর গোলে আফগানদের রুখে দিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ জুন ২০২১, ২১:৫৩
Bangladesh vs Afghanistan, Live on Tsports & GTV, RTV ONLINE 
ছবি- বাফুফে

মরুর বুকে উজ্জ্বল লাল-সবুজরা। শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে জেমি ডে’র শিষ্যরা সমতায় ফেরে ম্যাচের শেষ দিকে। তপু বর্মণের পা থেকে আসে গোলটি।

বৃহস্পতিবার (৩ জুন) কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামের শুরু থেকেই জামাল ভূঁইয়ার দল দাপট দেখানো চেষ্টা করে।

প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে খেলতে নেমেছিলেন তারিক কাজী। ফিনল্যান্ডে জন্ম নেয়া এই ডিফেন্ডার নিজ সামর্থ্যের প্রমাণও দিয়েছেন এদিন। নজর কাড়া পারফরমেন্স করেছেন মাঠে।

ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে যেতে পারত বাংলাদেশ। লম্বা শট নিয়েছিলেন রিয়াদুল হাসান রাফি। যদিও তা সরাসরি আফগান গোলরক্ষক ওভাইস আজিজির হাতে পৌঁছে যায়।

আফগান আক্রমণভাগ বেশি সুবিধা করতে পারেনি প্রথমার্ধে। দুই পক্ষই গোল শূন্য থেকে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে নেমে নিজেদের শক্তির জানান দেয় আফগানিস্তান। ৪৮তম মিনিটে গোল আদায় করে নেন আমিরুদ্দিন শরিফি।

গোল হজম করে ব্যাকফুটে চলে যায় জেমি ডে’র শিষ্যরা। ৫৭ মিনিটে মাঠে সোহেল রানার বদলে প্রবেশ করেন মানিক মোল্লা।

মিডফিল্ডার মানিকের লম্বা পাসে ৮০তম মিনিটে নিশ্চিত গোল তুলতে পারতেন মোহাম্মদ আবদুল্লাহ। তবে আফগানিস্তানের গোলরক্ষক তা হতে দেননি।
এতে দমে যায়নি বাংলাদেশ। চার মিনিটের ব্যবধানে লম্বা এক পাস দেন মানিক। রিয়াদুল হাসান রাফির হেড থেকে বলটি পেয়ে গোল আদায় করে নেন তপু বর্মণ। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে নিলো দল দুটি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভালো শুরুর পর ফিরলেন জয়
টাইগারদের আফগানিস্তান সফর স্থগিত
ফিল্ডিংয়ে বাংলাদেশ, হাসানের অভিষেক
ব্যাটিং বিপর্যয়ে ১৮৮ রানে অলআউট বাংলাদেশ
X
Fresh