logo
  • ঢাকা মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ৩০ চৈত্র ১৪২৭

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ মার্চ ২০২১, ১৭:৪৩
আপডেট : ০২ মার্চ ২০২১, ১৭:৪৫

নিমেষেই শেষ আফগানরা, ঘুরে দাঁড়ানোর চেষ্টা বল হাতে

ছবি- ক্রিকইনফো

জিম্বাবুয়ের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমেছে আফগানিস্তান। সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আসগর আফগান।

ব্যাট করতে নেমেই যেন হাঁসফাঁস অবস্থা টেস্ট ক্রিকেটের নতুন দলটির। টেস্টে আফগানরা সবশেষ ম্যাচ জিতেছিল বাংলাদেশের বিপক্ষে। আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা দলটা যেন ধপাস করে পড়েছে আকাশ থেকে।

আরও পড়ুনঃ মেসির দ্বারা সব সম্ভব, সেভিয়াকে পাপুর সতর্কবার্তা

ব্লেসিং মুজারাবানির করা ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই স্ট্যাম্প উড়ে যায় ওপেনার আবদুল মালিকের। টেস্ট অভিষেকের ম্যাচে আবদুল মালিককে ফিরতে হলো শূন্য হাতে।

২.২ ওভারের মাথায় সেই মুজারাবানির বলেই ৬ রান করে সাজঘরে ফেরেন দুই নম্বরে ব্যাট করতে নামা রহমত শাহ।

তিন অভিষিক্তের একজন মুনির আহমেদ। চার নম্বরে ব্যাট করতে নেমে তিনিও ভড়কে যান ভিক্টোর নায়োচির বলে। ১২ রান করে ক্যাচ দেন সিকান্দার রাজার হাতে। দলের বিপর্যয়ে হাল ধরতে পারেননি অভিজ্ঞরা। আফসার জাজাই করেন সর্বোচ্চ রান। ডোনাল্ড তিরিপানোর বলে ক্যাচ দেয়ার আগে করেন ৩৭ রান।

আরও পড়ুন : নতুন তথ্য দিলেন নাসির

জিম্বাবুয়ের বোলিং তোপের সামনে অধিনায়ক আসগর আফগানও সফে দেন নিজেকে, করেন মাত্র ১৩ রান। এছাড়া ১৬ রান করেন আমির হামজা। তাতে ৪৭ ওভারে ১৩১ রানেই অল-আউট হয় আফগানিস্তান।

জিম্বাবুয়ের হয়ে ৪ উইকেট নেন ব্লেসিং মুজারাবানি, ৩ উইকেট নেন ভিক্টোর নায়ুচি এবং ১টি করে উইকেট নেন তিরিপানো, সিন উইলিয়ামস আর সিকান্দার রাজা।

ব্যাট করতে নেমে জিম্বাবুয়েও বিপাকে পড়েছে। আফগানরা ৪ উইকেট তুলে নিয়েছে ৫২ রানে।

এমআর/

RTV Drama
RTVPLUS