• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

যানজট দেখলেই উল্টো পথে ভিআইপিরা, নিয়ম মেনে জ্যামে সাধারণ মানুষ (ভিডিও)

জাহিদ রহমান, আরটিভি

  ১২ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৪
যানজট দেখলেই উল্টো পথে ভিআইপিরা, নিয়ম মেনে জ্যামে সাধারণ মানুষ
উল্টো পথে ভিআইপিরা

উল্টো পথে গাড়ি চলাচলের অসুস্থ প্রতিযোগিতায় বাদ নেই মন্ত্রী-সংসদ সদস্য, গণমাধ্যম এমনকি পুলিশের গাড়ি। বিশেষজ্ঞদের মতে, যারা আইন করেন তারাই বেশি আইন ভাঙেন। আর ডিএমপি পুলিশের ট্রাফিক বিভাগ বলছে, আইন অমান্য করলেই নেয়া হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা।

রাজধানীর রমনার রাস্তার মাঝখানে ডিভাইডার। একপাশে জ্যাম পড়লেই অন্যপাশে উল্টো পথে চলাচলের হিড়িক পড়ে যায়। উল্টো পথে চলাচলে বাদ যায় না মন্ত্রী-পুলিশ কিংবা সাধারণ মানুষের গাড়িও।

একই অবস্থা রাজধানীর অন্যান্য সড়কেও, গুলিস্তানের জিরো পয়েন্টের আশপাশে তাকালেই দেখা যায় আইন ভাঙার হিড়িক। আইন ভাঙা তাদের কাছে যেনো মামুলি ব্যাপার।

উল্টো পথে চলা গাড়িগুলোর কাছে অসহায় সোজা পথের গাড়িগুলো। আবার নিয়ম মেনে ঘণ্টার পর ঘণ্টা জ্যামে দাঁড়িয়ে থাকা গাড়ির চালকরাও বিরক্ত।

উল্টো পথে চলাচলকারীদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরও কঠোর হওয়ার তাগিদ এই বুয়েটের এক্সিডেন্ট রিসার্চ ইন্সিটিটিউটের পরিচালক মিজানুর রহমানের। তিনি বলেন, যারা আইন বানায় তারাই যদি আইন না মানেন তাহলে আইন প্রয়াগের ক্ষেত্রে তাদের নৈতিক অবস্থান দুর্বল থাকে। সাধারণ মানুষ এইসব চিত্র দেখে তাদের মধ্যে আইন ভঙ্গ করার প্রবণতা তৈরি হয়।

সবাইকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে ডিএমপি’র ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মফিজুর রহমান বলেন, যেখানে ট্রাফিক পুলিশ থাকে না সেখানেই আইন ভঙ্গের চেষ্টা হয়। কেউ উল্টো পথে এসে আইনের ব্যত্যয় ঘটালে আমরা অবশ্যই এটার বিরুদ্ধে কঠোর অবস্থা নিব।

আইন অমান্য করে উল্টো পথে চলাচল রুখতে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতায় কাজ করছে বলেও জানিয়েছে ট্রাফিক বিভাগ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বিশেষ প্রতিবেদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে গ্রেপ্তার ৩৯
থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী
আরটিভিতে আজ যা দেখবেন
থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
X
Fresh