• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

কোম্যানের হাত ধরেই বালাইডস দুঃস্বপ্নের সমাপ্তি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ অক্টোবর ২০২০, ১১:১৯
lionel-messi barcelona celta-vigo
ক্লেমেন্ট লেংলেটের লাল কার্ড পাওয়ার পর রেফারির সঙ্গে তর্কে জড়ান বার্সা কোচ কোম্যান ও অধিনায়ক মেসি

২০১৫ সালের এপ্রিলে লুইস এনরিকে মার্টিনেজ কোচ থাকাকালীন সবশেষ সেল্টা ভিগোর মাঠে জয় তুলেছিল বার্সেলোনা। পাঁচ বছর বালাইডসে জয়হীন ছিল কাতালানরা। অর্ধ দশক পর জয় তুলে নিলো লিওনেল মেসি নেতৃত্বাধীন দলটি। নতুন কোচ রোনাল্দ কোম্যানের অধীনে ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।

শুক্রবার প্রথম থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে বার্সেলোনা। ম্যাচের ১১ মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড আনসু ফাতির গোলে এগিয়ে যায় সফরকারীরা।

১-০ গোলে এগিয়ে থাকলেও বিরতিতে যাওয়ার আগে দশজনের দলে পরিণত হয় বার্সা। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ক্লেমেন্ট লেংলেট।

দ্বিতীয়ার্ধের ডি বক্সের ডানদিক থেকে শট নেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। ছয় বারের ব্যালন ডি’ অর জয়ীর নেয়া শট সেল্টা ভিগোর ডিফেন্ডার লুকাস ওলাজার পায়ে লেগে গতিপথ বদলে বল জালে আশ্রয় নেয়।

ম্যাচের অতিরিক্ত সময় স্প্যানিশ ডিফেন্ডার সার্জি রবার্তোর গোলে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়। স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমের দ্বিতীয় জয় তুলে নিলো দলটি।

আরও পড়ুন

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লা লিগায় জাভির শততম ম্যাচটি জয় দিয়ে রাঙালো বার্সেলোনা
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
দারুণ জয়ে দুইয়ে উঠে এলো বার্সেলোনা
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
X
Fresh