• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

এপ্রিলে সেরা বাবর আজম, হিলি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ মে ২০২১, ১৭:৫৭

চলতি বছরের শুরু থেকে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) প্রতি মাসের সেরা খেলোয়াড় নির্বাচন করে আসছে। যেখানে শুরু থেকেই দাপট দেখিয়েছে ভারতীয়রা। তবে এপ্রিল মাসে ভারতীয়দের টপকে গেছে পাকিস্তান।

গত মাসে ছেলেদের বিভাগে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের বাবর আজম। নারী ক্রিকেটে এপ্রিল সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি।

এপ্রিলে তিন ওয়ানডেতে বাবরের রান ৭৬ গড়ে ২২৮ এবং সাত টি-টোয়েন্টিতে ৪৩.৫৭ গড়ে ৩০৫ রান। গতমাসেই বিরাট কোহলিকে পেছনে ফেলে আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেন পাক অধিনায়ক।

এই সময়ে হিলি তিন ওয়ানডেতে করেন ৫১.৬৬ গড়ে ১৫৫ রান। নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জেতান সিরিজও।

এর আগে গত জানুয়ারিতে সেরা হয়েছিলেন ঋষভ পন্থ, ফেব্রুয়ারিতে রবিচন্দ্রন অশ্বিন এবং মার্চে সেরা হন ভুবনেশ্বর কুমার।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউজিল্যান্ড সিরিজে অনিশ্চিত বাবর আজম
আবারও নেতৃত্বে ফিরছেন বাবর আজম!
নতুন রেকর্ড গড়লেন বাবর আজম
আবারও নেতৃত্বে ফিরছেন বাবর আজম
X
Fresh