logo
  • ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০, ১১ আশ্বিন ১৪২৭

এক মৌসুম বার্সার হয়ে খেলতে রাজি হয়েছেন মেসি!

  স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

|  ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৫ | আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৭
Messi is staying in Barcelona.
হোর্হে মেসি
গত দুই সপ্তাহ ধরে আলোচনা-সমালোচনার শেষ হতে যাচ্ছে বোধহয়। মেসি থাকছেন বার্সেলোনায়। তবে সেটি শুধুই এক মৌসুমের জন্য। এমনটা নিশ্চিত করেছেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি।

সংবাদমাধ্যম গোল এবং ব্লেচার রিপোর্ট জানিয়েছে, বার্তোমেউয়ের সঙ্গে আলাপের পর আর একটি মৌসুম বার্সেলোনার হয়ে খেলতে রাজি হয়েছেন মেসি। দ্রুতই এ ব্যপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিথের কাছে ৮-২ গোলের ব্যবধানে হারের পরই বার্সেলোনা ছাড়ার কথা জানিয়ে দেন লিওনেল মেসি।

এরপর থেকে পাল্টা যুক্তি আসতে দেখা গেছে দুপক্ষ থেকেই। এতে করে বেশ ঘোলাটে হয়ে ওঠে বার্সা-মেসি পরিস্থিতি। দুপক্ষই দুপক্ষের সঙ্গে আলোচনার জন্য ডাক দিলে প্রথমে দুপক্ষই না করে দেয়।

এতে বেশ ঝামেলায় পড়তে হয়েছে বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউকে।

তবে শেষ পর্যন্ত মেসির বাবা ও ম্যানেজার হোর্হে মেসি বার্সেলোনা সভাপতির সঙ্গে আলোচনায় বসেন বুধবার। এদিন আলোচনায় বসার আগেও মেসির বাবা জানান, ওর (মেসি) বার্সায় থাকা কঠিন। তবে একদিন পরই হোর্হে মেসি জানিয়েছেন, ‘এক মৌসুম বার্সার হয়ে খেলতে রাজি আছে মেসি।’

এমআর/

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৫৫৪৯৩ ২৬৫০৯২ ৫০৭২
বিশ্ব ৩,২১,৯৬,৬৫৫ ২,৩৭,৫১,১৩৪ ৯,৮৩,৬০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়