• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

বিমান দুর্ঘটনায় ক্লাব প্রেসিডেন্টসহ ৪ ব্রাজিলিয়ান ফুটবলার নিহত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ জানুয়ারি ২০২১, ০৮:৩৭
brazil, Palmas president, four players die in Brazilian plane crash, rtv online
ছবি- সংগৃহীত

ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে ক্লাব প্রেসিডেন্টসহ ৪ ফুটবলার নিহত হয়েছেন। ব্রাজিলিয়ান কাপ নামের একটি টুর্নামেন্টে অংশ নিতে যাওয়ার সময় টকানটিস প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। বিমানের পাইলটও মারা গেছেন। খবর ইএসপিএনের।

ওয়াগনার নামের ওই পাইলট ছাড়া নিহত সবাই পালমাস ফুটবল ক্লাবের সঙ্গে সম্পৃক্ত। চতুর্থ টায়াররের দলটির প্রেসিডেন্ট লুকাস মেইরার সঙ্গে মৃত্যু হয়েছে ফুটবলার লুকাস প্রাজেডেস, গুলিহেরমে নো, রানুলে এবং মার্কস মলিনারির।

পালমাস এফসির পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার টকানটিনিনেস এভিয়েশনের রানওয়ে থেকে ছোট এই বিমানটি ছেড়ে যাওয়ার সময় বিধ্বস্ত হয়।

ক্লাবটি বার্তা সংস্থা এপিকে জানিয়েছে, টকানটিস থেকে ৮০০ কিলোমিটার দূরে গোইয়ানিয়ায় যাওয়ার কথা ছিল বিমানটির। সোমবার কোপা ভার্দে খ্যাত ব্রাজিলিয়ান কাপে শেষ ষোলর ম্যাচে ভিলা নোভার বিপক্ষে মুখোমুখি হওয়ার কথা ছিল পালমাসের।

খেলোয়াড়রা আলাদা বিমানে যাত্রা করছিলেন, কারণ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তারা। রোববারই তাদের আইসোলেশনের শেষ দিন ছিল। বাকিরা বাণিজ্যিক বিমানে যাত্রা করেন।

আরও পড়ুন :

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিভিতে আজকের খেলা
আরও ২০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল
শাহজালালে ৪০ স্বর্ণেরবারসহ আটক দুই
ব্রাজিলের বিপক্ষে চমক দিয়ে দল ঘোষণা স্পেনের
X
Fresh