• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

কারওয়ান বাজারে ট্র্যাফিক পুলিশের সামনেই নিয়মিত চলে উল্টোপথে গাড়ি (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ জানুয়ারি ২০২০, ১০:১২

স্থানীয় নেতা, ট্র্যাফিক পুলিশ আর প্রভাবশালীদের যোগসাজশে রাজধানীর কারওয়ান বাজারে নিয়মিত উল্টোপথে গাড়ি চলছে। এতে যানজট সৃষ্টির পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। কারওয়ান বাজার-হাতিরঝিল রুটে এসব মাইক্রোসার্ভিসের মালিক স্থানীয় প্রভাবশালী। তাই প্রতিদিনের অনিয়ম যেন দেখেও দেখে না কর্তব্যরত ট্র্যাফিক পুলিশ।

প্রতিদিন কারওয়ান বাজারে অফিস শুরু ও শেষের সময় ব্যস্ত এই পথে উল্টোদিকে গাড়ি চালানো যেন প্রতিযোগিতায় রূপ নেয়।

উল্টেপথে আসা এসব গাড়ির একটি বড় অংশ কারওয়ান বাজার-হাতিরঝিল রুটে চলাচলকারি মাইক্রোবাস সার্ভিস। যাদের দেখাদেখি অন্যরাও উল্টোরাস্তায় ঢুকে পড়ে। প্রভাবশালীদের নিয়ন্ত্রণে থাকা এসব মাইক্রোবাসকে অবৈধ সুযোগ দেয়ায় দিনভর জানযট লেগে থাকে এই সড়কে। প্রতিদিনই ঘটে ছোট-বড় দুর্ঘটনা।

মাইক্রোবাস সার্ভিসকে উল্টোপথে যাতায়াতের সুযোগ দিতে যেয়ে এই সড়কের শৃঙ্খলা ভেঙ্গেছে কর্তব্যরত ট্র্যাফিক পুলিশ নিজেই। গাড়ির পাশাপাশি রিক্সাভ্যানও নিয়মিত উল্টোপথে চলে এই সড়কে। এই কর্মকর্তা শিকার করেন আইনের যথাযথ প্রয়োগই সড়কে শৃঙ্খলা ফেরাতে পারে।

বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বিশেষ প্রতিবেদন এর পাঠক প্রিয়
X
Fresh