• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

তিতের অধীনে ব্রাজিলের ক্যাম্প শুরু

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ অক্টোবর ২০২০, ১৮:৫২
Argentina, World Cup qualifiers, MESSI, NEYMAR, brazil, tite
নেইমার

বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচ খেলার আগে নিজেদের প্রস্তুত করছে ব্রাজিল। ২০২২ সালের কাতার বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিতের লড়াইয়ে শুক্রবার ৯ অক্টোবর নেইমারদের প্রতিপক্ষ বলিভিয়া।

ঘরের মাঠ সাও পাওলোর কোরিনথিয়ানস স্টেডিয়ামে মাঠে নামার আগে ক্যাম্প শুরু করেছে তিতের শিষ্যরা।

পাঁচবারের বিশ্বকাপ জয়ী দলটি আগামী ১৪ অক্টোবর পেরুর বিরুদ্ধে বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে।

পেরুর স্তাডিও ন্যাশিয়নাল ডি লিমায় মাঠে নামবে দল দুটি।

এর আগে গেল সেপ্টেম্বরে দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন ব্রাজিল কোচ তিতে।

বলিভিয়া ও পেরু ম্যাচের জন্য ব্রাজিল দল

অ্যালিসন বেকার (লিভারপুল), ওয়েভারটন (পালমেইরাস), সান্তোস (ক্লাব অ্যাথলেটিকো)
দানিলো (জুভেন্টাস), গাব্রিয়েল মেনিনো (পালমেইরাস), রেনান লোদি (অ্যাটলেটিকো মাদ্রিদ), অ্যালেক্স তেলেস (পোর্তো), থিয়াগো সিলভা (চেলসি), মার্কিনহুইস (পিএসজি), ফেলিপে (অ্যাটলেটিকো মাদ্রিদ), রদ্রিগো কাইয়ো (ফ্ল্যামিঙ্গো), কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনহো (লিভারপুল), ব্রুনো গিমারেজ (লিওন), ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), এভারটন রিবেইরো (ফ্ল্যামিঙ্গো), ফিলিপে কুতিনিহো (বার্সেলোনা), নেইমার (পিএসজি), এভারটন (বেনফিকা), গ্যাব্রিয়েল হেসুস (ম্যানচেস্টার সিটি), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রবার্তো ফিরমিনো (লিভারপুল) এবং রিচার্লিসন (এভারটন)।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
নেইমারকে গ্যালারিতে বসিয়ে আল-হিলালের ট্রফি উদযাপন
গরুর মাংস আমদানি নিয়ে বিরোধ, যা বলছে খামারিরা
নেইমারের হরেক রকম শখ পূরণের দায় ক্লাবের কাঁধে!
X
Fresh