logo
  • ঢাকা সোমবার, ২৫ জানুয়ারি ২০২১, ১১ মাঘ ১৪২৭

৩৫ জনের বহর নিয়ে ঢাকায় নেপাল দল

bangladesh football federation, nepal v bangladesh
ছবি- বাফুফে
বাংলাদেশের বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে নেপাল ফুটবল দল।

বৃহস্পতিবার দুপুরে ২৫ খেলোয়াড় এবং ১০ কোচিং স্টাফ-কর্মকর্তাসহ মোট ৩৫ জন নিয়ে হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে সফরকারী দলের ফ্লাইটটি।

করোনার কারণে মাঠে নামা সম্ভব হয়নি। দীর্ঘ বিরতির পর খেলায় ফিরতে চলেছে বাংলাদেশ-নেপাল।

দলটির প্রধান কোচ বাল গোপাল মহারজন মনে করেন এই ম্যাচগুলো দুই পক্ষই সুবিধা পাবে।

তিনি বলেন, ‘নেপাল সরকার আমাদের খেলার সুযোগ করে দিয়েছে। যা একটি ভালো বার্তা। আমার মনে হয় ম্যাচগুলো দুই দলের জন্যই ইতিবাচক হবে। আমরা নিজেদের সেরাটাই দিতে এসেছি এখানে।’

আগামী ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটি।
 
নেপালের কোচ বলেন, ‘আমরা মাঠে ভালো পারফরম্যান্স দিতে চাই। হার-জিত নয়, মূল লক্ষ্য ভালো খেলা।’

ওয়াই 
 

RTV Drama
RTVPLUS