Mir cement
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১, ৩ আষাঢ় ১৪২৮

কাল বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা

কাল বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা
ফাইল ছবি

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামীকাল রোববার (১৬ মে) বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল।

জানা গেছে, তাদের বহন করা শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বিমানটি রোববার সকাল ৮টা ৪৫ মিনিটে অবতরণ করবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লজিস্টিকের দায়িত্বে থাকা ওয়াসিম খান জানিয়েছেন এমন তথ্য।

১৬ তারিখে বাংলাদেশে এসে ৩ দিনের কোয়ারেন্টিন শেষে লঙ্কানরা একটি অনুশীলন ম্যাচ খেলবে সাভারের বিকেএসপিতে। এরপর সিরিজের প্রথম ওয়ানডে খেলতে মাঠে নামবে আগামী ২৩ মে। দ্বিতীয় ম্যাচ ২৫ এবং শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ মে। সিরিজের সবগুলো ম্যাচই দিবারাত্রির, ভেন্যু মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

করোনা মহামারির এই সময়ে দর্শক মাঠে প্রবেশের অনুমতি দেয় আহচ্ছে না এই সিরিজেও। এর আগে গত মাসে লঙ্কানদের সঙ্গে ওদের মাটিতেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। ওই সিরিজে ১-০ ব্যবধানে সিরিজ হারে টাইগাররা।

এসএস/এমআর

RTV Drama
RTVPLUS