আরটিভি নিউজ
১১ অক্টোবর ২০২০, ২০:০৩
আপডেট : ১১ অক্টোবর ২০২০, ২৩:৩৪
আপডেট : ১১ অক্টোবর ২০২০, ২৩:৩৪
প্রত্যেকটা জেলার লিগ হবে, দায়িত্ব নিয়ে বললেন সালাউদ্দিন

ছবি- বাফুফে
১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট স্থগিত বহুল আলোচিত ফরিদপুরের বরকত-রুবেলের বিচার শুরুকার্যনির্বাহী কমিটির বাইরে ইথিক্স অ্যান্ড ফেয়ার প্লে কমিটির চেয়ারম্যান আজমালুল হোসেন কিউসি, প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে রয়েছেন আখতার হোসেন খান, ডিসিপ্লিনারি কমিটি মেজবাহ্ উদ্দিন ও আপিল কমিটিতে আছেন আব্দুল মুয়ীদ চৌধুরী। গেল ৩ অক্টোবর বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৩৯ জন কাউন্সিলর একজন করে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি, চারজন সহ-সভাপতি এবং ১৫ জন সদস্যকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেন। ২১ পদের জন্য লড়েন মোট ৪৭ প্রার্থী। একনজরে বাফুফের আওতাধীন বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান হলেন যারা নং কমিটির নাম চেয়ারম্যান ১। ইমার্জেন্সি কমিটি কাজী মো. সালাহ উদ্দিন
২। প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটি আব্দুস সালাম মুর্শেদী
৩। ন্যাশনাল টিমস কমিটি কাজী নাবিল আহমেদ
৪। ফাইনান্স কমিটি আব্দুস সালাম মুর্শেদী
৫। ঢাকা মেট্রোপলিটন ফুটবল লিগ কমিটি মো. ইমরুল হাসান
৬। ডেভেলপমেন্ট কমিটি জনাব মো. আতাউর রহমান ভুইয়া (মানিক)
৭। টেকনিক্যাল কমিটি নির্বাচিত অপর সহ-সভাপতি
৮। কম্পিটিশন্স কমিটি হারুনুর রশীদ
৯। কমিটি ফর ওমেন্স ফুটবল মাহফুজা আক্তার কিরণ
১০। রেফারিজ কমিটি জাকির হোসেন চৌধুরী
১১। লিগ্যাল কমিটি কাজী নাবিল আহমেদ
১২। ইন্টারনাল অডিট কমিটি হারুনুর রশীদ
১৩। ফুটসাল অ্যান্ড বিচ সকার কমিটি সত্যজিৎ দাশ রূপু
১৪। জাতীয় স্কুল ফুটবল কমিটি বিজন বড়–য়া
১৫। ইথিক্স অ্যান্ড ফেয়ার প্লে কমিটি আজমালুল হোসেন কিউসি
১৬। প্লেয়ার স্ট্যাটাস কমিটি আখতার হোসেন খান
১৭। ডিসিপ্লিনারি কমিটি মেজবাহ্ উদ্দিন
১৮। আপিল কমিটি আব্দুল মুয়ীদ চৌধুরী
১৯। জেলা ফুটবল লিগ কমিটি কাজী মো. সালাহ উদ্দিন ওয়াই