logo
  • ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৩ আশ্বিন ১৪২৭

দ্রুত পদক্ষেপ না নিলে এই বছর আরও ভয়াবহ ডেঙ্গুর শঙ্কা! (ভিডিও)

  এ আর বাদল, আরটিভি অনলাইন রিপোর্ট

|  ০১ মার্চ ২০২০, ০৮:২১ | আপডেট : ০১ মার্চ ২০২০, ১১:৪৬
দ্রুত পদক্ষেপ না নিলে এই বছর আরও ভয়াবহ ডেঙ্গুর শঙ্কা!
নির্মাণাধীন ভবনে জমে থাকা পানিতে মশা প্রজননের অভয়ারণ্য। এসব নির্মাণাধীন ভবনের শ্রমিকরা জানান, সম্প্রতি সিটি করপোরেশনের পক্ষ থেকে এডিশ মশা নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নিতে দেখেনি তারা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গেল দুই মাস শুষ্ক মৌসুম হওয়া সত্ত্বেও ২৪১ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর কীটতত্ত্ববিদ ড. মঞ্জুর চৌধুরী বলছেন, এখনই কার্যকরী পদক্ষেপ না নিলে গত বছরের চেয়ে ভয়াবহ অবস্থা হতে পারে ঢাকাসহ সারাদেশে।

রাজধানীর বনানী এলাকার একটি বহুতল নির্মাণাধীন ভবনের ভেতরে গিয়ে দেখা যায় বেসমেন্টে ও ড্রামে জমে থাকা পানিতে মশার আনাগোনা। নির্মাণাধীন অধিকাংশ ভবনের অবস্থা একই রকম। এসব ভবনে শ্রমিকদের অভিযোগ মশার কামড়ে কাজে ব্যাঘাত ঘটলেও এমন অবস্থার মধ্যেই কাজ করতে হয় তাদের। সিটি করপোরেশনের পক্ষ থেকে দেখা যায় না মশা নিধনের কোনেও উদ্যোগ।

স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (হেলথ অ্যান্ড এমার্জেন্সি, কন্ট্রোল রুম) ডা. আয়শা আক্তার বললেন, এডিস যেহেতু এখন ১২ মাসের সমস্যা তাই আগাম ব্যবস্থা নেয়ার পাশাপাশি সবাইকে সচেতন হওয়া জরুরি।

আর কীটতত্ত্ববিদ ড. মঞ্জুর চৌধুরীর মতে, লোক দেখানো নয় সময় উপযোগী ব্যবস্থা না নিলে আসছে বর্ষা মৌসুমে মশার হাত থেকে রক্ষা পাওয়া মুশকিল হয়ে পড়বে।

মশা নিধনে মানসম্মত ওষুধ ব্যবহার না করলে উপদ্রব বাড়বে বলেও শঙ্কা প্রকাশ করেন এই কীটতত্ত্ববিদ।

এসএস

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৫৫৪৯৩ ২৬৫০৯২ ৫০৭২
বিশ্ব ৩,২১,৯৬,৬৫৫ ২,৩৭,৫১,১৩৪ ৯,৮৩,৬০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিশেষ প্রতিবেদন এর সর্বশেষ
  • বিশেষ প্রতিবেদন এর পাঠক প্রিয়